টুকরো খবর
দুই সন্তানকে জলে ডুবিয়ে খুন করে আত্মঘাতী বধূ
দুই শিশু সন্তানকে জলে ডুবিয়ে খুন করে আত্মঘাতী হলেন এক মহিলা। পূর্ব দিল্লির মান্ডাওয়ালি এলাকায় বুধবার দুপুরের ঘটনা। পুলিশ জানিয়েছে, সরিতা যাদব (৩১) নামের ওই গৃহবধূ ছ’বছরের মেয়েকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে এবং ১১ মাসের ছেলেকে বালতিতে ডুবিয়ে খুন করেন। পরে ঘরের সিলিং থেকে ঝুলে নিজে আত্মঘাতী হন। সরিতার স্বামী দেবেন্দ্র যাদব পুলিশকে জানান, ওই দিন সকাল সাড়ে দশটা নাগাদ তিনি কাজে যান। সারা দিনে তিনি বহু বার স্ত্রীকে ফোন করলেও সরিতা ফোন তোলেননি। তড়িঘড়ি বাড়ি ফেরেন দেবেন্দ্র। বারবার ডাকাডাকিতে সাড়া না পেয়ে দরজা ভেঙে ঢুকে দেখেন একটি ঘরে ঝুলছে সরিতার দেহ। পরে বালতি আর ওয়াশিং মেশিন থেকে উদ্ধার হয় তাঁদের ছেলে-মেয়ের দেহ। কেন এমনটা করলেন সরিতা? পুলিশ জানাচ্ছে, সরিতার দেহে কিছু নখের আঁচড়ের চিহ্ন মিলেছে। তাই সরিতাই এই কাণ্ড ঘটিয়েছেন, না অন্য রহস্য রয়েছে, তা ভাবাচ্ছে পুলিশকে। বাড়ির এক ও তিন তলায় দেবেন্দ্রর ভাই ও বোনের পরিবার থাকে। তাঁরা কেন কিছু টের পেলেন না?-দেখছে পুলিশ। প্রতিবেশীরা জানান, ঘটনার আগের দিন স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল। তাঁরা এ-ও জানাচ্ছেন, যাদব দম্পতির মধ্যে মাঝেমধ্যেই ঝগড়া হত। স্বামীর মাইনে নিয়ে অখুশি ছিলেন ওই বধূ।

অপহৃত ৩ ঠিকাশ্রমিক
কাজিরাঙায় জাতীয় সড়ক রক্ষণাবেক্ষণের কাজে যুক্ত তিন ঠিকাশ্রমিককে অপহরণ করল সন্দেহভাজন জঙ্গিরা। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে ৩৭ নম্বর জাতীয় সড়কে কাজ করছিলেন ওই তিনজন। তখনই সশস্ত্র কেএলটি জঙ্গিরা সেখানে হানা দেয়। অস্ত্র দেখিয়ে তিন ঠিকাশ্রমিককে জঙ্গলে নিয়ে যায় তারা। জঙ্গিদের কবল থেকে এক শ্রমিক কোনওমতে পালিয়ে যান। বিনোদ কলিতা নামে ওই ঠিকাশ্রমিক পুলিশকে জানান, জঙ্গিদের সবার কাছে স্বয়ংক্রিয় রাইফেল ছিল। কার্বি পাহাড়ের কোনও ঘাঁটিতে তাঁদের নিয়ে যাওয়া হচ্ছিল। বৃহস্পতিবার ভোরেই শোণিতপুর জেলার গোহপুর থেকে এক বহুজাতিক সংস্থার আধিকারিক দীপক দুবেকে অপহরণ করে জঙ্গিরা।

কুয়োয় নেমে মৃত সাফাইকর্মী
কুয়ো পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে মৃত্যু হল এক সাফাইকর্মীর। গুয়াহাটির বেলতলায় কৃষ্ণপুর গড় অলিতে ওই ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, একটি বাড়ির কুয়োয় নেমেছিলেন নকুল বর্মণ। তিনি মঙ্গলদৈ কলাইগাঁও এলাকার বাসিন্দা। কুয়োর মধ্যেই তিনি বিষাক্ত গ্যাসে সংজ্ঞাহীন হয়ে পড়েন। তাঁর সাড়াশব্দ না-পেয়ে ওই বাড়ির লোকেরা পুলিশে খবর দেন। বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা ঘণ্টাদুয়েকের চেষ্টায় নকুলবাবুর দেহ উদ্ধার করে।

বেঙ্গালুরুতে শিকলবন্দি অবস্থায় উদ্ধার বৃদ্ধ
দু’দিন আগে এই শহরেই নিজের বাড়ি থেকে বন্দি অবস্থায় উদ্ধার করা হয়েছিল এক মহিলাকে। পাঁচ বছর ধরে তাঁর বাবা-মা ঘরে বন্দি করে রেখেছিলেন বছর চৌত্রিশের ওই মহিলাকে। ফের একই ধরনের ঘটনার খবর পাওয়া গেল বেঙ্গালুরুতে। এ বার বাড়ির ছাদ থেকে শিকলবন্দি অবস্থায় উদ্ধার করা হল এক ৭৪ বছরের বৃদ্ধকে। তাঁর ছেলেই তাঁকে বেঁধে রাখত বলে জানিয়েছেন অনন্তাইয়া শেট্টি। বুধবার পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ওই বৃদ্ধ আপাতত সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তাঁকে এর পরে একটি বৃদ্ধাশ্রমে রাখা হবে বলে জানিয়েছে এক স্বেচ্ছাসেবী সংস্থা। তবে ওই বৃদ্ধের ছেলে সুরেশ অবশ্য জানিয়েছেন, তাঁর বাবা সারা বাড়ি নোংরা করতেন। তাই ছাদের ট্যাঙ্কের তলায় বাবাকে শিকল দিয়ে বেঁধে রেখেছিলেন তিনি। দিনে তিন বার করে তিনি বাবাকে খেতে দিতেন বলেও দাবি করেছেন সুরেশ। যদিও চিকিৎসকেরা জানিয়েছেন, ওই বৃদ্ধ অপুষ্টিতে ভুগছেন। সুরেশের স্ত্রী কল্পনা দাবি করেছেন, তাঁর শ্বশুর যাতে সিঁড়ি দিয়ে পড়ে না যান, তার জন্যই তাঁকে বেঁধে রাখা হত। পুলিশ অবশ্য সুরেশ বা তাঁর স্ত্রীর বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও মামলা করেনি।

কাশ্মীরে নিহত দুই জঙ্গি
তখন লড়াই চলছে... সেনার নিশানায় জঙ্গিরা। কাশ্মীরের পুলওয়ামায়। ছবি: পিটিআই
নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হল দুই জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গি। কাশ্মীরের পুলওয়ামা জেলার ঘটনা। বুধবার দুপুরেই নিরাপত্তাবাহিনীর গুলিতে মারা যায় জইশ কম্যান্ডার আলতাফ ওরফে গাজি বাবা। বৃহস্পতিবার নিহত হয় তার সঙ্গী মহম্মদ আব্বাস নেঙ্গরু। ওই দুই জঙ্গির হত্যার প্রতিবাদে পুলওয়ামাতেই বিক্ষোভ দেখায় জনতা। পুলিশ-জনতা সংঘর্ষে আহত হয়েছেন পাঁচ পুলিশ।

মানালি গণধর্ষণে গ্রেফতার তিন
বিদেশি পর্যটককে গণধর্ষণের অপরাধে মানালি থেকে তিন জনকে গ্রেফতার করল পুলিশ। তিন জনই নেপালের বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। সোমবার রাতে নিজের হোটেলে ফেরার জন্য ট্যাক্সির খোঁজ করছিলেন এক মার্কিন তরুণী। ট্যাক্সি না পেয়ে শেষমেশ একটি ট্রাকে চড়ে বসেন তিনি। তরুণীর দাবি, ওই ট্রাক চালক তাঁকে অন্য জায়গায় নিয়ে গিয়ে প্রায় এক ঘণ্টা ধরে ধর্ষণ করে। পরে ধর্ষণ করে চালকের দু’জন সঙ্গীও। পুলিশকে অভিযুক্তদের বিবরণ জানান তরুণী। তার পরই গ্রেফতার করা হয় ওই তিন জনকে।

পুরনো খবর:

লাই ডিটেক্টর টেস্টের আর্জি
বিশেষ আদালতের কাছে রাজা ভাইয়ার লাই ডিটেক্টর টেস্ট করানোর অনুমতি চাইল সিবিআই। উত্তরপ্রদেশে নিহত পুলিশ অফিসার জিয়া উল হকের স্ত্রী পরভিন আজাদ অভিযোগ করেছিলেন, তাঁর স্বামীর হত্যার পিছনে হাত রয়েছে উত্তরপ্রদেশের মন্ত্রী রঘুরাজ প্রতাপ সিংহ ওরফে রাজা ভাইয়ার। এই অভিযোগের জেরে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন রাজা। চলছে সিবিআই তদন্তও। গত মাসেই টানা প্রায় ২০ ঘণ্টা ধরে রাজা ভাইয়াকে জেরা করে সিবিআই। কিন্তু উপযুক্ত তথ্যপ্রমাণ না মেলায় তাঁকে শেষমেশ ছেড়ে দিতে হয়।

আত্মসমর্পণ মাওবাদীর
জোর করে দলে টেনেছিল মাওবাদীরা। প্রায় এক বছর পরে বৃহস্পতিবার মধ্যপ্রদেশের বালাঘাটে পুলিশের কাছে আত্মসমর্পণ করল ১৭ বছরের কিশোর গুর্জন সিংহ সালামে। ছত্তীসগঢ়ের রাজনন্দগাঁও জেলার কৌবেহারা গ্রামে বাড়ি গুর্জনের। ২০১২ সালে স্কুলে যাওয়ার সময়ে তাকে কার্যত ধরে নিয়ে যায় মাওবাদী নেতা চন্দু।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.