|
|
|
|
লাল-হলুদে ফিরে এলেন অভ্র
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
নতুন মরসুমে নিজের প্রিয় দল ইস্টবেঙ্গলে ফিরলেন অভ্র মণ্ডল। বৃহস্পতিবার সরকারি ভাবে লাল-হলুদের চুক্তিপত্রে সই করেন তিনি।
পারিবারিক কারণে এ মরসুমে কলকাতায় ফিরতে চেয়েছিলেন অভ্র। যেটা জানার পর লাল-হলুদের ঘরের ছেলেকে ফেরাতে উদ্যোগী হন ইস্টবেঙ্গল কর্তারা। এ দিন ইস্টবেঙ্গলে সই করার পর আবেগপ্রবণ অভ্র বলছিলেন, “আবার লাল-হলুদ জার্সি পরে খেলব, ভাবতেই ভাল লাগছে।”
দেড় বছর আগে ট্রেভর মর্গ্যানের পছন্দের তালিকায় না থাকার কারণে ইস্টবেঙ্গল ছাড়তে বাধ্য হয়েছিলেন অভ্র। কিন্তু পুণে এফসি-তে যাওয়ার পর থেকে অভ্রর পারফরম্যান্সের গ্রাফ সব সময় উর্ধ্বমুখী ছিল। সে জন্য এ মরসুমে অভ্রর কাছে পুণে এফসি ছাড়াও সালগাওকরের প্রস্তাব ছিল। কিন্তু ইস্টবেঙ্গল থেকে ডাক পাওয়ায় আর দ্বিতীয় বার ভাবেননি অভ্র।
এ দিকে লাল-হলুদ শিবিরের খবর, কোচের দৌড়ে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছেন ব্রাজিলের মার্কোস ফালোপা-ই। আগামী সপ্তাহের শুরুতেই নতুন কোচের নাম চূড়ান্ত হয়ে যাবে বলে জানালেন সচিব কল্যাণ মজুমদার। “কোচ নিয়ে সোম-মঙ্গলবারের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেব আমরা,” বললেন তিনি।
এ দিন ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক-শতবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠেয় অক্ষয় কুমার শো-র নতুন দিনক্ষণও স্থির হয়ে গেল। ৯ জুন যুবভারতীতে যে বিশাল অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেটা এখন হবে ২১ ডিসেম্বর। |
|
|
|
|
|