মনোনয়ন জমা দেওয়ার সময়ে ব্লক অফিস চত্বরে পুলিশের সামনেই বাম নেতা-কর্মীদের উপরে হামলার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। বুধবার দুপুরে কোচবিহার কোতোয়ালি থানার ধলুয়াবাড়িতে ওই ঘটনায় সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য মহানন্দ সাহার পাঞ্জাবি ছিঁড়ে দেওয়া হয়। কোচবিহার দক্ষিণ কেন্দ্রের ফরওয়ার্ড ব্লক বিধায়ক অক্ষয় ঠাকুরের গাড়ি ভাঙচুর করা হয়েছে। তাঁকে মারধরও করা হয়েছে।
অক্ষয়বাবু বলেন, “বিনা প্ররোচনায় পুলিশের সামনে হামলা হয়েছে। তৃণমূলের কর্মীরাই হামলা করেছে। আমার গাড়ি ভাঙচুর করে মারধর করা হয়েছে। মহানন্দবাবুও আক্রান্ত হলেন।” তাঁর দাবি, “পুলিশ দাঁড়িয়ে দেখল। গোটা ঘটনা নির্বাচন কমিশনকে জানানো হবে।” কোচবিহারের পুলিশ সুপার অনুপ জয়সোয়ালের বক্তব্য, “মনোনয়ন পত্র জমা দেওয়ার সময়ে হঠাৎ উত্তেজনা তৈরি হয়। পুলিশই তৎপর হয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। অবশ্যই তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” |
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন আড়াইটে নাগাদ ধলুয়াবাড়ি ব্লক অফিসে যান বাম প্রার্থী ও নেতা-সমর্থকেরা। তখনই কয়েক জন তৃণমূল সমর্থকের সঙ্গে বচসা শুরু হয়। তা থেকে উত্তেজনা ছড়ায়। আচমকা লাঠি উঁচিয়ে বাম নেতা-কর্মীদের দিকে তেড়ে যেতে দেখা যায় একদল লোকজনকে। ওই সময়ে ব্লক অফিসের সামনের রাস্তায় দাঁড়িয়ে থাকা ফব বিধায়ক অক্ষয়বাবুকে মারধর করলে তাঁর হাত ও কপাল কেটে যায় বলে অভিযোগ। সিপিএম নেতা মহানন্দাবাবুর পোষাক ছিঁড়ে দেওয়া হয়। বামেদের দাবি, ওই ঘটনায় তাঁদের বেশ কয়েকজন মহিলা প্রার্থী সহ অন্তত ২৫ জন জখম হয়েছেন। আহতদের মধ্যে এক জনকে কোচবিহার জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রার্থীরা যাতে নির্বিঘ্নে মনোনয়ন জমা দিতে পারেন, তা নিশ্চিত করার দাবিতে বিকেলে জেলাশাসকের দফতরের সামনে ধর্নায় বসেন বাম নেতাকর্মীরা। কোচবিহারে কাছারি মোড়ে এক ঘন্টা পথ অবরোধও করেন বামেরা। তাঁরা জানিয়েছেন, এই ঘটনার প্রতিবাদে আজ, বৃহস্পতিবার তাঁরা মনোনয়ন জমা দেবেন না। |
এ দিন সিতাইয়েও মনোনয়ন পত্র জমা দেওয়ার সময়ে তৃণমূল বাধা দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। ফরওয়ার্ড ব্লক জেলা সম্পাদক উদয়ন গুহের নেতৃত্বে দিনহাটা এসডিও অফিসে অবস্থান বিক্ষোভও করেন বাম নেতাকর্মীরা। জেলার তুফানগঞ্জ ১ এবং ২ নম্বর ব্লকেও বাম নেতা-কর্মীদের মারধর করে মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। তুফানগঞ্জ ২ ব্লকেও বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা দিতে তৃণমূল বাধা দিয়েছে বলে অভিযোগ। তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ অবশ্য সব অভিযোগই ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর পাল্টা অভিযোগ, তৃণমূলের প্রার্থীরা শান্তিপূর্ণ ভাবে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ে লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে গোলমাল বাঁধানোর চেষ্টা করেন বাম নেতা-কর্মীরা। ওই ঘটনায় তাঁদের একজন জখম হয়েছেন বলে তৃণমূলের জেলা সভাপতির দাবি।
|