টুকরো খবর |
মানালিতে মার্কিন যুবতীকে গণধর্ষণ
সংবাদসংস্থা • শিমলা |
আবার গণধর্ষণের শিকার বিদেশিনি। এ বার ঘটনাস্থল অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র মানালি। সোমবার মানালির বশিষ্ঠ এলাকায় বন্ধুদের সঙ্গে দেখা করে অতিথিশালায় ফিরছিলেন বছর তিরিশের এক মার্কিন পর্যটক। ওই বিদেশিনির অভিযোগ, লিফট দেওয়ার নাম করে দু’জন তাঁকে একটি ট্রাকে তোলেন। সেই রাতেই ওই দুই ব্যক্তি তাঁকে ধর্ষণ করেন। ধর্ষণ করেই অবশ্য ছেড়ে দেওয়া হয়নি তাঁকে। তাঁর টাকা-পয়সা, আইফোনও লুঠ করে নেয় অভিযুক্তরা। পুলিশে অভিযোগ দায়ের করেছেন ওই মার্কিন যুবতী। কুলুর পুলিশ সুপার বিনোদ ধবন জানিয়েছেন, অভিযুক্ত দু’জনেরই বয়স কম, ১৮ থেকে ২৫ এর মধ্যে। যে গাড়িটিতে ধর্ষণ করা হয়েছে, সেই সংক্রান্ত তথ্য ইতিমধ্যেই পুলিশ জোগাড় করেছে। ধর্ষিতার ডাক্তারি পরীক্ষার রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। বেশ কিছু দিন ধরেই ভারতে বিদেশিনি নিগ্রহের একাধিক ঘটনা ঘটেছে। মার্চ মাসে মধ্যপ্রদেশের দাতিয়ার জঙ্গলে গণধর্ষিতা হন এক সুইস তরুণী। ঘটনায় পরে গ্রেফতার করা হয়েছিল ছ’জনকে। এর কিছু দিনের মধ্যেই যৌন নিগ্রহ ঠেকাতে আগরায় এক হোটেলের বারান্দা থেকে ঝাঁপ দেন এক ব্রিটিশ পর্যটক। গোয়া, দিল্লি, রাজস্থানেও যৌন হয়রানির শিকার হয়েছেন বিদেশি পর্যটকরা। ভারতে ধর্ষণের ঘটনা ক্রমশ বাড়তে থাকায় ভারতে সফররত ব্রিটিশ পর্যটকদের সতর্ক করেছিল সে দেশের দূতাবাস। গত ডিসেম্বরে চলন্ত বাসে ডাক্তারি ছাত্রীর গণধর্ষণের ঘটনার পর কড়া শাস্তির বন্দোবস্ত করা হয়েছে। কিন্তু তাতেও পরিস্থিতি যে বিশেষ বদলায়নি, সোমবারের ঘটনা আবার তা-ই প্রমাণ করে দিল।
|
ভোট ময়দানে নামতে চান পাপ্পু
নিজস্ব সংবাদদাতা • পটনা |
খুনের সাজা খেটে জেল থেকে বেরনোর পরই ফের ভোটের ময়দানে নামার ইচ্ছাপ্রকাশ করলেন পাপ্পু যাদব। সিপিএম নেতা অজিত সরকারের হত্যাকাণ্ড-সহ একাধিক মামলায় ১২ বছর জেলে ছিলেন আরজেডি-র ওই প্রাক্তন সাংসদ। তাঁকে নির্বাচনে মনোনয়ন দেওয়ার বিষয়টি এ বার কংগ্রেসের কোর্টে ঠেলেছেন পাপ্পু ওরফে রাজেশ রঞ্জন। আজ তিনি বলেন, “আমার স্ত্রী রঞ্জিতা রঞ্জন কংগ্রেসেই রয়েছেন। তা-ই ওই দলই এ নিয়ে সিদ্ধান্ত নিতে পারে।” তবে, নীতীশ কুমার বা লালুপ্রসাদের সঙ্গে হাত মেলাতেও তাঁর কোনও সমস্যা নেই বলে বুঝিয়ে দিয়েছেন পাপ্পু। এ নিয়ে তাঁর মন্তব্য, “কারও সঙ্গেই আমার শত্রুতা নেই।” ২০১৪ সালের লোকসভা ভোটে কোন দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছা রয়েছে তাঁর? জবাবে পাপ্পু বলেন, “জনতাই ওই সিদ্ধান্ত নেবেন।” সীমাঞ্চল বলে পরিচিত পূর্ণিয়া, মাধেপুরা, আরারিয়া, সহর্স এলাকায় পাপ্পুর অনুগামীর সংখ্যা অনেক। তিনি বলেন, মাধেপুরা, খগড়িয়া, সীতামঢ়ী, আরারিয়াযে কোনও কেন্দ্র থেকেই দাঁড়াতে পারি। পাপ্পু জানিয়েছেন, জনমত গঠন করতে ৬ জুন পূর্ণিয়া থেকে ‘আশীর্বাদ যাত্রা’ শুরু করবেন তিনি।
|
ভাইয়ের পরিণয়ের জেরেই খুন দাদা
নিজস্ব সংবাদদাতা • শিলচর |
ভাইয়ের প্রেম-পরিণয়ের পরিণামে প্রাণ খোয়ালেন দাদা। ডিমা হাসাও জেলার মাহুরে বাঙালি ব্যবসায়ী খুনের তদন্তে নেমে এ ব্যাপারে নিশ্চিত হয়েছে পুলিশ। বুধবার রাতে নিজের দোকানেই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান সুধা রায়। উত্তেজনা ছড়িয়ে পড়ে মাহুর এলাকায়। পুলিশ লালরেমসাম মার নামে এক যুবককে শনিবার গ্রেফতার করে। ডিমা হাসাও-এর ডিএসপি সুধাংশু দাস জানান, লালরেমসামই যে মূল হত্যাকারী জেরায় সেকথা সে স্বীকার করে নিয়েছে। সুধাংশুবাবুর কথায়, নিহত সুধাবাবুর ভাইয়ের সঙ্গে ভালবাসার সম্পর্কে জড়িয়ে পড়েছিল লালরেমসামের ছোট বোন। দু’জনে মন্দিরে গিয়ে বিয়েও করেন। তা মানতে পারেননি লালরেমসাম। জোর করে বোনকে বাড়ি নিয়ে যায় সে। ব্যবসায়ী সুধাবাবু পড়েন বিপাকে। ছোট ভাইকে অবসন্ন দেখে কথা বলেন লালরেমসামের সঙ্গে। সে আপসের জন্য ৬০ হাজার টাকা দাবি করে। কিন্তু টাকা নিয়েও বোনকে ছাড়তে গড়িমসি করছিল লালরেমসাম। তার নতুন শর্ত, আরও এক লক্ষ টাকা চাই। এ নিয়ে তর্ক বাধে। তারই জেরে বুধবার রাতে গুলি চালিয়ে হত্যা করে সুধাবাবুকে।
|
জেলের খাবারে অরুচি বন্দিদের
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
জেলের খাবার ‘না-পসন্দ’ প্রতারণার ঘটনায় ধৃত রাশিয়ার তিন নাগরিকের। ‘বন্ধু’ রাষ্ট্রের ওই তিন পর্যটককে তা-ই গুয়াহাটির কেন্দ্রীয় কারাগার থেকে মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করল জেল কর্তৃপক্ষ। পুলিশ জানায়, ওই তিন বিদেশি-সহ ৬ জনকে ২৯ মে গ্রেফতার করা হয়েছিল। ইন্টারনেটের মাধ্যমে পঞ্জাব, গুজরাতে প্রতারণার কয়েকটি ঘটনায় জড়িত থাকার অভিযোগ ছিল তাঁদের বিরুদ্ধে। অসমেও একই কায়দায় লোক ঠকানোর ছক ছিল ধৃতদের। তার আগেই সকলকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে ড্যানিস রোজকভ, অ্যালেক্সি মুরাতভ এবং অ্যান্ড্রে কিলিন রাশিয়ার নাগরিক। পর্যটক ভিসায় ভারতে এসেছিল তাঁরা। রাজ্যের আইজি (মধ্য-পশ্চিমাঞ্চল) এল আর বিষ্ণোই জানান, “পাঁচ দিন পুলিশ হেফাজতে থাকার পর গতকাল তাঁদের জেলে পাঠানো হয়। জেলের খাবার খেতে রাজি হচ্ছিলেন না । চিকিত্সকদের পরামর্শে জেল কর্তৃপক্ষ তাঁদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।”
|
পুলিশের ঘরে চোরের বাসা
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
চোরপুলিশ খেলার শেষে দেখা গেল পুলিশের ঘরেই চোরের বাসা। সম্প্রতি তেজপুর সদর থানার পুলিশ আবাসন থেকেই এএসআই হিমাশ্রী নাথের ডেস্কটপ, ল্যাপটপ ও ক্যামেরা চুরি হয়ে যায়। হিমাশ্রীদেবী ঘটনাটি নিয়ে এফআইআর দায়ের করেন। খোদ পুলিশের ঘরে চুরির ঘটনা ঘটায়, মুখ বাঁচাতে কোমর বেঁধে তদন্তে নামে পুলিশ। আজ পাঁচ চোরই ধরা পড়ে। কিন্তু চুরির সামগ্রী উদ্ধার করতে গিয়ে জানা যায়, চোরেদের দুই পান্ডার একজন এএসআই গোবিন্দ দাসের ছেলে দিব্যজ্যোতি দাস, অন্যজন কনস্টেবল খগেন দাসের ছেলে নয়নজ্যোতি দাস। তাদের ঘরেই চুরির মাল রাখা ছিল। তেজপুরের ওসি তাপস চক্রবর্তী বলেন, “দুই পুলিশকর্মীর ছেলে চুরির ঘটনায় ধরা পড়ায় আমরা সকলেই লজ্জিত।”
|
স্ত্রী, সন্তানদের কুপিয়ে আত্মঘাতী
নিজস্ব সংবাদদাতা • কেওনঝড় |
পরিবারের চারজনকে কুপিয়ে খুন করে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। গত রাতে ওড়িশার কেওনঝড়ের গন্দাবাড়েই গ্রামে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, আচমকা ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী রুক্মিনী (৪০), মেয়ে সবিতা (১৫) এবং ছেলে সুরেশকে (১২) এলোপাথারি কোপাতে থাকেন শ্রীকৃষ্ণ মাহাত (৪৫)। রেহাই পাননি তাঁর বোন সারাথিও (৫০)। ক্ষতবিক্ষত ওই দেহগুলিতে কেরোসিন ঢেলে আগুন দিয়ে দেন শ্রীকৃষ্ণ। সবার আর্ত চিত্কার শুনে পড়শিরা সেখানে পৌঁছনোর আগেই তিনি নিজেও ওই আগুনে ঝাঁপ দেন। প্রাথমিক তদন্তে অনুমান, পারিবারিক বিবাদের জেরেই ওই কাণ্ড করেছেন শ্রীকৃষ্ণ।
|
পাক কূটনীতিক হেনস্থায় তলব ভারতীয় দূতকে
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
পাকিস্তানি কূটনীতিক জারগান রাজাকে হেনস্থা করার ঘটনার জেরে ভারতের ডেপুটি হাই কমিশনারকে ডেকে পাঠাল পাক বিদেশ মন্ত্রক। গোটা ঘটনাটি যথেষ্ট উদ্বেগজনক বলে জানিয়েছে তারা। পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র এজাজ আহমেদ এক বিবৃতিতে বলেছেন, এমন ঘটনা কাঙ্খিত নয়। দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে যা প্রভাব ফেলতে পারে। বিশেষত, দু’দেশের নেতৃত্ব যখন দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করতে চেষ্টা চালাচ্ছে, তখন এমন ঘটনা একেবারেই অভিপ্রেত নয়।” ভারতের বিদেশ সচিব রঞ্জন মাথাই অবশ্য আজ সকালেই ওই ঘটনা দুর্ভাগ্যজনক বলে দুঃখপ্রকাশ করেছেন এবং তদন্তের আশ্বাস দিয়েছেন। মঙ্গলবার এই সূত্রে দু’জনকে গ্রেফতারও করে পুলিশ। সোমবার জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের কাছে একটি স্কুটারকে ধাক্কা মারে পাক কূটনীতিকের গাড়ি। স্কুটারের পিছনে বসে থাকা এক মহিলার সামান্য চোট লাগে। পরে রাজা ও তাঁর গাড়ির চালককে জনা দশেক লোক হেনস্থা করে বলে অভিযোগ। আহত মহিলার আত্মীয়দের পাল্টা দাবি, রাজার চালক মত্ত অবস্থায় ছিল। স্কুটারের পাশ দিয়ে যাওয়ার সময়ে সে ওই মহিলাকে টেনে নামানোর চেষ্টা করে। তাতেই
গোলমাল শুরু হয়। |
পুরনো খবর: কূটনীতিক হেনস্থা
|
গুলিতে নিহত ২
নিজস্ব সংবাদদাতা • ভাবুয়া |
জমি বিবাদের জেরে গুলিতে মৃত্যু হল দু’জনের। জখম হয়েছেন তিনজন। আজ কৈমুর জেলার কুদ্রা থানার চৌঘরা গ্রামে ঘটনাটি ঘটে। অস্ত্র-সহ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, একটি জমির মালিকানা নিয়ে দুটি পরিবারের মধ্যে ঝামেলা চলছিল। অভিযোগ, আজ সকালে পিস্তল নিয়ে ‘বিপক্ষের’ লোকেদের উপর হামলা চালান সীতারাম পাঠক।
|
দু’টি ট্রাকের সংঘর্ষ, মৃত ২
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আজ দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। রাঁচির তামারের কাছে ঘটনাটি ঘটে। পুলিশের দাবি, একটি ট্রাক আসছিল জামশেদপুর থেকে। অন্যটি রাঁচি থেকে জামশেদপুর যাচ্ছিল। রাঁচির দিকে আসা ট্রাকটি সামনের একটি ট্রাককে পাশ কাটাতে গেলে জামশেদপুরগামী ট্রাকের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। দু’টি ট্রাকেরই চালকের মৃত্যু হয়েছে।
|
বিলে সায়
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
আবাসন শিল্পে নিয়ন্ত্রণ সংক্রান্ত বিল অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। ওই বিলে আবাসন শিল্পে নিয়ন্ত্রক সংস্থা তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। প্রকল্প নিয়ে বিজ্ঞাপনে বিভ্রান্তিকর তথ্য দিলে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে কারাদণ্ড হওয়ার কথাও বলা হয়েছে।
|
আহত জওয়ান
সংবাদসংস্থা • রায়পুর |
ছত্তীসগঢ়ের ধামতারি জেলায় মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন এক সিআরপি জওয়ান। পুলিশ সূত্রে খবর, খাল্লাড়ি জঙ্গল এলাকায় মঙ্গলবার তল্লাশি চালাচ্ছিল যৌথ বাহিনী। তখনই গুলি চালায় জঙ্গিরা। আহত হন এক জওয়ান।
|
প্রস্তুতি |
|
কাশ্মীরের বানিহালে প্রায় ১১ কিলোমিটার লম্বা রেল সুড়ঙ্গের কাজ প্রায় শেষ। আগামী ২৫ জুন সেই রেল সুড়ঙ্গের উদ্বোধন করতে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী মনমোহন সিংহের। যেতে পারেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীও। তার আগে ওই সুড়ঙ্গের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখলেন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। |
|