টুকরো খবর |
স্ত্রীকে খুন, অসমে ধৃত সেনা অফিসার
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
স্ত্রী’র নামে নিখোঁজ ডায়েরি করতে থানায় গিয়েছিলেন উচ্চপদস্থ সেনা-অফিসার। জিজ্ঞাসাবাদে তাঁর বক্তব্যে অসঙ্গতি পান তদন্তকারীরা। পুলিশের দাবি, জেরার মুখেই শেষমেশ ভেঙে পড়ে স্ত্রীকে খুনের কথা স্বীকার করেন মেজর পদমর্যাদার ওই অফিসার। তাকে গ্রেফতার করা হয়েছে। আদালত ধৃতকে ৫ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে। রাজ্য পুলিশের আইজি এল আর বিষ্ণোই আজ জানান, মেজর গৌরব সিংহ নামে ওই সেনা-অফিসার বর্তমানে ডিফুর আসাম রাইফেল্স-এর শিবিরে কর্মরত। ২৫ মে স্ত্রীকে নিয়ে ডিফু থেকে শিলং গিয়েছিলেন গৌরব। ২৯ মে দু’জনে গুয়াহাটি ফেরেন। ওই রাতে তাঁরা গুয়াহাটি স্টেশনের কাছে সামরিক ছাউনিতে আশ্রয় নেন। পরদিন একাই ডিফুতে ফেরেন গৌরব। পুলিশ জানায়, এরপরই তিনি স্ত্রী-র নামে নিখোঁজ ডায়রি করেন। গৌরব তদন্তকারীদের জানান, ২৯ মে রাতে স্ত্রী’কে উত্তরপ্রদেশগামী ট্রেনে তুলে দিতে যান। কিন্তু স্টেশনেই তাঁদের দু’জনের মধ্যে বচসা হয়। রাগে সেখান থেকে কোথাও চলে যান তাঁর স্ত্রী। পুলিশ সূত্রের খবর, ৩০ মে সকালে কামরূপের জোড়াবাট থেকে এক মহিলার দেহ উদ্ধার করা হয়। প্রায় ৮০ ফুট গভীর খাদের মধ্যে পড়ে থাকা ওই মহিলার দেহে একাধিক ক্ষত ছিল। শনাক্ত না হওয়ায় সেটি মর্গে রাখা হয়। পরে জানা যায় সেটিই গৌরবের স্ত্রী প্রিয়া সিংহের দেহ। আইজি জানান, ২০০৯ সালে তাঁদের বিয়ে হয়েছিল। গৌরব উত্তরপ্রদেশের বলরামপুর জেলার বাসিন্দা। প্রিয়াদেবীর বাড়ি ছিল গোণ্ডা জেলায়। এর আগেও একাধিকবার সেনাকর্তাদের হস্তক্ষেপে স্বামী-স্ত্রীর ঝগড়া মিটেছিল।
|
স্বশাসিত পরিষদে অধ্যক্ষ নির্বাচিত
নিজস্ব সংবাদদাতা • শিলচর |
কংগ্রেস প্রার্থী নম্রথাং মার উত্তর কাছাড় স্বশাসিত পার্বত্য পরিষদের অধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আজ অধিবেশনের শুরুতেই রিটার্নিং অফিসার বরুণ ভুঁইয়া অধ্যক্ষ নির্বাচনের কথা ঘোষণা করেন। পরে ১৩ জুন মুখ্য কার্যবাহী সদস্য পদে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার জন্য রাজ্যপালের কাছে সর্বসম্মত প্রস্তাব পাঠানো হয়। পরিষদ যে কংগ্রেসই গঠন করবে, সংখ্যার নিরিখে তা স্পষ্ট। কিন্তু কাকে দেওয়া হবে এই দায়িত্ব, এ নিয়ে কংগ্রেসের মধ্যে মতভেদ রয়েছে। একটি গোষ্ঠী চায় দেবজিৎ থাউসেনই ফের মুখ্য কার্যবাহী সদস্য হোন। আবার বিধায়ক গোবিন্দচন্দ্র লাংথাসার পুত্র নির্মলকে পরিষদপ্রধান হিসেবে পছন্দ অন্য গোষ্ঠীর।
|
প্রধানমন্ত্রীকে চিঠি স্কুলপড়ুয়ার
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
ভূগোল বইয়ে লেখা একটি বাক্যের ব্যাখ্যা জানতে চেয়ে স্বয়ং প্রধানমন্ত্রীকে চিঠি লিখল অসমের সরকারি স্কুলের এক পড়ুয়া। শিলপুখুরি এলাকায় মহর্ষি বিদ্যামন্দির স্কুল থেকে এ বছর সিবিএসই পরীক্ষা পাস করা কাব্য বর্নাধ্যা হাজারিকা জানিয়েছে, ‘এনসিইআরটি’-র দশম শ্রেণির ভূগোল বইয়ের উত্তর-পূর্ব রাজ্যগুলির বিষয়ে একটি কথা কেন লেখা হয়েছে—সেটাই সে প্রধানমন্ত্রী মনমোহন সিংহের কাছে জানতে চেয়েছে। ওই বইয়ের ৯২ পাতায় লেখা রয়েছে, ‘উত্তর-পূর্বের বিভিন্ন রাজ্য, হিমালয়ের প্রত্যন্ত এলাকায় পর্যটনের প্রচুর সুযোগ। কিন্তু বিশেষ কিছু কারণে সে দিকে পদক্ষেপ করা যাচ্ছে না।’ কাব্যর বক্তব্য, দেশের অন্য প্রান্তে যে গতিতে উন্নয়ন চলছে, উত্তর-পূর্বের রাজ্যগুলি তা এখনও ছুঁতে পারেনি। ‘বিশেষ’ কী কারণে উত্তর-পূর্ব এ ভাবে বঞ্চিত হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে তারই উত্তর চেয়েছে।
|
চা বাগানে হানা নাগাদের
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
অসম-নাগাল্যান্ডের সীমানা বিবাদের আঁচ ছড়াল শিবসাগরেও। অভিযোগ, গেলেকি এলাকায় প্রায় ১০ বিঘা জমির চা-বাগান লণ্ডভণ্ড করেছে নাগাল্যান্ডের দুষ্কৃতীরা। উজানি অসমের ক্ষুদ্র চা উৎপাদক সংগঠন জানায়, গত মাসেও নাগা-দুষ্কৃতীরা ৮০ বিঘা জমির চা গাছ নষ্ট করেছিল। এ নিয়ে জেলা প্রশাসনকে অভিযোগ জানানো হয়। সংগঠনটি জানিয়েছে, প্রচুর চা গাছ নষ্ট হওয়ায় স্থানীয় চা উৎপাদকেরা ক্ষতির মুখে পড়লেন।
|
বাজ পড়ে মৃত সেনা
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
বজ্রপাতে মৃত্যু হল দুই বিএসএফ জওয়ানের। আজ ভোরে কোকরাঝাড় জেলায় ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, তুলসি বিল এলাকায় বিএসএফ-এর ছাউনির কাছে বাজ পড়ে। দুই জওয়ান গুরুতর জখম হন। হাসপাতালে তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়।
|
আচমকা গুলি
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
দিল্লির রোহিণী ওয়েস্ট মেট্রো স্টেশনে সকালে চলছিল পুলিশের মহড়া। আচমকাই সিআইএসএফের অফিসার সীতারামের বন্দুক থেকে গুলি বেরিয়ে সোজা গিয়ে লাগে এক সহকর্মীর পেটে। চিকিৎসকরা তাঁকে বিপন্মুক্ত বলে ঘোষণা করেন। অভিযুক্তকে সাসপেন্ড করা হয়েছে। তাঁর বিরুদ্ধে তদন্তও শুরু হয়েছে। |
|