|
|
|
|
রোলাঁ গারোয় ইতিহাস, নাটক, আগ্রাসন
সংবাদসংস্থা • প্যারিস |
ক্রন্দনরত টমি রব্রেদো! তাঁর হাতেই টানা তিনটে রাউন্ড ০-২ সেট পিছিয়ে পড়েও পাঁচ সেটে ম্যাচ জেতার নজির কোনও গ্র্যান্ড স্ল্যামে প্রথম ঘটল দীর্ঘ ৮৬ বছর পর। দ্বিতীয়, তৃতীয়ের পর রবিবার ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডেও ৩২তম বাছাই স্প্যানিশ জিতলেন ৬-৭ (৫-৭), ৩-৬, ৬-৪, ৬-৪, ৬-৪ সতীর্থ স্প্যানিশ, ১১তম বাছাই নিকোলাস অ্যালমাগ্রোর বিরুদ্ধে। ইতিহাস গড়ার আনন্দাশ্রু তখন রবেদ্রোর চোখে। যিনি গত বছর এই সময়ে পায়ে অস্ত্রোপচারের কারণে কোর্টের বাইরে ছিলেনই শুধু নয়, র্যাঙ্কিং নেমে গিয়েছিল ৪৭১-এ। রব্রেদোর এ দিনের মহাকৃতিত্ব গ্র্যান্ড স্ল্যামে শেষ দেখিয়েছিলেন অঁরি কচেট, ১৯২৭-এর উইম্বলডনে। শেষ আটে রব্রেদোর সামনে ফেরার।
হাঁফছাড়া রজার ফেডেরার! প্রথম দু’রাউন্ডে দুই কোয়ালিফায়ারের বিরুদ্ধে মাত্র ১১ গেম খুইয়ে অতি সহজে জেতার পর তৃতীয় রাউন্ডে প্রথম লড়াইয়ের স্বাদ পেয়েছিলেন। কিন্তু রবিবার চতুর্থ রাউন্ডে স্থানীয় ফরাসি, ১৫তম বাছাই গাইলস সিমন-এর বিরুদ্ধে ১-২ সেটে পিছিয়ে পড়ে চতুর্থ সেটে ম্যাচ তথা এ বারের ফরাসি ওপেনে নিজের অস্তিত্ব রক্ষার পরিস্থিতিতে পড়েছিলেন। |
কোয়ার্টার ফাইনালে উঠে। রবিবার রোলাঁ গারোয়। ছবি: এএফপি
|
শেষ পর্যন্ত নাটকীয় পাঁচ সেটের লড়াই জিতে একত্রিশ বছরের সুইস মহাতারকা কেরিয়ারের ৪০তম গ্র্যান্ড স্ল্যাম কোয়ার্টার ফাইনালে উঠলেন। ৬-১, ৪-৬, ২-৬, ৬-২, ৬-৩ স্কোরলাইন ফেডেরারকে এনে দিল পেশাদার সার্কিটে জীবনের ৯০০তম জয়। এর চেয়ে বেশি ম্যাচ জিতেছেন বিশ্বে মাত্র তিন জন কোনর্স (১১৫৬), লেন্ডল (১০৬৮), ভিলাস (৯৪০)। শেষ আটে ফেডেরারের সামনে সঙ্গা।
ক্ষুধার্ত সেরেনা উইলিয়ামস! প্রথম খেতাবের দীর্ঘ এগারো বছর বাদে দ্বিতীয় ফরাসি ওপেন জেতার খিদে বিশ্বের এক নম্বর মেয়ে টেনিস তারকার এতটাই তীব্র যে, কোয়ার্টার ফাইনালে উঠতে একত্রিশ বছরের মার্কিন কৃষ্ণাঙ্গী সাকূল্যে দশটি গেম হারিয়েছেন! রবিবার চতুর্থ রাউন্ডে শীর্ষ বাছাই সেরেনা ঘণ্টাখানেকের মধ্যেই ইতালির রবার্টা ভিঞ্চি-কে স্ট্রেট সেটে ৬-১, ৬-৩ উড়িয়ে দিয়ে শেষ আটে আর এক বর্ষীয়ান, অবাছাই রুশ শ্বেতলানা কুজনেৎসোভার মুখোমুখি হয়ে বলেন, “আমি ভাল খেলছি ঠিকই, কিন্তু নিজের দিনে শ্বেতলানা যে কোনও কিছু ঘটাতে পারে। এখানেই ওর কাছে আমি হেরেছি আর সেটা কোয়ার্টার ফাইনালেই।” ২০০৯-এ ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হওয়ার পথে কুজনেৎসোভা শেষ আটে সেরেনাকেই হারিয়েছিলেন। সেরেনা অবশ্য এ দিন টানা ২৮ ম্যাচ জিতে এ ব্যাপারে মেয়েদের টেনিসে ২০০০ সাল-উত্তর সংখ্যাটাকে তৃতীয় সেরা করলেন। সেরেনারই দিদি ভেনাস উইলিয়ামস (৩৫) এবং জাস্টিন এনা-র (৩২) পরে।
ভারতীয়দের এ দিনটা ডাবলসে ভালই গেল। মেয়েদের ডাবলসে সানিয়া মির্জা-বেথানি মাটেক এবং মিক্সড ডাবলসে লিয়েন্ডার পেজ ও তাঁর সার্বিয়ান সঙ্গী জেলেনা জাঙ্কোভিচ প্রথম রাউন্ডে জিতেছেন। |
|
|
|
|
|