টুকরো খবর
তারকারাও সপ্তাহে সাত দিনই প্র্যাক্টিস করুক চান মোয়েস
ওয়েন রুনিকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ধরে রাখা হয়তো আরও কঠিন হয়ে গেল। ম্যান ইউ-র নতুন বস ডেভিড মোয়েস নতুন মরসুমের প্রস্তুতি নিয়ে যে ফতোয়া জারি করেছেন তাতে রুনির মতো পেশাদার কেন, টিমের যে কোনও ফুটবলরাই ঘাবড়ে যেতে বাধ্য। কিন্তু মোয়েস পরোয়া করেন কোথায়! এভার্টনের ম্যানেজার থাকাকালীনও কখনও কারও তোয়াক্কা করেননি। অ্যালেক্স ফাগুর্সনের উত্তরসূরি দায়িত্ব নেওয়ার পরই তাই সাফ জানিয়ে দিয়েছেন, “আমার সঙ্গে কাজ করতে হলে টিমের তারকাদেরও সাত দিন খাটতে হবে। শৃঙ্খলাটা টিমের প্লেয়ারদের মধ্যেই তৈরি করতে হবে। তবে শুধু মুখ গুঁজে থাকলেই হবে না। ফুটবল দুনিয়ায় কোথায় নতুন কী হচ্ছে, নতুন পদ্ধতি, নতুন সরঞ্জাম। ফুটবলারের নিজের দক্ষতায় শান দেওয়ার কাজটা ম্যানেজারের উপর ছেড়ে দাও। সে দায়িত্ব আমার। এভার্টনেও যখন কোচ হয়ে এসেছিলাম একটা নতুন দিশার প্রয়োজন ছিল ক্লাবটার। একজন কোচ হিসেবে আমি মনে করি সব সময় উন্নতির পথের সন্ধানে থাকতে হয়।” নতুন মরসুমের প্রস্তুতি নিয়ে মোয়েসের নীল নকশার যা নমুনা তাতে ম্যান ইউ-র তারকারা না শুরু থেকেই বিদ্রোহ শুরু করে দেন। অবশ্য মোয়েসের মাথায় স্যার অ্যালেক্সের হাত রয়েছে। কিন্তু স্ট্যামফোর্ড ব্রিজের ‘স্পেশাল ওয়ান’কে টেক্কা দেওয়ার জন্য স্যার অ্যালেক্সের পরামর্শই যথেষ্ট কি?

প্লেয়াররা ছুটি কাটাতে পারে, নিজে যদিও চান না মোরিনহো
ছ’বছর পর চেলসির ম্যানেজারের দায়িত্বে ফিরে এসে সমর্থকদের যা বলেছিলেন, টিমের ফুটবলারদেরও নতুন মরসুমের প্রস্তুতি নিয়ে সেটাই বলছেন হোসে মোরিনহো। ‘আমি এখন তোমাদেরই এক জন’। পরিষ্কার জানিয়ে দিয়েছেন বড় বাজেটের দল তাঁর চাই না। দু’একজন ফুটবলারকে কিনতে পারলে সেটাই যথেষ্ট। ‘দ্য স্পেশাল ওয়ান’-এর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলের উন্নতি। ফুটবলারদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করা যে, তুমিই সেরা ফুটবলার। সে দলের সবথেকে জুনিয়র ফুটবলারই হোক না কেন। এই নজির অবশ্য মোরিনহোর ইন্টার মিলানে ম্যানেজার থাকাকালীনও ছিল। তাই তাঁর মিলান ছাড়ার সময় প্রথম একাদশ থেকে প্রায়ই বাদ যাওয়া মার্কো মাতারাজ্জিও তাঁকে জড়িয়ে ধরে কেঁদে ভাসিয়েছিলেন। সেই একই স্টাইলে প্লেয়ারদের কাছে টানার পদ্ধতি চেলসিতেও বজায় রাখার ইঙ্গিত স্পষ্ট মোরিনহোর কথায়। তিনি বলেছেন, “টিমের জন্য পেশাদারের মতো কঠিন পরিশ্রম করতে হবে। তবে মাফ করবেন, তা বলে আমি কাল থেকেই প্র্যাক্টিসে নেমে পড়তে পারব না। ম্যাচ জিতলে সেটা ম্যাজিকের মতো কাজ করে প্লেয়ারদের উপর। জিততে শুরু করলে প্লেয়াররা কখনও ক্লান্তি অনুভব করে না। আমার কাছে ফুটবলারদের খুশি তাঁদের ক্লান্তির থেকে অনেক গুরুত্বপূর্ণ। তাই প্লেয়ারদের ছুটির প্রয়োজন আছে। আমার নেই। মাথার চুলে পাক ধরেছে বলে ভাববেন না আমি এখন খাটতে পারি না।”

ফরাসি-আতঙ্কে সেরেনা
খেতাব জিতলেই কোর্টের ভেতর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফরাসি ভাষায় নিজের বক্তব্য বলতে হবে। ফরাসি ওপেনে তুমুল ফেভারিট হয়েও এহেন অভিনব আতঙ্ক তাড়া করেছে সেরেনা উইলিয়ামসকে। তিনি যে ফরাসি জানেন না এমনটা নয়, বেশ কয়েক বছর ধরে ফরাসি ভাষা শিখছেন। এমনকী সেরেনার কোচও ফরাসি। যাঁর সঙ্গে প্রেম করছেন বলেও টেনিস সার্কিটে জল্পনা চলছে। তবু ভয় কাটছে না বিশ্ব র‌্যাঙ্কিয়ে এক নম্বর টেনিস কন্যার। “টেনিস খেলার থেকেও এই ব্যপারাটা বেশি ভয়ঙ্কর,” সাফ বলেছেন দীর্ঘ এগারো বছর আগে এক বারই ফরাসি ওপেন খেতাব জয়ী সেরেনা। আরও একটা সমস্যা রোলাঁ গারোয় তাড়া করে বেড়াচ্ছে মার্কিন তারকাকে। সমস্যাটা তাঁর সাধের বহুমূল্য হিরের আংটি নিয়ে। এ বার প্যারিসে প্রথম ম্যাচ থেকেই ডানহাতের অনামিকায় বড় একটি হিরের আংটি পরে খেলছেন সেরেনা। যার নিটফল, অনামিকায় বড় একটি ফোস্কা। কোয়ার্টার ফাইনালের মাঝে তো ফোস্কার শুশ্রূষার জন্য চিকিৎসকও ডাকতে হয়। তবু আংটি খোলেননি। আংটি-টা কোচ-কাম-প্রেমিকের উপহার কি না তা নিয়ে মিডিয়ায় জোর জল্পনা।

তাইল্যান্ডে শেষ আটে সাইনা
মেয়েদের ব্যাডমিন্টনে বিশ্বের দু’নম্বর ভারতীয় তারকা সাইনা নেহওয়াল তাইল্যান্ড গ্রাঁ প্রি-র কোয়ার্টার ফাইনালে উঠলেন। গত বারের চ্যাম্পিয়ন হায়দরাবাদি কন্যা এ দিন দ্বিতীয় রাউন্ডে ২১-১২, ২১-১১ গেমে হারান ইন্দোনেশিয়ার ফেবি আনগুনি-কে। শেষ আটে শীর্ষবাছাই সাইনার সামনে অষ্টম বাছাই সিঙ্গাপুরের জুয়ান জু। সাইনা ছাড়াও ভারতীয়দের মধ্যে এই টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে উঠেছেন এইচএস প্রণয় এবং কে শ্রীকান্ত। পুরুষ সিঙ্গলসে প্রণয় প্রথম ১৯-২১, ২১-১৩, ২১-১৫ হারান সতীর্থ ভারতীয় আনন্দ পওয়ার-কে। শ্রীকান্ত হারিয়েছেন কোরিয়ান প্রতিদ্বন্দ্বীকে।

শুরুতেই অনিশ্চিত মাইকেল ক্লার্ক
মাইকেল ক্লার্কের ফিটনেস নিয়ে দুশ্চিন্তা কাটার নামগন্ধ নেই। গত দু’বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু করছে তাদের এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান। কিন্তু বার্মিংহ্যামে প্রথম ম্যাচেই অধিনায়ককে ছাড়া অস্ট্রেলিয়াকে নামতে দেখা যেতে পারে। এ দিন দলের অনুশীলনেও ক্লার্ককে দেখা যায়নি। এখনও লন্ডনে পিঠের ব্যথার চিকিৎসায় ব্যস্ত। ভারত সফরে পাওয়া পিঠের চোট থেকে তিনি এখনও পুরোপুরি ফিট হতে পারেননি। অস্ট্রেলীয় মিডিয়ায় জল্পনা, ক্যাপ্টেনের চোটের যা হাল তাতে আসন্ন অ্যাসেজেও অস্ট্রেলিয়া দলের উপর প্রভাব পড়তে পারে।

ফাওয়াদের অসাধ্যসাধন
পাকিস্তানের নাগরিক ছিলেন। অস্ট্রেলিয়ার রাজনৈতিক আশ্রয় চাওয়ার পর স্বপ্নেও হয়তো ভাবেননি সেই দেশের জাতীয় ক্রিকেট দলে খেলার সুযোগ পাবেন। অথচ এমনটাই হতে চলেছে ফাওয়াদ আহমেদের সঙ্গে। অস্ট্রেলিয়ার নতুন নাগরিকত্ব আইনের সুবিধা পেয়েছেন ফাওয়াদ। অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড সফরে খেলার সুযোগও পেয়েছেন একত্রিশ বছরের পাকিস্তানি স্পিনার। ক্রিকেটমহলের মতে, যেটা ফাওয়াদের অস্ট্রেলিয়ার হয়ে আসন্ন অ্যাসেজে সুযোগ পাওয়ার দিকে এক ধাপ বাড়ানো।

ডেম্পোর চার বিদেশি চূড়ান্ত
গোয়ার ক্লাবটি এ দিন পরের মরসুমের জন্য চার বিদেশি সই করাল। বেটো তো আগেই ছিলেন। নতুনদের বিদেশিদের মধ্যে রয়েছেন অস্ট্রেলিয়ার জাতীয় দলে খেলা ডিফেন্ডার সাইমন্ড কালসিমো। ইপিএলে ম্যান সিটি স্কোয়াডেও এক সময় ছিলেন কালসিমো। এ ছাড়া অস্ট্রেলীয় স্ট্রাইকার দানি সাঞ্চেজ এবং আইরিশ ফুটবলার বিলি মেমেট-কে নিয়েছে পাঁচ বারের আই লিগ চ্যাম্পিয়ন ডেম্পো।

টিন্টুর সোনা
জাতীয় আন্তঃ রাজ্য অ্যাথলেটিক্স মিটে ৮০০ মিটার দৌড়ে নিজের সেরা টাইমিংয়ের ধারেকাছে না থাকলেও সোনা জিতলেন কেরলের তারকা অ্যাথলিট টিন্টু লুকা। পিটি ঊষার ছাত্রী সময় নেন ২ মিনিট ৪.১৪ সেকেন্ড। বাংলার মল্লিকা মণ্ডল হাইজাম্পে রুপো জিতেছেন।

অ্যারোজের প্রয়াস
নতুন মরসুমের জন্য ফুটবলার বাছতে বিভিন্ন জেলায় লোক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পৈলান অ্যারোজ। আগের মরসুমের ১৫ জন ফুটবলারের সঙ্গে অ্যারোজের চুক্তি আছে। বাকি ফুটবলারদের বাছতে নতুন উদ্যোগ ফেডারেশনের নিজেদের দলের।

দুই তারা দুই মেজাজ

রাশিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ কোয়ালিফায়িং ম্যাচে খেলতে নামার আগে
এক প্রতিবন্ধী কিশোরের সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।


ব্যালন ডি’অরের সেই সোনার বলকে বালিশ করলেন লিওনেল মেসি।


ছবি ফেসবুকের সৌজন্যে।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.