|
|
|
|
ত্রিপাক্ষিক বৈঠকের পরেই অনশন তুলে নিল মোর্চা
নিজস্ব সংবাদদাতা • দার্জিলিং |
রাজ্যের সঙ্গে সুর মিলিয়ে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরাও ত্রিপাক্ষিক বৈঠকে গোর্খা জনমুক্তি মোর্চাকে অনশন প্রত্যাহারের আর্জি জানালেন। সেই অনুরোধে সাড়া দিয়ে সোমবার রাতেই অনশন প্রত্যাহারও করে নিল মোর্চা। এ দিন বিকেলে দার্জিলিঙের রিচমন্ড হিলে এই বৈঠক হয়। তৃণমূল নেতা খুশনারায়ণ সুব্বার বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় অভিযুক্ত মোর্চার এক কাউন্সিলরকে গ্রেফতারের প্রতিবাদে অনশন শুরু করে মোর্চা।
ত্রিপাক্ষিক বৈঠকে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের (জিটিএ) নানা সমস্যা সমাধানের ব্যাপারে যা আলোচনা হয়েছে, তাতে সন্তোষের কথা জানান মোর্চা নেতৃত্ব। ওই বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিব কে স্কন্ডন, রাজ্যের স্বরাষ্ট্র সচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়, জিটিএ-এর তরফে ছিলেন তিলক দেওয়ান, রোশন গিরি ও প্রধান সচিব রামদাসী মিনা। |
|
অনুরোধে সাড়া: রিচমন্ড হিলে চলছে বৈঠক। ছবি: রবিন রাই। |
কে স্কন্ডন বলেন, “বৈঠক ফলপ্রসূ হয়েছে। পাহাড়ে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, গোর্খাদের চাকরি, সৈনিক স্কুলের শাখা, দ্রুত হিলকার্ট রোড তথা জাতীয় সড়ক সংস্কারের বিষয়টিকে গুরুত্ব দেওয়ার বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত হয়েছে।” তিনি জানান, রাজ্য সরকারও পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে। কিছু দফতর হস্তান্তর নিয়ে দেরি হচ্ছে বলে মোর্চার দাবি। তিনি বলেন, “ওই দফতরগুলির হস্তান্তর যাতে দ্রুত করা যায় এবং পাহাড়ে পঞ্চায়েতের ভোট করানো নিয়েও মত বিনিময় হয়েছে।”
রাজ্যের স্বরাষ্ট্র সচিব বাসুদেববাবু জানান, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবও মোর্চা নেতাদের অনশন তুলে নেওয়ার অনুরোধ করেছেন। বাসুদেববাবু বলেন, “ত্রিপাক্ষিক চুক্তির সমস্ত বিষয় পর্যালোচনা হয়েছে। পঞ্চায়েত ভোট পর্ব চুকে যাওয়ার পরে ১৫ জুলাই ফের কলকাতায় দ্বিপাক্ষিক বৈঠক হবে। তার পরে অগস্টের শেষার্ধে ফের আর একটি ত্রিপাক্ষিক বৈঠক হবে। মোর্চার তরফে যে সব মামলা তুলে নেওয়ার আর্জি জানানো হয়েছে তা গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।” সেই সঙ্গে জিটিএ-তে তরাই ও ডুয়ার্সের যে সব এলাকা অন্তর্ভুক্তির দাবি করা হয়েছে, তা সরকার গঠিত ‘তথ্য যাচাই কমিটি’ দেখছে বলে বৈঠকে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব।
মোর্চা সাধারণ সম্পাদক রোশন বলেন, “বৈঠক ভাল হয়েছে। জিটিএ পুরোপুরি স্বশাসিত করার লক্ষ্যে আলোচনা হয়েছে। আগামী বৈঠকে আবার সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে। জিটিএ-র প্রধান সচিব দফতর হস্তান্তর নিয়ে বিভিন্ন দফতরের সচিবদের সঙ্গে কথা বলবেন।” তিনি জানান, তাঁদের আশা, তরাই ও ডুয়ার্স নিয়ে গঠিত কমিটি সরেজমিন পরিদর্শন করবে। সংরক্ষিত বনাঞ্চল হস্তান্তরের বিষয়টি কেন্দ্রীয় পরিবেশ এবং বন মন্ত্রক দেখবে।
এ দিন কেন্দ্রের প্রতিনিধিকে জানানো হয়েছে, ২০০ কোটি টাকার মধ্যে ১৩৫ কোটি টাকা জিটিএ এখনও পায়নি। বাকি টাকা ধাপে ধাপে পাঠানোর কথা বলা হয়। স্কুল সার্ভিস কমিশন ও কলেজ সার্ভিস কমিশন স্থাপনের বিষয়টি বিশেষজ্ঞ কমিটি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে। মামলা প্রত্যাহারের বিষয়টিতে দ্রুত নিষ্পত্তি হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
|
পুরনো খবর: আজ ত্রিপাক্ষিক বৈঠক দার্জিলিঙে |
|
|
|
|
|