ফুটবলের আইপিএল নিয়ে যখন সরগরম ভারতীয় ফুটবল, তখনই ফুটবলারদের ছাড়া নিয়ে ক্লাবের অবস্থান ঠিক করতে বুধবার মুম্বইয়ে জরুরি সভায় বসতে চলেছে আই লিগে অংশগ্রহণকারী ক্লাব জোট।
স্বভাবতই ফুটবলের আইপিএলে রয়েছে মোটা অর্থের হাতছানি। অন্য দিকে, ক্লাবগুলো আর্থিক সঙ্কটে ভুগছে নতুন মরসুমের দল গড়তে নেমে। এতেই টলে গিয়েছেন বেশ কয়েক জন তারকা ফুটবলার। মোহনবাগান সচিব অঞ্জন মিত্র এবং মহমেডান মাঠ সচিব কামারুদ্দিন অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আইপিএলে খেলা ফুটবলারদের নেওয়ার ব্যাপারে আপত্তি রয়েছে তাঁদের। কিন্তু এতেও দমছেন না তাঁরা। রহিম নবিদের সঙ্গেই এ বার আইপিএলে চুক্তিবদ্ধ হয়েছেন মেহরাজউদ্দিন। আসন্ন মরসুমে যিনি আবার খেলার জন্য চুক্তিবদ্ধ মহমেডানের সঙ্গে। কিন্তু ক্লাবের ফরমানকে তোয়াক্কা না করে চড়া সুর মেহরাজের গলায়। ফোনে মেহরাজের সাফ কথা, “ক্লাবের সঙ্গে কথা হয়েছে আইপিএলে খেলা নিয়ে। আশা করি সমস্যা হবে না। আর যদি ক্লাব রাজি না থাকে, তা হলে আইপিএলেই খেলব।” যা শুনে মহমেডান কর্তা কামারুদ্দিন বলছেন, “আমরা আইপিএল খেলার জন্য কোনও ফুটবলারের সঙ্গে চুক্তি করিনি। বুধবারের সভার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানাব। যদি মেহরাজ না খেলে আমাদের ফুটবলারের অভাব হবে না।” সব মিলিয়ে আইপিএল বনাম ক্লাব যুদ্ধ জমজমাট।
এ দিকে, আসন্ন মরসুমে কোচ হিসাবে করিম বেঞ্চারিফাই বসবেন সবুজ-মেরুন বেঞ্চে। রবিবার এ কথা ফের জানিয়েছেন মোহনবাগান সচিব অঞ্জন মিত্র। শনিবার কর্মসমিতির বৈঠকের পর করিমের সঙ্গে কথা বলে খুশি সচিব। করিমও ক্লাবের প্রস্তাবে সম্মতি জানিয়েছেন বলে খবর।
অন্য দিকে, সোমবারই পেন ওরজির সঙ্গে আলোচনায় বসতে পারে ইস্টবেঙ্গল। আসন্ন মরসুমে ফের লাল-হলুদ জার্সি গায়ে ইস্টবেঙ্গল মাঝমাঠে এই নাইজিরীয় ফুটবলারকে দেখা যাবে কি না তা এই আলোচনার পরেই সম্ভবত চূড়ান্ত হবে। |