পঞ্চায়েত ভোটে সন্ত্রাস করে তৃণমূল যাতে নিজেদের ক্ষমতা কায়েম করতে পারে, সে জন্যই ভোটে কেন্দ্রীয় বাহিনী চায়নি তৃণমূল, এমনটাই অভিযোগ করলেন সিপিএম নেতা আবদুর রেজ্জাক মোল্লা। বৃহস্পতিবার বিকেলে সন্দেশখালি ১ ব্লকের রাজবাড়ি প্রাথমিক স্কুলের মাঠে এক জনসভায় রেজ্জাক বলেন, “যাদের হাতে বন্দুক তো দূরের কথা একটা লাঠি পর্যন্ত থাকে না, সেই এনসিসি ক্যাডার বা গ্রিনপুলিশ দিয়ে ভোট করাতে চাইছে রাজ্য সরকার। ওরা কী উডপেনসিল দিয়ে গোলমাল ঠেকাবে?”
সন্দেশখালি ১ ব্লকের সরবেড়িয়া-আগারহাটি পঞ্চায়েতটি এত দিন সিপিএমের দখলে ছিল। এ বার সেখানে ১৭টি আসনের মধ্যে ১১টিতেই প্রার্থী দেয়নি তারা। ওই এলাকারই ১টি পঞ্চায়েত সমিতির আসনে বিরোধীরা মনোনয়ন দিতে পারেনি। সে কথা উল্লেখ করে রেজ্জাক বলেন, “ওদের (তৃণমূল) মনে রাখতে হবে, এ সব করে পঞ্চায়েত ভোটে কোনও মতে জিতলেও লোকসভা ভোটে কিন্তু কেন্দ্রীয় বাহিনী আসবে।”
হাওড়ায় উপনির্বাচনের ফলের কথা টেনে ক্যানিং (পূর্ব) বিধায়ক রেজ্জাক বলেন, “হাওড়ার মানুষ বুঝিয়ে দিয়েছেন, তৃণমূলের পতন শুরু হয়ে গিয়েছে। ওখানে আমাদের ৪ শতাংশ ভোট বেড়েছে।” লগ্নি সংস্থার আর্থিক অনিয়মের প্রসঙ্গ টেনেও বর্তমান সরকারের সমালোচনা করেন প্রাক্তন মন্ত্রী। সভায় হাজির ছিলেন সন্দেশখালির বিধায়ক নিরাপদ সরকার, হিঙ্গলগঞ্জের বিধায়ক আনন্দ মণ্ডল প্রমুখ। |