কুড়ি কেজি টিউমার মিলল পেটে
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
অস্ত্রোপচারে রোগিণীর পেট থেকে ২০ কেজির টিউমার বার করা হল। বুধবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই অস্ত্রোপচার হয়। রোগীর নাম করুণা রায়। বাড়ি দক্ষিণ দিনাজপুরে। বছর খানেক ধরেই তিনি পেটের ব্যথায় ভুগছেন। চিকিৎসককে দেখালে পরে পেটে টিউমার ধরা পড়ে ৪৫ বছরের ওই মহিলার। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক জিষ্ণুশঙ্কর রায় বসুনিয়া সাড়ে ৪ ঘন্টা অস্ত্রোপচার করে ওই টিউমার বার করেন। জিষ্ণুবাবু জানান, ৬ মাসে টিউমারটি অস্বাভাবিক বেড়ে উঠেছে। শুরুতে দক্ষিণ দিনাজপুরেই চিকিৎসা করাতেন করুণাদেবী। ১ মাস ধরে তিনি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে চিকিৎসা করাচ্ছেন। অস্ত্রোপচারের পর তাঁকে নজরদারিতে রেখেছে। ক্যান্সার সংক্রমণ থেকেই ওই টিউমার বেড়ে ওঠে বলে সন্দেহ। তা নিশ্চিত হতে টিউমার অংশ পরীক্ষা করানোর জন্য পাঠানো হয়েছে।
|
চলতি মাসেই মঞ্জুরি হলদিয়া মেডিক্যালে |
অবশেষে হলদিয়া মেডিক্যাল কলেজ নিয়ে জট কাটল। ৩০ জুনের মধ্যে ওই কলেজ পরিদর্শন করে আগামী শিক্ষাবর্ষের জন্য অনুমোদন দেওয়ার ব্যবস্থা করতে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া (এমসিআই)-কে বুধবার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তৃণমূল ক্ষমতায় আসার পরে রাজ্য সরকার, স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় এবং এমসিআই ওই কলেজের অনুমোদন খারিজ করে দেয়। বিপন্ন হয়ে পড়েন ছাত্রছাত্রীরা। তাঁদের অভিভাবকেরা হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে মামলা করেন। সিঙ্গল বেঞ্চে তাঁরা জিতলেও রাজ্য সরকার আপিল মামলা করে। হাইকোর্টের প্রধান বিচারপতি অরুণ মিশ্র ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ এ দিন জানিয়ে দেয়, নিয়ম অনুযায়ী নতুন শিক্ষাবর্ষে পঠনপাঠনের জন্য ১৫ জুলাইয়ের মধ্যে ভর্তির কাজ শেষ করতে হয়। তাই ৩ জুলাই ডিভিশন বেঞ্চ এই আপিল মামলার চূড়ান্ত রায় দেবে। তার আগেই কলেজ পরিদর্শন করে আগামী শিক্ষাবর্ষের জন্য অনুমোদনের ব্যবস্থা করতে হবে এমসিআই-কে। এ দিন এমসিআইয়ের তরফে আদালতে জানানো হয়, তারা কয়েক দিনের মধ্যেই হাসপাতাল পরিদর্শনে যাচ্ছে। ওই পরিদর্শন সেরে ৩০ জুনের মধ্যে অনুমোদন দেওয়ার কাজ শেষ করার নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ।
|