ফরাসি ওপেনে আর নেই রজার ফেডেরার।
২০১১ উইম্বলডন কোয়ার্টার ফাইনালের মতোই আরও একটা গ্র্যান্ড স্ল্যাম কোয়ার্টার ফাইনালে তাঁকে হারালেন কৃষ্ণাঙ্গ ফরাসি টেনিস তারকা জো উইলফ্রেড সঙ্গা। ‘টেনিসের মহম্মদ আলি’ (চেহারার মিলের জন্য) এ বার অবশ্য দু’বছর আগের মতো ০-২ সেট পিছিয়ে থেকে মহানাটকীয় পাঁচ সেটে সর্বকালের সফলতম গ্র্যান্ড স্ল্যাম তারকাকে হারাননি। ১৭ গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেডেরার হারলেন স্ট্রেট সেটে ৫-৭, ৩-৬, ৩-৬। গ্র্যান্ড স্ল্যামে শেষ কবে ‘ফেড এক্সপ্রেস’ স্ট্রেট সেটে বেলাইন হয়েছেন চট করে মনে পড়ার নয়। দ্বিতীয় বাছাই ফেডেরারের বিদায়ে জকোভিচ বা নাদাল আরও বেশি ফেভারিট হয়ে উঠলেন খেতাব জয়ের ব্যাপারে। তবে ষষ্ঠ বাছাই সঙ্গা ৩০ বছর পর কোনও ফরাসি পুরুষের রোলাঁ গারোয় চ্যাম্পিয়নশিপ ট্রফি হাতে নেওয়ার সম্ভাবনার অনেকটাই কাছে এসে পড়েছেন সেমিফাইনালে উঠে। |
সঙ্গার কাছে কোয়ার্টার ফাইনালে হেরে ফেডেরার। মঙ্গলবার। |
যেখানে তাঁর লড়াই চতুর্থ বাছাই ডেভিড ফেরারের সঙ্গে। ফেরার এ দিন শেষ আটে টমি রব্রেদোকে ৬-২, ৬-১, ৬-১ কার্যত উড়িয়ে দিলেও একটাও সেট না খুইয়ে সেমিফাইনালে ওঠা সঙ্গার বিরুদ্ধে শুক্রবার তিনিই আন্ডারডগ। তুখোড় ফর্মের পাশাপাশি গ্যালারিও থাকবে সে দিন সঙ্গার সঙ্গে। “এ রকম মুহূর্তের কথা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। কিন্তু আজ সেটাই বাস্তব,” বলেছেন সঙ্গা। আর ফেডেরার হারার পর বলেছেন, “নিজের খারাপ দিনে এটা আরও বড় হতাশা। কিন্তু এ ধরনের দিন আমি খুব তাড়াতাড়ি ভুলে যাই। এ বারও যাব আর আবার উঠে দাঁড়াব।”
একত্রিশোর্ধ্ব ফেডেরার মুখে উঠে দাঁড়াবার কথা বলছেন। আর এক একত্রিশোর্ধ্ব সেটা কাজে করে দেখাচ্ছেন।
তিনি সেরেনা উইলিয়ামস আজ ২০০৩-এর পর প্রথম ফরাসি ওপেন সেমিফাইনালে পা রাখলেন। দুবাইবাসী রাশিয়ান কুজনেৎসোভাকে ৬-১, ৩-৬, ৬-৩ হারিয়ে। |
এ বার রোলাঁ গারোয় তাঁর পাঁচ ম্যাচে আজই প্রথম একটি সেটে খোয়ালেন সেরেনা। সাংবাদিক সম্মেলনে রসিকতা করেছেন, “একটা সেট হেরেছি মানে ম্যাচটা ভীষণ কঠিন ছিল। আর এ রকম একটা ম্যাচ জিতে আমি ভীষণ ক্লান্ত। প্লিজ, বেশি প্রশ্ন করবেন না।” সেমিফাইনালে বিশ্বের এক নম্বর সিঙ্গলস তারকার সামনে বিশ্বের এক নম্বর ডাবলস তারকা সারা এরানি। ইতালীয় মেয়ে এ দিন অন্য কোয়ার্টার ফাইনালে চতুর্থ বাছাই রাডওয়ানস্কা-কে ৬-৪, ৭-৬ (৮-৬) হারিয়ে কিছুটা চমকেই দিয়েছেন।
এ সবের মধ্যেই ফরাসি ওপেনে ভারতীয়দের দৌড় শেষ। ডাবলসে পার্টনারের চোটে সানিয়া মির্জাকে তৃতীয় রাউন্ডে ম্যাচ ছাড়তে হল। মিক্সড ডাবলসের দ্বিতীয় রাউন্ডেই হেরে গেলেন লিয়েন্ডার পেজ-জাঙ্কোভিচ।
|