কমায় দার্জিলিং পাহাড়ের জনজীবন কিছুটা স্বাভাবিক হয়েছে। তবে গোর্খা জনমুক্তি মোর্চার তরফে পাহাড়ের তিন মহকুমার প্রশাসনিক অফিসের সামনে অনশন চলছেই। আজ, সোমবার পাহাড়ে কেন্দ্র-রাজ্য ও জিটিএ-এর প্রতিনিধিদের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠক ফলপ্রসূ হলে অনশন আন্দোলন উঠতে পারে বলে মোর্চা সূত্রের খবর। সরকারি সূত্রে জানা গিয়েছে, দার্জিলিঙের রিচমন্ড হিলে বিকেল ৪টেয় ওই ত্রিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত মুখ্য সচিব ও রাজ্যের মুখ্য সচিব। জিটিএ-এর তরফে থাকবেন দলের সাধারণ সম্পাদক রোশন গিরি ও দার্জিলিংয়ের বিধায়ক তিলোক দেওয়ান। এদিন বিকেলে রোশন বলেন, “জিটিএ গঠনের পরে দার্জিলিং পাহাড়ে কোনও ত্রিপাক্ষিক বৈঠক হয়নি। আমরা দার্জিলিঙে ওই বৈঠকের দাবি করেছিলাম। এ বার সেই বৈঠকে জিটিএর কাজে কোথায় কী সমস্যা হচ্ছে, কী ভাবে সমাধান হবে তা নিয়ে স্পষ্ট আলোচনা করব। চুক্তি মেনে যাবতীয় দফতর হস্তান্তর করা, মোর্চার নেতা-কর্মীদের বিরুদ্ধে চলতে থাকা মামলা প্রত্যাহারের (খুনের মামলা ছাড়া) বিষয়টি ত্বরান্বিত করতে হবে। এখন অনশন উঠছে না। কিন্তু আলোচনা ফলপ্রসূ হলে সেই মতো পদক্ষেপ করা হবে।”
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, দার্জিলিঙের তিন মহকুমায় অনশনকারীদের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল বলে চিকিৎসকেরা জানিয়েছেন। এ দিন ওই অনশন সাত দিনে পড়ল। রাজ্য সরকারের তরফে মোর্চাকে বহুবার অনশন তুলে
নেওয়ার আর্জি জানানো হয়। যে হেতু প্রাক বর্ষার তুমুল বর্ষণে পাহাড়ে ধস নেমে নানা সমস্যা তৈরি হয়েছে, সে জন্য দুর্যোগ মোকাবিলায় জোর দিতে ও অনশন প্রত্যাহারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফেও মোর্চাকে বার্তা পাঠানো হয়। তা
সত্ত্বেও মোর্চা অনশন প্রত্যাহার করতে রাজি হয়নি।
|