চার্জশিটের লেখা অস্পষ্ট হওয়ায় সেটির প্রতিলিপি নিতে অস্বীকার করলেন মাঠপুকুর কাণ্ডে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর শম্ভুনাথ কাও। সোমবার তাঁকে জেল হাজত থেকে আলিপুরের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করানো হয়। অভিযুক্তের জামিনের আবেদন অগ্রাহ্য করে বিচারক তাঁকে ১৭ জুন পর্যন্ত জেল হাজতে রাখার নির্দেশ দেন।এই মামলায় শম্ভুনাথ-সহ ১০ অভিযুক্তের বিরুদ্ধে সিআইডি চার্জশিট দিয়েছে। ১০ অভিযুক্তের মধ্যে তিন জন এখনও ফেরার। শম্ভুনাথের আইনজীবী মনোজকুমার ঘোষ আদালতকে জানান, জেলে সিআইডি সম্প্রতি তাঁর মক্কেলকে চার্জশিটের প্রতিলিপি দিতে গিয়েছিল। বেশ কিছু লেখা অস্পষ্ট থাকায় তিনি তা নেননি। এ দিন অভিযুক্ত আদালতে দাঁড়িয়ে একই কারণে সেটি নিতে অস্বীকার করেন। বিচারক উমেশ সিংহ সরকারি আইনজীবী শক্তি ভট্টাচার্যকে এ ব্যাপারে ব্যবস্থা নিতে বললে তিনি জানান, আগামী শুনানির দিন স্পষ্ট প্রতিলিপি দেওয়া হবে। এর পরেই অভিযুক্তের তরফে জামিনের আবেদন জানিয়ে তাঁর আর এক আইনজীবী মৌসুমী দাস বলেন, তাঁদের মক্কেল ৬২ দিন ধরে হাজতে আছেন। সিআইডি তদন্ত শেষে চার্জশিট দিয়েছে। অহেতুক তাঁকে আটকে রাখা কেন? সরকারি আইনজীবী জামিনের বিরোধিতা করে জানান, গত মঙ্গলবার জেলা ও দায়রা জজের আদালতে শম্ভুনাথের জামিনের আবেদন অগ্রাহ্য হয়েছে। এই অবস্থায় তাঁকে জামিন দেওয়া সঙ্গত হবে না।
|