সারদা-কাণ্ডের পরেও তৃণমূলের জনপ্রিয়তা কতটা অটুট, তার উত্তর মিলবে আজ, বুধবার। হাওড়া লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল ঘোষণা হবে আজ। ডুমুরজলা স্টেডিয়ামে সকাল ৮টা থেকে গণনা শুরু হবে। বেলা ১১টার মধ্যে চূড়ান্ত ফলাফল স্পষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা।
তৃণমূল সাংসদ অম্বিকা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতেই হাওড়ায় উপনির্বাচন হয়েছে। সারদা-কাণ্ডে বিরোধীদের প্রবল আক্রমণের মুখে দাঁড়িয়েও আসনটি ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী রাজ্যের শাসক দল। তবে ২০১১ সালের বিধানসভা ভোটে হাওড়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টি বিধানসভা এলাকায় যে বিরাট ‘লিড’ তৃণমূল পেয়েছিল, তা অক্ষুণ্ণ থাকবে কি না, তা নিয়ে দলের মধ্যেই সংশয় আছে। প্রধান বিরোধী দল সিপিএম-ও ওই ব্যবধান অনেকটা কমিয়ে আনার বিষয়ে আশাবাদী। দলের মধ্যে ছোট্ট একটি অংশ অবশ্য হাওড়ায় তাদের অল্প ব্যবধানে জয়ের আশা উড়িয়ে দিচ্ছে না! আলিমুদ্দিনে মঙ্গলবারই সিপিএমের রাজ্য কমিটির বৈঠকে হাওড়া জেলার তরফে বলা হয়েছে, ভোটের দিন বিক্ষিপ্ত কিছু সন্ত্রাস হয়েছে। মূলত উত্তর হাওড়া ও বালি বিধানসভা এলাকায়। তবে তার মধ্যেও অনেক মানুষ ভোট দিয়েছেন। তাঁরা মানুষের উপরে আস্থা রাখছেন বলে হাওড়া জেলা নেতৃত্ব জানিয়েছেন। লড়াইয়ে আছে কংগ্রেসও। |
বালি, উত্তর হাওড়া, মধ্য হাওড়া, দক্ষিণ হাওড়া, শিবপুর, সাঁকরাইল ও পাঁচলা এই ৭টি বিধানসভা কেন্দ্রে মোট ১৮৫১টি বুথে ভোট গ্রহণ করা হয়েছে রবিবার। ভোট পড়েছে প্রায় ৬৮%। উপনির্বাচনের ফলাফলকে ঘিরে রাজনৈতিক দলগুলির মধ্যে চাপা উত্তেজনা থাকায় ভোট-পর্ব মিটে যাওয়ার পরেই গণনা কেন্দ্রের চার পাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রবিবার রাত থেকেই গণনা কেন্দ্রের চার পাশে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য সশস্ত্র বাহিনী মিলিয়ে প্রায় ৯ কোম্পানি নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। স্ট্রং রুমে নিরাপত্তা আরও সুনিশ্চিত করতে বসান হয়েছে দু’টি ক্লোজ সার্কিট ক্যামেরা। জেলাশাসকের বাংলোয় বসেই সেই ছবি দেখা যাচ্ছে। স্ট্রং রুমের পাহারার রয়েছে কেন্দ্রীয় বাহিনী।
ফল ঘোষণার পরে রাজনৈতিক দলগুলির সমর্থকদের মধ্যে গোলমাল লাগলে দ্রুত ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে গণনা কেন্দ্রের বাইরে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও প্রস্তুত রাখা হচ্ছে। স্টেডিয়ামের ভিতরে যেখানে গণনা হবে, সেখানে প্রতিটি সেক্টরেই ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো। প্রতিটি বিধানসভা কেন্দ্রে কে কত ভোটে এগিয়ে, তা জানাবার জন্য গণনা কেন্দ্রের ভিতরেই রয়েছে ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ডের। গণনা কেন্দ্রের বাইরে ফলাফল ঘোষণার ব্যবস্থাও থাকছে।
|