আজ রাফা-জোকার রোলাঁ গারো যুদ্ধ |
|
নোভাক জকোভিচ |
|
রাফায়েল নাদাল |
|
|
বয়স ২৬ বিশ্ব র্যাঙ্কিং ১ বাসস্থান মন্টেকার্লো (মোনাকো) উচ্চতা ৬ ফুট ২ ইঞ্চি ওজন ৮০ কেজি
এ মরসুমে জয়-হার ৩৩-৪ এ বছরে খেতাব ৩ |
বয়স ২৭ বিশ্ব র্যাঙ্কিং ৪ বাসস্থান মায়োরকা (স্পেন) উচ্চতা ৬ ফুট ১ ইঞ্চি ওজন ৮৫ কেজি
এ মরসুমে জয়-হার ৪১-২ এ বছরে খেতাব ৬ |
|
|
• ২০০৫ ফরাসি ওপেনে আবির্ভাব থেকে এখনও পর্যন্ত রোলাঁ গারোয় নাদালের জয়-হারের পরিসংখ্যান ৫৭-১।
• একমাত্র হার ২০০৯-এ চতুর্থ রাউন্ডে সোডারলিংয়ের কাছে।
• জকোভিচ টানা ১২টি গ্র্যান্ড স্ল্যাম সেমিফাইনাল খেলছেন। গ্র্যান্ড স্ল্যামে ফাইনালের আগে
নাদালের বিরুদ্ধে খেলছেন ২০০৮-এর পর এই প্রথম। |
|
হেড-টু-হেড ১৯-১৫ |
• গ্র্যান্ড স্ল্যামে হেড-টু-হেড ৬-৩
• ফরাসি ওপেনে হেড-টু-হেড ৪-০
• শেষ সাক্ষাত ২০১৩ এপ্রিলে মন্টেকার্লো মাস্টার্স ফাইনালে জকোভিচ জয়ী
• ফরাসি ওপেনে শেষ সাক্ষাত ২০১২ ফাইনালে নাদাল জয়ী |
|
|
‘‘...রাফার বিরুদ্ধে পাঁচ সেট লড়তে আমি প্রস্তুত। আমি পরোয়া করি না! সত্যি বলতে কী, রোলাঁ গারোর সম্রাটের বিরুদ্ধে খেলার আগে এ ছাড়া আর কী বলে আমি নিজেকে তাতাতে পারি? আমার সামনে যে কিনা নাদাল!’’ —জকোভিচ |
|
‘‘...আজ আমি জিতলেও কোনও পুরস্কার জিতব না। এটা ফাইনাল নয়, সেমিফাইনাল। খেতাবের জন্য নয়, ফাইনালে ওঠার জন্য খেলব। অতএব বিরাট পার্থক্য। তবে আর একটু সহজ প্রতিদ্বন্দ্বী পেলে ভাল হত।’’— নাদাল |
|
|