জমা দেওয়ার শেষ দিন আজ |
মনোনয়নে বাধা, মারধর চলছেই |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মনোনয়ন পত্র জমা দেওয়া নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে শাসক দল তৃণমূলের আক্রমণ মনোনয়নের অষ্টম দিন মঙ্গলবারেও অব্যাহত থাকল। প্রতিটি ঘটনাতেই বিরোধীরা থানায় অভিযোগ দায়ের করেছেন। সব ক্ষেত্রেই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব।
কাঁথি মহকুমার ভগবানপুর ২ ব্লকের ইটাবেড়িয়া অঞ্চলে এ দিন সকালে প্রহৃত হন সিপিএমের লোকাল কমিটির সদস্য পুলিন লাল ও গ্রাম পঞ্চায়েতের সিপিএম সদস্য নবীন মাইতি। তাঁদের তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জোর করে তুলে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করে ভোটার কার্ড ও মোবাইল ছিনিয়ে নেয় বলে অভিযোগ। তাঁদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। একই কারণে নন্দীগ্রাম ১ ব্লক কংগ্রেসের সহ-সভাপতি মৃণাল বেরাকে তৃণমূল কর্মীরা মারধর করে বলে অভিযোগ। |
|
এগরা ২ ব্লকে মনোনয়ন দিতে যাচ্ছেন তৃণমূল প্রার্থীরা। |
এ দিন সকালে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় ওই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। মৃণালবাবু প্রহৃত হয়েছেন খবর পেয়ে ব্লক কার্যালয় থেকে কংগ্রেস সমর্থকরা ছুটে এলে হামলাকারীরা পালায়। মৃণালবাবুর অভিযোগ, “মনোনয়ন জমা দিতে বিডিও অফিসে যাচ্ছিলাম। কিন্তু বাসস্ট্যান্ডে নামার পরই দেবীপুর এলাকার কয়েক জন তৃণমূল সমর্থক ঘিরে ধরে মনোনয়ন জমা দিতে নিষেধ করে। এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে ব্যাপক মারধর করে।” নন্দীগ্রাম ১ ব্লক কংগ্রেস সভাপতি মেঘনাদ পাল বলেন, “ভুল বোঝাবুঝির জন্য এ দিন মৃণালবাবুর সঙ্গে আমাদের দলের সমর্থকদের কথা কাটাকাটি হয়। পরে তা মিটে গিয়েছে। মারধরের অভিযোগ মিথ্যে।” মোহনপুর ব্লকের দাঁতুনিয়া গ্রামের বাসিন্দা সিপিএমের যুবনেতা তপন নন্দ দলীয় এক প্রার্থীর প্রস্তাবক হওয়ায় সোমবার ব্লক থেকে বাড়ি ফেরার পথে প্রহৃত হন। ওই ব্লকেরই বেগুনিয়া লোকাল কমিটির সদস্য তনুয়া গ্রামের বাসিন্দা নারায়ণ সিংহ পঞ্চায়েত প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিতে আসার পথে তৃণমূল কর্মীরা তাঁকে মারধর করে বলে অভিযোগ। তিনি মেদিনীপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। প্রহৃত হয়েছেন দাঁতন ২ ব্লকের তলদা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা দুই সিপিএম কর্মীও। ওই পঞ্চায়েতেরই শিরনি গ্রামে তৃণমূল কর্মী সমর্থকরা সশস্ত্র ভাবে সিপিএম কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে মনোনয়ন জমা না দিতে হুমকি দিচ্ছে বলেও অভিযোগ।
পটাশপুর ১ ব্লকের গোপালপুরের একটি বুথে কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী প্রভাত দাসের হয়ে প্রচার চালানোয় স্থানীয় দুই কংগ্রেস কর্মী পূর্ণচন্দ্র বেরা ও নন্দলাল প্রমাণিককে সোমবার সন্ধ্যায় গোপালপুর বাজারে বেধড়ক মারধর করে তৃণমূল। ওই ব্লকেরই অমর্ষি ২ গ্রাম পঞ্চায়েত এলাকার পশ্চিম সরিদাসপুর অঞ্চলে প্রহৃত হন কংগ্রেস প্রার্থী কণকলতা মান্নার প্রস্তাবক দিব্যেন্দু চিনি। পটাশপুর ২ ব্লকের আড়গোয়াল গ্রাম পঞ্চায়েত এলাকার সন্দলপুর বুথে সমাজবাদী দলের প্রার্থীর প্রস্তাবক প্রতাপ জানার বাড়ি ঘেরাও করে হুমকি দেয় তৃণমূল। এই ব্লকেরই আড়গোয়াল গ্রাম পঞ্চায়েত এলাকায় টুনিয়াবিলা গ্রামে কংগ্রেস প্রার্থী রতন প্রামাণিকের বাড়িতে হামলা চালায় তৃণমূলের বাইকবাহিনী। আড়গোয়াল ও সাউৎখণ্ড গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের সশস্ত্র বাইক বাহিনী মনোনয়ন পত্র প্রত্যাহার, বামফ্রন্ট কর্মীদের দলের কাজে যোগ না দিতে ফতোয়া দিচ্ছে বলে অভিযোগ। দাঁতন ২ ব্লকের জেনকাপুর গ্রামের বাসিন্দা পঞ্চায়েত সমিতিতে সিপিএম প্রার্থী নমিতা হেমব্রমের স্বামী বলাই হেমব্রমকে মারধর করা হয় প্রার্থী হওয়ার অপরাধে। নমিতাদেবী মনোনয়ন প্রত্যাহার না করলে ফের অত্যাচারের হুমকি দেয় তৃণমূলের কর্মী সমর্থকেরা।
শুধু বিরোধী সিপিএম বা কংগ্রেসকে মনোনয়নে বাধা বা মারধর নয় প্রকাশ্যে এসেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বও। এ দিন বিকালে তৃণমূলের ব্লক কমিটির নেতা অপরেশ সাঁতরা গোষ্ঠীর জনা পঞ্চাশেক সমর্থক মোটর বাইক ও সাইকেলে করে পটাশপুর ২ প্রশাসনিক কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে তৃণমূলের ক্ষমতাসীন গোষ্ঠীর সশস্ত্র সমর্থকদের হাতে আক্রান্ত হন বলে অভিযোগ। অপরেশ সাঁতরার দাবি, বারোজন কর্মীকে লাঠি ও বন্দুকের বাঁট দিয়ে মারধর করা হয়েছে। এঁদের মধ্যে চার জনের আঘাত গুরুতর। পুলিশ গিয়ে আহতদের হাসপাতালে ভর্তি করায় ও পরিস্থিতি আয়ত্বে আনে। |
পুরনো খবর: মনোনয়ন ঘিরে গোলমাল |
|