টুকরো খবর
সোনার চাহিদা কমাতে ব্যাঙ্ককে আর্জি অর্থমন্ত্রীর
এ বার সোনায় লগ্নি থেকে বিরত করতে ব্যাঙ্কগুলিকে তাদের গ্রাহকদের পরামর্শ দিতে বললেন অর্থমন্ত্রী পি চিদম্বরম। সোনায় আমদানি শুল্ক বাড়িয়ে ৮% করার ঠিক একদিনের মাথায় ব্যাঙ্ক মালিকদের সংগঠন ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন-এর সভায় তিনি বলেন, ক্রমশ বাড়তে থাকা এই আমদানির খরচ বেশি দিন বহন করা সম্ভব নয়। আরবিআই-ও ইতিমধ্যেই ব্যাঙ্কগুলিকে স্বর্ণমুদ্রা বিক্রি না-করার আর্জি জানিয়েছে। অর্থমন্ত্রী বলেন, “সোনার চাহিদা কমানোয় ব্যাঙ্কের বড় ভূমিকা রয়েছে।” এ দিকে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন স্বর্ণশিল্প। বি সি সেন জুয়েলার্সের সুবীর সেন বলেন, “চিদম্বরমের পরামর্শ এখনও ব্যবসায় ছাপ ফেলেনি। তবে আমদানি শুল্ক বাড়ায় সোনার দাম অবশ্যই বাড়বে। সে ক্ষেত্রে ক্রেতার উপর চাপ বাড়বে। চাহিদা কমতেও পারে।” এম পি জুয়েলার্স-এর রুদ্র রায়চৌধুরীও একই সুরে বলেন, “গত কয়েক বছরে ২ থেকে ৮ শতাংশে পৌঁছেছে আমদানি শুল্ক। ফলে গ্রাম প্রতি দর ২৫০ টাকার মতো বাড়তে পারে। বাড়তে পারে সোনার চোরাচালানও। সে ক্ষেত্রে সৎ স্বর্ণ ব্যবসায়ীদের টিকে থাকাই দায় হবে।”

পুরনো খবর:
চা শিল্প, পর্যটন প্রসারে বৈঠক

চা শিল্পের প্রসার এবং চা পর্যটন প্রসারের জন্য দার্জিলিঙের দুটি চা মালিকদের সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করল জিটিএ কর্তৃপক্ষ। দার্জিলিঙের জিমখানা ক্লাবে বৃহস্পতিবারের বৈঠকে চা শ্রমিক সংগঠনের প্রতিনিধিদেরও রাখা হয়। প্রশাসনিক সূত্রের খবর, দার্জিলিঙে একটি চা নিলাম কেন্দ্র তৈরি, চা পর্যটন, চা পর্ষদের আঞ্চলিক অফিস তৈরির প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়েছে। জিটিএ গঠনের পরে চা শিল্পকে নিয়ে এই ধরণের উদ্যোগ এই প্রথম। এদিনের বৈঠকে জিটিএ চিফ বিমল গুরুঙ্গ ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশন এবং দার্জিলিং টি আসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে বিষয়গুলি নিয়ে আলোচনা করেন। জিটিএর প্রধান উপদেষ্টা তথা দার্জিলিঙের বিধায়ক ত্রিলোক দেওয়ান বলেন, পর্যটকদের আকর্ষণ করতেও দার্জিলিঙের চা শিল্পের একটি বড় ভূমিকা রয়েছে। এদিনের বৈঠকে জিটিএর তরফে বেশ কিছু প্রস্তাব তুলে ধরা হয়েছে।” বৈঠকে চা শ্রমিক সংগঠনের তরফে তাদের বকেয়া পাওনা মিটিয়ে দেওয়ার প্রস্তাবও জানানো হয়েছে।

চাহিদা কম, আজ উৎপাদন বন্ধ মারুতির
গাড়ি বিক্রি তলানিতে। মজুত ভাণ্ডারও উপচে পড়ছে। পরিস্থিতি সামাল দিতে তাই আজ, শুক্রবার গুড়গাঁও ও মানেসরের দু’টি কারখানাই বন্ধ রাখছে মারুতি-সুজুকি। সেখানে দৈনিক গড়ে পাঁচ হাজার গাড়ি তৈরি হয়। ১৭-২২ জুন পর্যন্ত এমনিতেই আগাম পরিকল্পনা মাফিক কারখানা দু’টি বন্ধ থাকার কথা। সংস্থার মুখপাত্র জানান, মন্দার জন্য চাহিদা কমছে। তাই রোজ কম গাড়ি তৈরির চেয়ে একদিন উৎপাদন বন্ধ রাখছেন তাঁরা। আগামী কাল ছুটির দিন হিসেবে কারখানা বন্ধের সিদ্ধান্ত আগেই নিয়েছে সংস্থা।

গয়না প্রদর্শনী
বেহালায় নয়া অলঙ্কার বিপণি চালু করল পি সি চন্দ্র। পাশাপাশি, ৯ জুন পর্যন্ত দেশ জুড়ে সমস্ত বিপণিতেই চলবে স্বর্ণমৃগয়া বার্ষিক প্রদর্শনী। যেখানে মিলবে গয়নার মজুরিতে ১২% এবং হিরে ও দামি পাথরের মূল্যে ৫% ছাড়।

ডলারে টাকা ৫৭-য়
ডলারে টাকার দাম দিনের শেষে ১১ পয়সা পড়ায় ১ ডলার ছুঁয়েছে ৫৬.৮৪ টাকা। তবে এক সময়ে প্রতি ডলার দাঁড়ায় ৫৭ টাকা, যা এক বছরে টাকার সবচেয়ে কম দাম।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.