মনোনয়ন জমা দিলেন উত্তম |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
আদালতের নির্দেশ মতো বুধবার পুলিশি হেফাজতে থাকা জেলা পরিষদে আসনে মনোনয়নপত্র জমা দিলেন কংগ্রেস নেতা উত্তম বারিক।
সোমবার জেলা পরিষদের একটি আসনের জন্য ডিসিআর কেটেছিলেন উত্তমবাবু। ওই আসনেই এ বার দাঁড়াচ্ছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি তথা তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক মামুদ হোসেন। রাতেই পুরনো একটি মামলার পরিপ্রেক্ষিতে জেলা কংগ্রেস নেতা উত্তম বারিককে পুলিশ গ্রেফতার করলে বিক্ষোভ-অবরোধ শুরু করে কংগ্রেস। মঙ্গলবার কাঁথি আদালতে তোলা হলে বিচারক উত্তমকে ৭ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠান। |
|
পাহারায় মনোনয়ন। —নিজস্ব চিত্র। |
পাশাপাশি উত্তম যাতে পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র জমা দিতে পারেন তার জন্য পুলিশকে নির্দেশ দেন তিনি। বুধবার বেলা সাড়ে এগারোটায় পুলিশ ভ্যানে করে উত্তম বারিককে খেজুরি থানা থেকে সরাসরি কাঁথি মহকুমাশাসকের দফতরে নিয়ে আসা হয়। সকাল থেকেই মহকুমা শাসকের অফিস চত্বরে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক কণিষ্ক পণ্ডা, প্রবীণ কংগ্রেস নেতা নিতাই মিশ্র-সহ প্রচুর কংগ্রেস কর্মী উপস্থিত ছিলেন। সেই সময় তৃণমূলের জেলা সম্পাদক মামুদ হোসেনও অনুগামীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিতে যান। উপস্থিত কংগ্রেস কর্মী ও তৃণমূল কর্মীদের মধ্যে বাদানুবাদ শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মামুদ হোসেন ও কণিষ্ক পণ্ডার মধ্যেও তুমুল কথা কাটাকাটি হয়। খোদ মহকুমাশাসক সুমিত গুপ্ত দফতরের বাইরে এসে মামুদ হোসেন ও কণিষ্ক পণ্ডাকে সামলান। |
|