টুকরো খবর
চুরি যাওয়া বাস উদ্ধার, উধাও চাকা
ফের আস্ত একটা বাস চুরি! এ বারও ঘটনাস্থল বরাহনগর। তবে পরে সেই বাস উদ্ধার হলেও খোয়া গিয়েছে দু’টি চাকা।পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে বরাহনগর থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে ঘোষপাড়া এলাকার স্ট্যান্ডে ৩০ এ সিঁথি-ধর্মতলা রুটের একটি বাস গ্যারাজ করেছিলেন চালক। সোমবার সকালে তিনি ও কন্ডাক্টর এসে দেখেন, বাসটি উধাও। খবর দেওয়া হয় বাসমালিক শঙ্কর সাউকে। তিনি এসে বরাহনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। গত কয়েক মাসে বরাহনগর থানা এলাকার দক্ষিণেশ্বর ও ডানলপ স্ট্যান্ড থেকে মোট ৪টি বাস চুরি হয়েছে।থানায় অভিযোগ দায়েরের পরে অন্য কয়েক জন বাসমালিক-সহ শঙ্করবাবু চুরি যাওয়া বাসটি খুঁজতে বেরোন। দুপুরের দিকে ব্যারাকপুর চিড়িয়ামোড়ের কাছে বাসটি দেখেন তাঁরা। তবে দেখা যায়, বাসটির পিছনের দু’টি নতুন চাকা খুলে নিয়েছে চোরেরা। যেগুলির আনুমানিক মূল্য প্রায় ৩৫ হাজার টাকা। পুলিশ গিয়ে বাসটি নিয়ে আসে। উত্তর শহরতলি বাস ও মিনিবাস সমন্বয় কমিটির সভাপতি গণপতি মজুমদার বলেন, “পুলিশের নাকের ডগায় বাস চুরি হয়ে যাচ্ছে। ভাবাই যায় না। পুলিশি নজরদারির অভাবেই এই ঘটনা ঘটছে। না হলে এ ভাবে আস্ত একটা বাস চুরি হয়!”ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এডিসিপি (বেলঘরিয়া) বিশ্বজিত্‌ ঘোষ বলেন, “পুলিশের যথেষ্টই নজরদারি রয়েছে। তবে কী ভাবে কেন এই চুরি হচ্ছে তা নিয়ে আমরা আরও আলোচনা করছি।”

তরুণী নিগ্রহে রিপোর্ট তলব
আইরিশ তরুণীকে যৌন নিগ্রহের ঘটনায় পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট চাইল রাজ্য মানবাধিকার কমিশন। তিন সপ্তাহের মধ্যে তদন্ত করে রিপোর্ট জমা দিতে বলে কমিশন। সোমবার কমিশনের রেজিস্ট্রার রবীন্দ্রনাথ সামন্ত বলেন, “এই ঘটনায় কমিশন স্বতঃপ্রণোদিত ভাবে পুলিশ কমিশনারকে রিপোর্ট দিতে বলেছি।” শনিবার ওই তরুণী কালীঘাট থানায় অভিযোগ করেন সুজয় মিত্র নামে এক যুবক তাঁর যৌন নিগ্রহ করেছে। ওই রাতেই এস পি মুখার্জি রোডের বাড়ি থেকে সুজয় গ্রেফতার হয়। তাকে আদালত পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। অন্য একটি ঘটনার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথবাবু জানান, মানসিক অসুস্থ রোগীদের সরকারি হাসপাতালে অবহেলা করা হচ্ছে বলে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। তার ভিত্তিতে কমিশন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের সচিবকে ওই বিষয়ে তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে বলেন।

পুরনো খবর:
নয়া টার্মিনালে ফের ভাঙল কাচ
বিমানবন্দরের নয়া টার্মিনালে ফের ভেঙে পড়ল কাচ।—নিজস্ব চিত্র।
সারা দিনে তিনটি কাচ ভেঙে পড়ল কলকাতা বিমানবন্দরের নতুন টার্মিনালে। সোমবার এই তিনটি ঘটনার কোনওটিতেই কেউ আহত হননি। তবে রোজ এ ভাবে একের পর এক কাচ ভেঙে পড়ছে কেন, এখনও তার কারণ জানা যায়নি। বিমানবন্দর সূত্রের খবর, এ দিন ভোর পাঁচটা নাগাদ বিমানবন্দরের যে দিকে বিমান দাঁড়ায়, সেদিকের দেওয়ালের একটি কাচ ভেঙে পড়ে। সকাল সাড়ে আটটা নাগাদ একটি অ্যারোব্রিজের দেওয়ালের এবং সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ বিমানবন্দরের বাইরে ২ নম্বর গেটের কাছে কাচ ভেঙে পড়ে। এই তিনটি ঘটনার সময়েই কাছাকাছি কোনও যাত্রী বা কর্মী ছিলেন না।

পুরনো খবর:

নয়া মামলায় ফের জামিন নিলেন লক্ষ্মণ
এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে আলিপুর আদালত থেকে নতুন করে জামিন নিলেন হলদিয়ার সিপিএম নেতা লক্ষ্মণ শেঠ। তিনি কলকাতার হরিশ মুখার্জি রোডের একটি ফ্ল্যাটে থাকছেন। নন্দীগ্রাম নিখোঁজ মামলার জেরে তাঁর নিজের জেলা পূর্ব মেদিনীপুরে ঢোকার অনুমতি নেই। পুলিশি সূত্রের খবর, শৈবাল কুণ্ডু নামে এক ব্যবসায়ী ৩১ মে লক্ষ্মণবাবুর ফ্ল্যাটে যান। পরে ওই ব্যবসায়ী কালীঘাট থানায় অভিযোগ করেন, তিনি হলদিয়া মেডিক্যাল কলেজ তৈরির জন্য লক্ষ্মণবাবুর কাছ থেকে কয়েক কোটি টাকা পান। ওই নেতা টাকা দিতে অস্বীকার করেন। উল্টে তাঁকে গালিগালাজ ও মারধর করা হয়, ভয় দেখানো হয়। পুলিশ একটি মামলা রুজু করে। এ দিন সেই মামলাতেই জামিন নেন লক্ষ্মণবাবু। তিনি বলেন, “হলদিয়া মেডিক্যাল কলেজের বিষয়টি বিচারাধীন। নির্মাণকালে সময় অপচয় করে টাকার অঙ্ক বাড়িয়ে দেওয়া হয়েছিল। তাই আমি বলি, বিচারাধীন বিষয়ে এখন টাকা দিতে পারব না।” ২০০৭ সালে নন্দীগ্রামে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির পাঁচ সদস্য নিখোঁজ মামলায় সিআইডি ২০১২ সালে গ্রেফতার করে লক্ষ্মণবাবুকে। সেই মামলায় তিনি এখন জামিনে রয়েছেন।

মৃতদেহ উদ্ধার
এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার করল পুলিশ। সোমবার, ই এম বাইপাসের পূর্ব তপসিয়া রোডের ধারে একটি ঝোপ থেকে। স্থানীয় বাসিন্দারা দেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। মৃতদেহের মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ভারী কিছু দিয়ে আঘাত করে ওই ব্যক্তিকে খুন করা হয়েছে। মৃতদেহের পাশ থেকে একটি ইট মিলেছে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির হাতে উল্কি আঁকা রয়েছে। আঘাতের চিহ্ন দেখে তদন্তকারীদের অনুমান, কয়েক দিন আগে ওই ব্যক্তিকে খুন করা হয়েছে। এ দিন রাত পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

‘শ্লীলতাহানি’
জলসা চলাকালীন এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম পবনকুমার জানা ও আব্দুল সাহানি। পুলিশ সূত্রের খবর, রবিবার রাতে ওই নাবালিকা পরিবারের অন্যদের সঙ্গে বেলেঘাটা জোড়ামন্দিরে জলসা দেখছিল। দুই যুবক সেখানেই নাবালিকার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের পুলিশের হাতে তুলে দেন।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.