|
|
|
|
|
ফরাসি ওপেন |
ফাইনালে সেই সেরেনা বনাম শারাপোভা
সংবাদসংস্থা • প্যারিস |
|
রোলাঁ গারোর ফাইনালের লাইন আপ দাঁড়াল বিশ্বের এক বনাম দুই-এ। এ বারের ফরাসি ওপেনেও যে দুই মেগাতারকা মেয়েদের সিঙ্গলসে প্রথম আর দ্বিতীয় বাছাই। দু’জনেই ফ্লোরিডাবাসী। কিন্তু এর পরেই যে সেরেনা উইলিয়ামস আর মারিয়া শারাপোভার মধ্যেকার দাঁড়িপাল্লা অনেকটাই কৃষ্ণাঙ্গ মার্কিন মেয়ের দিকে ঝুঁকে পড়ছে!
দু’জনের নিজেদের বৃহস্পতিবারের সেমিফাইনালের স্কোরলাইনের মতোই অনেকটা। বৃষ্টিস্নাত প্যারিসের সন্ধেয় ফিলিপ শাতিয়ের কোর্টে যদি টেনিসের গ্ল্যামার গার্ল শারাপোভা লড়েটড়ে আজারেঙ্কাকে ৬-১, ২-৬, ৬-২ হারিয়ে জীবনের অষ্টম গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে ওঠেন তো, ১৫ গ্র্যান্ড স্ল্যাম খেতাবের মালকিন সেরেনা অপর সেমিফাইনাল সারা এরানির বিরুদ্ধে হাসতে হাসতে জিতেছেন ৬-০, ৬-১।
শারাপোভা-সেরেনা, রুশ-মার্কিন টেনিস-যুদ্ধের হেড-টু-হেডের পরিসংখ্যানও কী একপেশে! সেরেনা এগিয়ে ১৩-২। তাও সেরেনার বিরুদ্ধে সার্কিটে শারাপোভার শেষ জয় ন’বছর আগে। সেই ২০০৪-এ! উইম্বলডন ফাইনালে হট ফেভারিট সেরেনাকে হারিয়ে সপ্তদশী টিনএজার শারাপোভা টেনিসের সবচেয়ে ঐতিহ্যশালী গ্র্যান্ড স্ল্যাম জেতার সেই বছরই মরসুম শেষের ট্যুর ফাইনালসের চূড়ান্ত লড়াইয়ে ফের সেরেনাকে হারিয়েছিলেন। সেই শেষ। তার পর যে এক ডজন বার সেরেনা নেটের উল্টো দিকে শারাপোভাকে পেয়েছেন, প্রতিবারই যেন ২০০৪ উইম্বলডন ফাইনাল হারের প্রতিশোধ নিয়েছেন! টানা ১২ জয়ের মধ্যে ন’বারই স্ট্রেট সেটে জয় সেরেনার। এ বছরই দুই মেগা টেনিস কন্যার তিন বার সাক্ষাতের ফল শারাপোভার বিপক্ষে ০-৩।
|
|
সে জন্যই হয়তো আজারেঙ্কাকে হারিয়ে উঠে শারাপোভার মন্তব্য, “আমি আজ দরকার পড়লে সারা দিন-রাত খেলতাম। কারণ ফাইনালটা যে সেরেনার সঙ্গে খেলতে হবে। তার আগে যত বেশি খেলে নিজেকে তৈরি রাখা যায় ততই ভাল।” মেয়েদের সার্কিটের সবচেয়ে হার্ডহিটার দুই প্লেয়ারের মধ্যে লড়াইয়ে স্কিলের পাশাপাশি দর্শকদের তুমুল আগ্রহ ছিল দুই দীর্ঘদেহী মেয়ের প্রতিটা শট খেলার সময় ঘোতঘোতানি। টেনিস মহলের এ দিন রসিক জল্পনাই ছিল, কে কাকে মুখের আওয়াজেও হারাবে! ম্যাচের মাঝে নামা বৃষ্টিতে ৩৫ মিনিট বিরতির পর খেলা ফের শুরু হলে অদ্ভুত ভাবে দুই প্রতিপক্ষের ঘোতঘোতানিও যেন কিছুটা ঠান্ডা মেরে যায়। প্যারিসের আচমকা নেমে আসা কনকনে ঠান্ডার মতোই।
বিশ্বের সেরা ডাবলস প্লেয়ারকে সিঙ্গলসে সেরেনা অবশ্য নিঃশব্দেই হারালেন। অনায়াসে। একপেশে ম্যাচে। ফাইনালেও তিনি ফেভারিট। শুধু একটাই খচখচানি থাকতে পারে সেরেনার। সেটা হল, শারাপোভা গত বারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হিসেবে শনিবার কোর্টে নামবেন। আর সেরেনার এটা রোলাঁ গারোয় দীর্ঘ এগারো বছর পর ফাইনাল খেলা! চাপ তো এক নম্বরকেও ছাড়ে না খেলার মাঠে। |
|
|
|
|
|