লোকাল ট্রেনে এক যুবকের বাক্সবন্দি গলাকাটা দেহ মিলল। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে শিয়ালদহ স্টেশনে।
পুলিশ সূত্রের খবর, এ দিন সকাল ৫টা ৫ মিনিট নাগাদ ২ নম্বর প্ল্যাটফর্মে ৩৩৮১২ ডাউন বনগাঁ-শিয়ালদহ লোকাল আসে। সব যাত্রীরা নামার পরেও কামরায় একটি পরিত্যক্ত বাক্স দেখে সন্দেহ হয় আরপিএফের। পুলিশ জানায়, রেল পুলিশ দেখে, বনগাঁ লোকালটির শেষের দিকে ভেন্ডারে একটি টিনের বাক্স পড়ে রয়েছে। তার তালা ভাঙা। বাক্সটি খুলে দেখা যায়, ভিতরে এক যুবকের দেহ। তাঁর গলার নলি কাটা, ভারী বস্তু দিয়ে আঘাতের ফলে মাথার কিছুটা অংশ থেঁতলে গিয়েছে। মৃতের পরনে সাদা-কালো বারমুডা ও সাদা-গোলাপি গেঞ্জি। দেহটি ময়না-তদন্তে পাঠায় রেল পুলিশ। শিয়ালদহ রেল পুলিশের ডিএসপি (সদর) সুবোধরঞ্জন বলাধিকারী বলেন, “খুনের মামলা দায়ের হয়েছে। সমস্ত দিকই খতিয়ে দেখা হচ্ছে।” |
শিয়ালদহ স্টেশনে লোকাল ট্রেনে উদ্ধার বাক্সবন্দি পচাগলা দেহ। |
পুলিশ সূত্রের খবর, অজ্ঞাতপরিচয় বছর তিরিশের ওই যুবকের ডান হাতে ‘অমিত’ লেখা উল্কি রয়েছে। গেঞ্জির পিছনে লেখা ‘রোনাল্ডো’। প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, গলা ও মাথার আঘাত দেখে মনে হচ্ছে সোমবার রাতেই অন্য কোথাও খুন করে দেহটি বাক্সে ভরা হয়েছে। দেহটি পাচারের জন্যই ট্রেনে তোলা হয়েছিল।
সোমবার রাত ২টো ৫৮ মিনিটে ওই ট্রেনটি বনগাঁ ছেড়েছিল। বনগাঁ থেকে শিয়ালদহ আসার এটিই প্রথম ট্রেন। প্রতি দিনই তাতে খুব ভিড় হয়। ভেন্ডারেও খুব ভিড় থাকে। তার মধ্যে কোন স্টেশন থেকে ওই বাক্সটি তোলা হল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে তাঁরা মনে করছেন, বনগাঁ থেকে বারাসতের মধ্যে কোনও স্টেশন থেকে ওই বাক্সটি ট্রেনে তোলা হয়।
তদন্তকারীরা এ-ও মনে করছেন, দুষ্কৃতীরা হয়তো বাক্সটি নিয়ে ট্রেনে উঠেছিল। শিয়ালদহ স্টেশনে পৌঁছে তারা সেটি কামরায় রেখে পালায়। ভেন্ডারের নিত্যযাত্রীদের জিজ্ঞাসাবাদও করা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর। তবে এক অফিসারের কথায়, “স্থানীয় ঘটনা হলে বিষয়টি জানা যেতে পারে। কিন্তু বাংলাদেশ থেকে এসে কেউ ট্রেনে রেখে গেলে সন্ধান পাওয়া অসুবিধের।”
নববর্ষের দিন শিয়ালদহ দক্ষিণ শাখার পার্কসার্কাস স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মের কাছে একটি নর্দমায় এক যুবকের দেহ মেলে। তাঁরও মাথায়, পেটে আঘাত রয়েছে। কিন্তু এখনও তাঁর পরিচয় বা ঘটনার সম্পর্কে কোনও সূত্র মেলেনি। |