ডাকাতির চেষ্টা, রানাঘাটে ধৃত ১
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট ও বাগদা |
বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের একটি শাখায় সোমবার ডাকাতির জন্য জড়ো হয় জনা কয়েক দুষ্কৃতী। কিন্তু লোকজনের তাড়া খেয়ে পালানোর সময় সঙ্গে করে আনা বোমা ফেটে জখম হয়েছে এক দুষ্কৃতী। দীপক রায় নামে ওই ব্যক্তি কালীনারায়ণপুরের বাসিন্দা। তাকে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানায়, সোমবার ভরদুপুরে জনা তিনেক দুষ্কৃতী ওই ব্যাঙ্কের বৈদ্যপুর শাখায় হানা দেয়। কর্মীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতির তোড়জোড় করে। হঠাৎ এক কর্মী সাইরেন বাজালে ভয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। চাকদহের দিকে পালানোর সময় অস্ত্র দেখিয়ে একটি বাইক আটকায় তারা। তাড়াহুড়োয় বোমাভর্তি ব্যাগের একটি বোমা ফেটে যায়। জখম হয় প্রশান্ত নামের ওই ডাকাত। অন্য একটি ঘটনায়, ডাকাতির উদ্দেশে জড়ো হওয়া চার সশস্ত্র দুষ্কৃতীকে রবিবার রাতে বাগদার মণ্ডপঘাটা এলাকা থেকে গ্রেফতার করল পুলিশ। ধৃত প্রকাশ টিকাদার, বাপি সিংহরায়, সুকেশ মণ্ডল এবং কালু মণ্ডল বাগদারই বাসিন্দা। তাদের কাছ থেকে গুলিভর্তি একটি পাইপগান, একটি ভোজালি এবং রড উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, জেরায় ধৃতেরা জানিয়েছে, ওই এলাকায় একটি বাড়িতে ডাকাতির জন্য তারা জড়ো হয়েছিল। তারা মোটরবাইক পাচার চক্রে এবং বাংলাদেশ থেকে জাল ভারতীয় টাকা আনার কারবারেও জড়িত। |
প্রথম দশটি স্থানে ৩৭ জন ছাত্রছাত্রী |
প্রথম: রামানুজ সিংহ মহাপাত্র (৪৭৭), সিমলাপাল মদনমোহন হাইস্কুল। দ্বিতীয়: দ্যুতিদীপ্ত রানো (৪৭৪), বীরভূম জেলা স্কুল। তৃতীয়: শ্রীজা ভট্টাচার্য (৪৭২), পাঠভবন। চতুর্থ: দিশা মুখোপাধ্যায় (৪৭০), বর্ধমান মিউনিসিপাল গার্লস হাইস্কুল। পঞ্চম: অভিষেক চট্টোপাধ্যায় (৪৬৯), আসানসোল কলেজিয়েট স্কুল; মৈনাক ঘোষ (৪৬৯), পূর্বস্থলী এন বি ইনস্টিটিউশন; সায়ন্তন দত্ত (৪৬৯), বাঁকুড়া জেলা স্কুল; ইন্দ্রনীল নায়ক (৪৬৯), কাঁথি মডেল ইনস্টিটিউশন; শুভজিৎ ধাড়া (৪৬৯), নুঙ্গি হাইস্কুল। ষষ্ঠ: শুভময় চক্রবর্তী (৪৬৭), ধাদকা এন সি লাহিড়ী বিদ্যামন্দির; ইন্দ্রজিৎ সাউ (৪৬৭), চংরাচক জগদীশ স্মৃতি বিদ্যাপীঠ; সাম্যদেব মাহাতো (৪৬৭), ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুল; সংবর্ত পাল (৪৬৭), কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল। সপ্তম: সায়ন্তনী ঘোষ (৪৬৬), বর্ধমান মিউনিসিপাল গার্লস হাইস্কুল; সৌম্যজিৎ গড়াই (৪৬৬), বীরভূম জেলা স্কুল; সায়ন প্রামাণিক (৪৬৬), কিশোরনগর শচীন্দ্র শিক্ষা সদন; শৌভিক রায় (৪৬৬), রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাইস্কুল, রহড়া। অষ্টম: সৌরভ মোদক (৪৬৫), জেনকিন্স স্কুল; সৌরভ বৈরাগ্য (৪৬৫), মেমারি ভি এম ইনস্টিটিউশন (ইউনিট-১); সৌমজিৎ দত্ত (৪৬৫), বাঁকুড়া জেলা স্কুল; সুমিতকুমার কর (৪৬৫), নব নালন্দা হাইস্কুল; অনমিত্র চৌধুরী (৪৬৫), নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় (আবাসিক); সোহম মুখোপাধ্যায় (৪৬৫); রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাইস্কুল, রহড়া। নবম: দেবাশিস নন্দী (৪৬৪), জিৎপুর হাইস্কুল; উপমন্যু গোস্বামী (৪৬৪), রিষড়া বাণী ভারতী; দীপাঞ্জন চট্টোপাধ্যায় (৪৬৪), বাঁকুড়া জেলা স্কুল; মৃন্ময় পাল (৪৬৪), বাঁকুড়া জেলা স্কুল; আদর্শ চামারিয়া (৪৬৪), সেন্ট লরেন্স হাইস্কুল; শিঞ্জন মণ্ডল (৪৬৪), সাউথ পয়েন্ট হাইস্কুল; অভিষেক দাস (৪৬৪), বিধাননগর গভর্নমেন্ট হাইস্কুল। দশম: শৌর্য মিত্র (৪৬৩), বর্ধমান মিউনিসিপাল হাইস্কুল; অনন্যা মালখাণ্ডি (৪৬৩), দাসঘড়া হাইস্কুল; সৌরভ বন্দ্যোপাধ্যায় (৪৬৩), বাঁকুড়া জেলা স্কুল; অমৃতা দাস (৪৬৩), বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুল; চয়নকুমার বন্দ্যোপাধ্যায় (৪৬৩), হিন্দু স্কুল; অভিজিৎ পাল (৪৬৩), প্রফুল্লনগর বিদ্যামন্দির; সৌম্যদীপ মুখোপাধ্যায় (৪৬৩), লবণহ্রদ বিদ্যাপীঠ। |
পুনর্মূল্যায়ন-স্ক্রুটিনির আর্জি অনলাইনেও |
উচ্চ মাধ্যমিকের ফল রিভিউ (পুনর্মূল্যায়ন) বা স্ক্রুটিনির জন্য পরীক্ষার্থীরা অনলাইনেও আবেদন জানাতে পারবেন। সোমবার রাত থেকে শনিবার (৮ জুন) রাত ১২টা পর্যন্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইট http://wbchse.nic.in-এ এই আবেদন করা যাবে। সংসদের সভাপতি মুক্তিনাথ চট্টোপাধ্যায় সোমবার বলেন, “জয়েন্ট এন্ট্রান্স-সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় উচ্চ মাধ্যমিকের নম্বর প্রয়োজন হয়। মূলত ওই সব পরীক্ষা দিতে ইচ্ছুকদের সুবিধার কথা মাথায় রেখেই এই বন্দোবস্ত। তাদের আবেদনের ভিত্তিতে ২৫ জুনের মধ্যে পুনর্মূল্যায়ন ও স্ক্রুটিনির ফল প্রকাশ করা যাবে বলে আশা করা হচ্ছে।” অনলাইনের সঙ্গে সঙ্গে অন্যান্য বছরের মতো এ বারেও ফলপ্রকাশের ১৫ দিনের মধ্যে স্কুলের মাধ্যমে রিভিউ ও স্ক্রুটিনির আবেদন জানাতে পারবেন পরীক্ষার্থীরা। মুক্তিনাথবাবু জানান, আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন এক মাসের মধ্যে জানানো হবে। |
দু’দিনে রাজ্যের কৃতী-সংবর্ধনা |
এ বারের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা পরীক্ষার কৃতীদের সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৬ জুন, বৃহস্পতিবার মহাকরণে মাদ্রাসা পরীক্ষার কৃতীদের সংবর্ধনা দেওয়া হবে। টাউন হলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা দেওয়া হবে তার পরের দিন, শুক্রবার। সোমবার উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণার পরে ওই পরীক্ষায় কৃতীদের একাংশকে ফোনে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। যে-সব কৃতীকে ফোন করতে পারেননি, তাঁদের স্কুলে অভিনন্দন-বার্তা পাঠিয়েছেন তিনি। |