রেল ঘুষ-কাণ্ড
সিবিআইয়ের জেরার মুখে বনশল
রেলে পদের জন্য ঘুষ কাণ্ডে প্রাক্তন রেলমন্ত্রী পবন বনশলকে জেরা করল সিবিআই।
আজ দুপুরে প্রায় সওয়া ঘণ্টা বনশলকে জেরা করে সিবিআই। সম্প্রতি রেল বোর্ডের সদস্য নিয়োগে ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছিলেন পবন বনশলের ভাগ্নে বিজয় সিঙ্গলা। তাঁর বিরুদ্ধে টাকা নিয়ে বোর্ড সদস্য মহেশ কুমারকে চাহিদামাফিক পদ পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে। ঘুষ কাণ্ডে ভাগ্নের নাম জড়িয়ে যাওয়ায় শেষ পর্যন্ত রেলমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হয় পবনকে। রেল বোর্ডের সদস্য নিয়োগকে ঘিরে যে আর্থিক কেলেঙ্কারি প্রকাশ্যে এসেছে, তার সঙ্গে পবন বনশলের কোনও যোগ রয়েছে কি না, তা আজ থেকে খতিয়ে দেখা শুরু করল সিবিআই।
জেরা শেষে বেরিয়ে আসছেন পবন বনশল। ছবি: পি টি আই।
সূত্রের খবর, জেরার মুখে বনশল ফের দাবি করেছেন, তাঁর সঙ্গে ভাগ্নে বিজয় সিঙ্গলার কোনও সম্পর্ক ছিল না। সিঙ্গলা তাঁর অজান্তেই রেলমন্ত্রীর নাম ব্যবহার করে দুর্নীতিতে লিপ্ত হয়েছিল। এ বিষয়ে তিনি কিছুই জানতেন না। যদিও বনশলের ওই যুক্তি মানতে রাজি হয়নি সিবিআই। গত কয়েক বছর ধরে রেল বোর্ডের সদস্য বা বিভিন্ন জোনের জেনারেল ম্যানেজারদের নিয়োগে বড় অঙ্কের লেনদেন কাজ করছে বলে ইতিমধ্যেই অভিযোগ উঠেছে বিভিন্ন মহলে। পবন বনশলের ছয় মাসের রেলমন্ত্রিত্বের মেয়াদে রেল বোর্ডের উচ্চপদে যোগ দেওয়া আমলার নিয়োগ নিয়েও প্রশ্ন উঠেছে। তদন্তে এখন সেই দিকগুলিও খতিয়ে দেখছে সিবিআই। যদিও আজ বনশল সিবিআইয়ের সামনে দাবি করেছেন, তাঁর আমলে যে ক’টি নিয়োগ হয়েছিল, সেগুলির সবই নিয়ম মেনে হয়েছিল।
ইতিমধ্যেই বনশলের নামে কয়েক হাজার কোটি টাকার সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। প্রশ্ন উঠেছে, তাঁর ওষুধ ব্যবসা সংক্রান্ত অনিয়ম নিয়েও। বিজেপির অভিযোগ, বনশল কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পর থেকেই তাঁর আত্মীয়রা ফুলেফেঁপে উঠতে থাকে। বিশেষ করে বনশল যখন অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন, তখন থেকেই তাঁর ভাগ্নে বিজয় সিঙ্গলার উত্থান শুরু হয় বলে অভিযোগ। এমনকী সে সময়ে একাধিক সংস্থাকে বনশল ফায়দা পাইয়ে দিয়েছিলেন বলেও অভিযোগ তুলেছে বিজেপি। তবে বিজেপির আশঙ্কা, চূড়ান্ত রিপোর্টে শেষ পর্যন্ত ক্লিন চিট পেয়ে যাবেন প্রাক্তন রেলমন্ত্রী। বিজেপির এক নেতার কথায়, “তদন্তের যা গতিপ্রকৃতি, তাতে শেষ পর্যন্ত বনশলের ভাগ্নে-সহ অন্যান্য আত্মীয়দের নামে সিবিআই অভিযোগ আনলেও আনতে পারে। আমাদের ধারণা, প্রাক্তন রেলমন্ত্রীর নামে কোনও অভিযোগ থাকবে না।” এ প্রসঙ্গে সত্যপাল জৈন বলেন, “তদন্তে পবন বনশলকে সিবিআই ক্লিন চিট দিতে পারে। সে ক্ষেত্রে বনশলের বিরুদ্ধে জনস্বার্থ মামলা করবে দল।”

পুরনো খবর:


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.