নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
স্নাতক সাম্মানিক স্তরে ছাত্রছাত্রীদের অনলাইন প্রক্রিয়ায় ভর্তির বিষয়টি সবাইকে বোঝানোর জন্য বৃহস্পতিবার ৯০ জন অধ্যক্ষ এবং টেকনিশিয়ানদের নিয়ে বৈঠক হল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা ভবনে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্মৃতিকুমার সরকার বলেন, “কলেজে ভর্তি নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে হয়রানি থেকে রাজনৈতিক সংঘর্ষ পর্যন্ত হয়। সে সব বন্ধ করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ভর্তির প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করতে অধ্যক্ষ ছাড়াও ছাত্র সংসদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছি। সকলেই এই অনলাইন প্রক্রিয়া সমর্থন করেছেন। এই বছর যদি প্রক্রিয়াটি সফল হয় তাহলে কলেজে-কলেজে পাশ পাঠ্যক্রমেও এই অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে ছাত্র ভর্তি করা হবে।” |
এই কাজের জন্য স্টেট ব্যাঙ্কের সমস্ত শাখায় আলাদা কাউন্টার করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কলেজ সমূহের পরিদর্শক দেবকুমার পাঁজা।
|