টুকরো খবর |
মাওবাদী তৎপরতা নিয়ে পুলিশি বৈঠক
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ক’দিন আগেই ছত্তীসগঢ়ে বড়সড় মাওবাদী হামলা হয়েছে। সামনে আবার পঞ্চায়েত নির্বাচন। এই পরিস্থিতিতে নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে মেদিনীপুরে পুলিশের এক উচ্চ পর্যায়ের বৈঠক হল বৃহস্পতিবার। ছয় জেলার পুলিশ সুপারকে নিয়ে বৈঠক করেন ডিজি (আইবি) জি এমপি রেড্ডি। ছত্তীসগঢ়ের ঘটনার পর জঙ্গলমহলে বাড়তি নজরদারি শুরু হয়েছে। ক’দিন আগে ভিন্ রাজ্যের এক মাওবাদী নেতা খড়্গপুরে এসে বৈঠক করে গিয়েছে। মাওবাদীদের গতিবিধি নিয়ে পুলিশের কাছে বিভিন্ন সূত্রে খবর আসছে। আসছে গোয়েন্দা সতর্কবার্তাও। এ সবের প্রেক্ষিতে তল্লাশি অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। পুলিশের একাংশের বক্তব্য, এলাকা পুরোপুরি মাওবাদী-শূন্য এটা ভাবা ঠিক নয়। এক সময় যাঁরা মাওবাদী লিঙ্কম্যান হিসেবে কাজ করেছেন, তাঁদের অনেকেই এলাকায় আছেন। কিষেনজির মৃত্যুর পর আর বড় কোনও হামলা হয়নি। তবে বর্তমান পরিস্থিতিতে ঝাড়খণ্ড-বাংলা সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। এ দিনের বৈঠকে ডিজি (আইবি) ছাড়াও ছিলেন আইজি (পশ্চিমাঞ্চল) সিদ্ধিনাথ গুপ্ত, ডিআইজি (মেদিনীপুর রেঞ্জ) লক্ষ্মীনারায়ণ মিনা প্রমুখ। ছিলেন বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং ঝাড়গ্রাম পুলিশ জেলার সুপাররা। সঙ্গে সিআরপিএফের আধিকারিকেরা। পুলিশ সূত্রে খবর, জঙ্গলমহল এলাকার সার্বিক পরিস্থিতি নিয়েই বৈঠকে আলোচনা হয়।
|
এসএফআইয়ের দাবি
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
বৃহস্পতিবার ঝাড়গ্রাম রাজ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিমাইচাঁদ মাসান্তকে ১৭ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দিল এসএফআই। ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ভর্তি ফি বাড়ানো চলবে না, গরিব ছাত্রছাত্রীদের বেতন মকুব করতে হবে, ভূগোল ও সাঁওতালিতে অনার্স ও পাস কোর্স চালু করতে হবে ইত্যাদি দাবি জানায় তারা।
|
বধূর ঝুলন্ত দেহ
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
আইওসি-র আবাসন থেকে এক বধূর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে হলদিয়া টাউনশিপের ক্লাস্টার এগারোয় এই ঘটনার জেরে উত্তেজনা ছড়ায়। মৃতার নাম তৃষ্ণা মিশ্রি (৩০)। তাঁর স্বামী মণীন্দ্রনাথ মিশ্রি হলদিয়া তৈল শোধনাগারের স্থায়ী কর্মী। |
|