নির্বাচনের কাজে বাস নিতে হলে বেশি টাকা দেওয়ার দাবি আগেই তুলেছিলেন মালিকেরা। কতটা বেশি, এ বার সেটাও জানিয়ে দিলেন তাঁরা। পঞ্চায়েত ভোটে বাস নিলে আগের চেয়ে দ্বিগুণেরও বেশি ভাড়া দিতে হবে বলে রাজ্য সরকারকে জানিয়েছে বাস ও মিনিবাস মালিকদের সংগঠন।
সোমবার মহাকরণে পরিবহণমন্ত্রী মদন মিত্রের সঙ্গে দেখা করে বাস ও মিনিবাস মালিক সংগঠনের প্রতিনিধিরা ভাড়া বৃদ্ধির দাবি জানান। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটসের নেতা সাধন দাস বলেন, “গত বিধানসভা ভোটের সময় দৈনিক বাস-পিছু ১১০০ টাকা ভাড়া দিয়েছিল সরকার। এ বার সাধারণ বাসের জন্য দৈনিক ২৫০০ টাকা এবং নেবরু মিশনের বাসের জন্য দৈনিক ৩০০০ টাকা করে ভাড়া চাওয়া হয়েছে।” মিনিবাস মালিক সংগঠনের নেতা অবশেষ দাঁ জানান, তাঁরা মিনিবাসের জন্য দৈনিক ১৭০০ টাকা ভাড়া দাবি করেছেন। দুই সংগঠনই বাসের চালক ও খালাসির খোরাকি বাবদ দৈনিক ১৫০ টাকা চেয়েছে। আগে এই খাতে দৈনিক ১০০ টাকা করে দিত রাজ্য।
বাস ও মিনিবাসের যাত্রী-ভাড়া বাড়ানোর জন্যও এ দিন মন্ত্রীর কাছে দাবি জানান দু’টি সংগঠনের নেতারা। মন্ত্রী জানান, ভোটে বাসের ভাড়া ও কর্মীদের খোরাকি বৃদ্ধির বিষয়ে অর্থ দফতরের সঙ্গে আলোচনা হবে। তবে যাত্রী-ভাড়া বাড়ানোর ব্যাপারে সরকার এখন সিদ্ধান্ত নিতে পারবে না। |