কলেজে ভর্তির খবর দু’জেলায়
নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ স্নাতক স্তরের প্রথম বর্ষে কলা, বিজ্ঞাণ ও বাণিজ্য বিভাগের বিভিন্ন বিষয়ে অনার্স ও জেনারেল কোর্সে ভর্তির জন্য ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ফর্ম দেওয়া হবে (৯ ও ১০ জুন বাদে)। ফর্ম জমা নেওয়া হবে ৮ জুন থেকে ১৫ জুন পর্যন্ত (৯ ও ১০ জুন বাদে)। ফর্ম দেওয়া ও জমা নেওয়া হবে সকাল সাড়ে এগারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত। অনার্সের ফর্মের দাম ৬০ টাকা ও জেনারেল ফর্মের দাম ৪০ টাকা। মেধা তালিকা প্রকাশ করা হবে ১ জুলাই বেলা আড়াইটের সময়। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে অনার্সের জন্য সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৪৫ শতাংশ ও মোট ৫০ শতাংশ নম্বর পেতে হবে।

অনার্স:
কলা: বাংলা (১৬৯), ইংরেজি (৬৫), ইতিহাস (১৪৫), সংস্কৃত (১১৩), রাষ্ট্রবিজ্ঞাণ (৯১), দর্শন (৫৭), এডুকেশন (৩৯), অর্থনীতি (২০)। বিজ্ঞান: ফিজিক্স (২৩), কেমিষ্ট্রি (৩৩), অঙ্ক (৭৩), জুলজী (৩৪), বটানি (২৮), এনভায়রনমেন্টাল সায়েন্স (২৮)। বাণিজ্য: অ্যাকাউন্টেন্সি (১২১)।

জেনারেল:
বি.এ (১২১০), বি.এস.সি (৯১), বি.এস.সি, পিওর (৯১), বি.কম (৯১)।
বেতাই বি আর অম্বেডকর কলেজ কলা ও বাণিজ্য বিভাগে বিভিন্ন বিষয়ে অনার্স ও জেনারেল কোর্সে ভর্তির জন্য ৬ জুন থেকে ১০ জুন পর্যন্ত ফর্ম দেওয়া হবে। ফর্ম জমা দেওয়ার শেষ দিন ১১ জুন। সকাল এগারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত ফর্ম দেওয়া ও জমা নেওয়া হবে। জেনারেল ও অনার্সে ভর্তির জন্য আলাদা আলাদা ফর্ম সংগ্রহ করতে হবে। ফর্মের দাম ৬০ টাকা। মেধা তালিকা প্রকাশের দিন এখনও স্থির করেনি কলেজ কতৃপক্ষ। কলাবিভাগে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞাণ, দর্শন ও ভূগোলে ও বানিজ্যবিভাগে হিসাবশাস্ত্রে অনার্স পড়ানো হয়। বি.এ ও বি.কম জেনারেলে আসনসংখ্যা যথাক্রমে ৭২৫ ও ৪০ টি।
কৃষ্ণনগর দ্বিজেন্দ্রলাল কলেজ কলা ও বাণিজ্য বিভাগে বিভিন্ন বিষয়ে অনার্স ও জ্নোরেল কোর্সে ভর্তির জন্য ৪ জুন থেকে ১০ জুন পর্যন্ত ফর্ম দেওয়া হবে। ফর্ম জমা নেওয়া হবে ৬ জুন থেকে ১২ জুন পর্যন্ত। ফর্ম দেওয়া ও জমা নেওয়া হবে সকাল সাড়ে এগারোটা থেকে দুপুর তিনটে পর্যন্ত। ফর্মের দাম ৩০ টাকা। কলাবিভাগে অনার্স পড়ানো হয় বাংলা (৮৮), ইংরেজি (৪৪), ইতিহাস (৭৫), রাষ্ট্রবিজ্ঞাণ (৩৩), দর্শন (৩৩), সংস্কৃত (৪৪) ও ভূগোলে (৪০)।বাণিজ্য বিভাগে হিসাবশাস্ত্রে অনার্সে আসন ১০০ টি। বি.এ ও বি.কম জেনারেলে আসন সংখ্যা যথাক্রমে ৮০০ ও ২০০ টি। কলেজের ওয়েবসাইট www.dwijendralalcollege.org তে আরও তথ্য জানা যাবে বলে জানিয়েছে কলেজ কতৃপক্ষ।
কৃষ্ণনগর গভঃ কলেজ এই কলেজে ভর্তির জন্য ফর্ম দেওয়া ও জমা নেওয়ার কাজ অনলাইনেই হবে বলে কলেজসূত্রে জানা গিয়েছে। ৬ জুন থেকে ১৩ জুন অনলাইনে ফর্ম পূরণ ও জমা দেওয়া যাবে। বিস্তারিত তথ্য পাওয়া যাবে এই ওয়েবসাইটে- www.krishnagargovtcollege.org
বহরমপুর কৃষ্ণনাথ কলেজ ফর্ম দেওয়া হবে: ১০ থেকে ১৫ জুন পর্যন্ত। জমা নেওয়া হবে: জুনের ১২, ১৫ ও ১৭ তারিখে। krishnath-college.org ওয়েবসাইট থেকেও ফর্ম তোলা যাবে। মেধা তালিকা প্রকাশ: ২৪ জুন। কাউন্সিলিং ও ভতির্: বিজ্ঞান বিভাগে ১ জুলাই ও কলা বিভাগে ২ জুলাই। অনার্সের আসন সংখ্যা: বাংলা৪৪, ইংরাজি, রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত ও দর্শন ৪০, ইতিহাস ৪৫, টুরিজিম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্টে ও সেরিকালচার ৩৫, ভূগোল, রসায়ন ও পদার্থবিদ্যা ৪০, অথর্নীতি ৩০, গণিত৫০ উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, শারীরবিদ্যা২৫।
বহরমপুর গালর্স কলেজ ফর্ম দেওয়া হবে: ৭-১৩ জুন। মেধা তালিকা প্রকাশ: বিজ্ঞান শাখায় ২০ জুন ও কলা বিভাগে ২২ জুন। ভর্তি: বিজ্ঞান শাখায় ভর্তি হবে ২৪ জুন। কলা বিভাগে ভর্তি হবে ২৬-২৭ জুন। অনার্সে আসন সংখ্য: বাংলা, ইংরাজি৬০, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন৫০, সমাজবিদ্যা ৪০, পদার্থবিদ্যা, রসায়ন, শারীরবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ২০, গনিত, অর্থনীতি ও প্রাণীবিদ্যা৩০, উদ্ভিদবিদ্যা২৫, টুরিজিম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্টে ও কমিউনিকেটিভ ইংরাজি ৪০।
বহরমপুর কলেজ ফর্ম দেওয়া হবে: ৭-১৪ জুন। জমা নেওয়া হবে: ১০-১৪ জুন। ভর্তি: বাংলা, ইংরাজি, ইতিহাস ও ভূগোলের ভর্তি ২৬ জুন। বাকি বিষয়ে ভর্তি নেওয়া হবে ২৭ জুন। আসন সংখ্যা: বাংলা, ইংরাজি, ইতিহাস১২০, দর্শন ৯০, রাষ্ট্রবিজ্ঞান ৮০, সংস্কৃত৬৫, ভূগোল৭০, গণিত৬০, অর্থনীতি২০, হিসাবশাস্ত্র১৪০।
কান্দি রাজ কলেজ ফর্ম দেওয়া হবে: ৬-১৪ জুন। জমা নেওয়া হবে: ৭-১৫ জুন। মেধা তলিকা প্রকাশ: ১৯ জুন। ভতির্: ২১ জুন থেকে। আসন সংখ্যা: বাংলা৭০, ইতিহাস, সংস্কৃত৩০, ভূগোল, শারীর শিক্ষা ৪০, হিসাবশাস্ত্র১০০।
পাঁচথুপি গৌরীবালা কলেজ ফর্ম দেওয়া হবে: ১৩-২০ জুন। জমা নেওয়া হবে: ১৫-২২ জুন। আসন সংখ্যা: বাংলা৮৫, ইতিহাস ৪৫, দর্শন ৪৫, রাষ্ট্রবিজ্ঞান৩৫।
নগর কলেজ ফর্ম দেওয়া হবে: ৭-৮ জুন এবং ১২-১৩ জুন । জমা নেওয়া হবে: ১৫ জুন পর্যন্ত। প্রাথমিক মেধা তলিকা প্রকাশ: ১৯ জুন। চুড়ান্ত মেধা তলিকা প্রকাশ: ২১ জুন। আসন সংখ্যা: বাংলা৭৭, ইংরাজি, ভূগোল ও রাষ্ট্রবিজ্ঞান৩৯, ইতিহাস৬১, গণিত২৮, দর্শন৪৪।
ফরাক্কা সৈয়দ নুরুল হাসান কলেজ ফর্ম দেওয়া হবে: ৭-১৩ জুন। ২৫ জুন থেকে ভর্তি নেওয়া হবে। কর্মাসের পাস কোর্সে ভর্তি হতে হবে মর্নিং বিভাগে। অনার্সে আসন: বাংলা, ইংরাজি, ইতিহাস, সমাজবিদ্যা, শিক্ষাতত্ত্ব ও ভূগোল৫০, রাষ্ট্রবিজ্ঞান৪০, অর্থনীতি২৫।
ধুলিয়ান নুর মহম্মদ কলেজ ফর্ম দেওয়া হবে: ৭-১৩ জুন। আসন সংখ্যা: বাংলা, ইংরাজি, সমাজতত্ত্ব৩৫।
সাগরদিঘি কলেজ ফর্ম দেওয়া হবে: ১০-১৯ জুন। আসন সংখ্যা: বাংলা ইংরাজি৪৫, সংস্কৃত ও ইতিহাস৩০।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.