মাস দুয়েক আগে শিয়ালদহ স্টেশনে একটি লোকাল ট্রেনের কামরা থেকে হাবরার বাণীপুরের বাসিন্দা অমিত রায় নামে এক যুবকের বাক্সবন্দি ক্ষতবিক্ষত দেহ মিলেছিল।
সেই খুনের ঘটনায় মূল অভিযুক্ত, হাবরার তিন নম্বর রেল কলোনির বাসিন্দা অসিত সাহা ওরফে ফেদুকে শনিবার রাতে হেরোইন-সহ গ্রেফতার করল পুলিশ। শিমুলপুর এলাকা থেকে তাকে ধরা হয় বলে জানিয়েছে পুলিশ।
তার বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, ছিনতাই-সহ নানা অপরাধমূলক কাজকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অমিতের সঙ্গে অসিতের ভাইঝির সম্পর্ক গড়ে উঠেছিল। দু’জনে বিয়েও করেন। কিন্তু অসিতরা সেই বিয়ে মানেনি। অসিতের ভাইঝিকে শ্বশুরবাড়ি থেকে জোর করে ফিরিয়ে নিয়ে আসা হয় বলে অভিযোগ। অমিতের পরিবারের অভিযোগ ছিল, বিয়ে মানতে না পারায় অসিতের নেতৃত্বে অমিতকে খুন করা হয়। খুনের ঘটনার তদন্তে নেমে শিয়ালদহ রেল পুলিশ চার জনকে গ্রেফতার করলেও মূল অভিযুক্ত অসিত এত দিন অধরা ছিল।
তদন্তকারীরা জানিয়েছেন, বছর কয়েক আগে অসিতের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন হাবরার তিন নম্বর রেল কলোনি এলাকার বাসিন্দারা। তাঁরা একজোট হয়ে অসিতকে এলাকাছাড়া করেন। অসিত শিমুলপুরেই ডেরা বাঁধে। পাচারের উদ্দেশে নিয়ে যাওয়ার সময়ে তার কাছ থেকে প্রায় ৫০ লক্ষ টাকার হেরোইন বাজেয়াপ্ত করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়। |