টাকা দিয়ে ভোট ‘কেনার’ অভিযোগ |
আদালতে আত্মসমর্পণ রাঁচির প্রাক্তন মেয়রের |
প্রবাল গঙ্গোপাধ্যায় • রাঁচি |
প্রায় দু’মাস গা-ঢাকা দিয়ে থাকার পর শেষ পর্যন্ত আত্মসমর্পণ করলেন রাঁচির প্রাক্তন মেয়র রমা খালকো।
আজ রাঁচির নিম্ন আদালতে হাজির হন রমাদেবী। বিচারক তাঁকে ১২ জুন পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
|
রমা খালকো।
ফাইল চিত্র |
গত এপ্রিলে রাঁচির পুরভোটে কংগ্রেসের তরফে মেয়র পদের নির্বাচনে প্রার্থী হয়েছিলেন খালকো। আগের পুরসভাতেও তিনিই মেয়র ছিলেন। টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ দুপুর বারোটা নাগাদ নিজের গাড়িতেই আদালতে পৌঁছন খালকো। আইনজীবীরা তাঁর জামিনের আর্জি জানালেও তা নাকচ করে দেন বিচারক। প্রায় দু’মাস গা-ঢাকা দিয়ে থাকার পর শেষ পর্যন্ত আত্মসমর্পণ করলেন রাঁচির প্রাক্তন মেয়র রমা খালকো।
আজ রাঁচির নিম্ন আদালতে হাজির হন রমাদেবী। বিচারক তাঁকে ১২ জুন পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
গত এপ্রিলে রাঁচির পুরভোটে কংগ্রেসের তরফে মেয়র পদের নির্বাচনে প্রার্থী হয়েছিলেন খালকো। আগের পুরসভাতেও তিনিই মেয়র ছিলেন। টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ দুপুর বারোটা নাগাদ নিজের গাড়িতেই আদালতে পৌঁছন খালকো। আইনজীবীরা তাঁর জামিনের আর্জি জানালেও তা নাকচ করে দেন বিচারক। |
পুরনো খবর: মেয়র ভোটের গণনা স্থগিত, ফেরার খালকো |
|