টুকরো খবর
অবৈধ বাড়ি বৈধকরণ রোখা নিয়ে
জরিমানা দিয়ে বেআইনি বাড়িকে আইনি করার বিরুদ্ধে আগেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপ্যাধায়। তাঁর নির্দেশে ওই কাজ বন্ধ করতে মহাকরণে জরুরি বৈঠকও করেছেন পুরমন্ত্রী ফিরহাদ (ববি) হাকিম। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে মূলধন করে মঙ্গলবার পুর-অধিবেশনে বেআইনি বাড়ি নির্মাণের ওই রেওয়াজ বন্ধের প্রস্তাব দিলেন কংগ্রেস ও বামেরা। বিরোধী পক্ষের তরফে ওই প্রস্তাব আসায় অস্বস্তিতে পড়ে তৃণমূল বোর্ড। জবাবি ভাষণে মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, “বেআইনি নির্মাণ রুখতে পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করেছি। ভবিষ্যতে শহরে বেআইনি বাড়ি নির্মাণের খোঁজ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।” পুর সূত্রের খবর, জরিমানা দিয়ে বেআইনি বাড়ি আইনি করার সংখ্যা বাড়ছে। সম্প্রতি মহারাষ্ট্রের ঠাণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তার পরেই বেআইনি বাড়ি নিয়ে কড়া হতে নির্দেশ দেন পুরমন্ত্রীকে। এ দিন পুর অধিবেশনে বিষয়টি তুলে ধরেন কংগ্রেস কাউন্সিলর মালা রায় ও সিপিএমের ঝুমা দাস। দু’জনের বক্তব্যেই উঠে আসে এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর সদিচ্ছার কথাও। মালাদেবী বলেন, “জরিমানা দিয়ে অবৈধ বাড়িকে বৈধ করার ধারা পুর-আইনে নেই। তবু তা চলছে।” ঝুমাদেবী বলেন, “বেআইনি বাড়ি বাড়লে দুর্ঘটনা ঘটতে পারে। তার দায় পড়বে পুর-প্রশাসন ও কাউন্সিলরদের উপরেই।”মেয়র অবশ্য বলেন, “বেআইনি নির্মাণ রুখতে পুর-প্রশাসন সব রকম ব্যবস্থা নেবে। প্রতি ওয়ার্ডের কাউন্সিলরদের এ বিষয়ে কড়া নজর রাখতে হবে।” তিনি জানান, গত ৬ মাসে ৬৩টি বেআইনি বাড়ি ভেঙেছেন পুরকর্মীরা। ওই অভিযান আগামী দিনে আরও জোরদার করা হবে।

ডিন বাছাই
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখায় ডিনের নাম প্রস্তাব করে রাজ্যের উচ্চশিক্ষা দফতরের কাছে পাঠাল ডিন বাছাই কমিটি। মঙ্গলবার এ কথা জানান কমিটির সরকার মনোনীত সদস্য, উচ্চশিক্ষা সংসদের চেয়ারম্যান অভিজিৎ চক্রবর্তী। বিশ্ববিদ্যালয় সংক্রান্ত নতুন আইন অনুযায়ী বিভিন্ন শাখায় ডিন কারা হবেন, তা ঠিক করবে বাছাই কমিটি। অভিজিৎবাবু এ দিন বলেন, “কলা, বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ, ল অ্যান্ড ম্যানেজমেন্ট এই চার শাখার জন্য আট জনের নাম প্রস্তাব করা হয়েছে। উচ্চশিক্ষা দফতর এ বার নামগুলি উপাচার্যের কাছে পাঠাবে। উপাচার্যই ডিন নিয়োগ করবেন।” ওই কমিটিতে আচার্য মনোনীত সদস্য হিসেবে ছিলেন বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি (বেসু)-র উপাচার্য অজয় রায় এবং যাদবপুরের উপাচার্য শৌভিক ভট্টাচার্যের মনোনীত সদস্য, খড়্গপুর আইআইটি-র পার্থপ্রতিম চক্রবর্তী।

গঙ্গায় নিখোঁজ তরুণীর দেহ উদ্ধার
প্রায় আড়াই দিন পরে খোঁজ মিলল গঙ্গায় তলিয়ে যাওয়া তরুণী মৌটুসি সরকারের দেহের। মঙ্গলবার বিকেলে উলুবেড়িয়া থানা এলাকার ফুলেশ্বর ঘাটে আসানসোলের বাসিন্দা ওই তরুণীর মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়েরা। তাঁরাই খবর দেন পুলিশকে। পরে ঘটনাস্থলে গিয়ে মৌটুসির পরিবার তাঁকে শনাক্ত করেন। গত শনিবার ইডেনে খেলা দেখে ফেরার পথে চাঁদপাল ঘাটে লঞ্চে উঠতে গিয়ে গঙ্গায় পড়ে যান মৌটুসি, তাঁর দিদি মৌসুমী-সহ ৫ জন। ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। রাতে সেখানেই মৃত্যু হয় সুধীন হাজরা (৪০) নামে মেদিনীপুরের বাসিন্দা এক ব্যক্তির। কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দল, রিভার ট্রাফিক পুলিশের ডুবুরি তল্লাশি চালালেও মৌটুসির খোঁজ মেলেনি। পুলিশের অনুমান, জলের টানে দেহ অন্য দিকে চলে গিয়েছিল।


সই কি মুখ্যমন্ত্রীরই, প্রশ্ন কোর্টে
কলকাতা হাইকোর্টে পেশ হওয়া একটি নথিতে মুখ্যমন্ত্রীর সই নকল কি না সেই প্রশ্ন তুললেন এক আইনজীবী। আদালত এ ব্যাপারে সংশ্লিষ্ট পক্ষগুলিকে হলফনামা পেশ করার নির্দেশ দিয়েছে। নিউ আলিপুরে শিশুদের জন্য একটি পার্ক তৈরির জন্য ছ’কাঠা জমি অধিগ্রহণ করে কলকাতা পুরসভা। ওই জমির মালিক নুরুল হাজি লায়েক এই অধিগ্রহণকে চ্যালেঞ্জ মামলা করেন। মঙ্গলবার ওই মামলার শুনানির চলাকালীন সরকারপক্ষ জানায়, মুখ্যমন্ত্রী বিবেচনা করে পুরসভাকে ওই জমি অধিগ্রহণ করার অনুমতি দেন। সরকার পক্ষ কলকাতা পুরসভাকে মুখ্যমন্ত্রীর লেখা একটি চিঠিও আদালতে দেখান। আবেদনকারীর আইনজীবী হারাধন বন্দ্যোপাধ্যায় ওই চিঠিতে সইটি মুখ্যমন্ত্রীর বলে মেনে নিতে অস্বীকার করেন। বিচারপতি জয়ন্ত বিশ্বাস সরকার পক্ষকে বলেন, সরকারের হলফনামা দেওয়ার পরে আবেদনকারী তার উত্তর দেবেন। তবে এই মামলার বিচার শেষ না হওয়া পর্যন্ত অধিগ্রহণের প্রক্রিয়া বন্ধ থাকবে।

ক্যাম্পাসে শৃঙ্খলা ফেরাতে বৈঠক
কোন উপায়ে ক্যাম্পাসে শৃঙ্খলা ফেরানো যায়, আলোচনা করে তা নিয়ে ঐকমত্যে পৌঁছনো জরুরি বলে মনে করছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ কথা জানিয়ে মঙ্গলবার উপাচার্য শৌভিক ভট্টাচার্যের কাছে চিঠি পাঠান রেজিস্ট্রার প্রদীপ ঘোষ। আজ, বুধবার শিক্ষক, ছাত্রদের সঙ্গে বৈঠকে বসবেন কর্তৃপক্ষ। রবিবার রাতে ক্যাম্পাসে কিছু ছেলেমেয়ের নেশা করায় বাধা দেওয়াকে কেন্দ্র করে তাঁদের সঙ্গে হস্টেলের আবাসিক ছাত্রের একটি দলের গণ্ডগোল হয় বলে অভিযোগ। সোমবারও উত্তেজনা ছিল ক্যাম্পাসে। যার জেরে সোমবারের সান্ধ্য ক্লাস বাতিল করার সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ। মঙ্গলবার উপাচার্যের কাছে পাঠানো চিঠিতে রেজিস্ট্রার এই গোলমালের কথা উল্লেখ করেছেন বলে বিশ্ববিদ্যালয় সূত্রের খবর। সোমবারই রেজিস্ট্রার জানান, ক্যাম্পাসে আদর্শ আচরণবিধি কার্যকর হবে। বৈঠক করে আচরণবিধি তৈরি হবে। যদিও এই বিধি তৈরি হলেও কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় রয়েছে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত অনেকেরই।

পরিষেবা ব্যাহত এয়ারটেলে
ঝড়-বৃষ্টির জেরে অপটিক্যাল ফাইবার ক্ষতিগ্রস্ত হওয়ায় মঙ্গলবার বিকেলে কলকাতার কিছু এলাকায় এয়ারটেলের পরিষেবা ব্যাহত হয়। সে কথা মানলেও সংস্থার দাবি, পরিষেবা বন্ধ হয়নি। সায়েন্স সিটির কাছে উড়ালপুল-সহ বিভিন্ন নির্মাণের জন্য খোঁড়াখুঁড়ি চলছে। সংস্থা সূত্রের খবর, প্রাকৃতিক দুর্যোগে সেখানে তাদের অপটিক্যাল ফাইবার ক্ষতিগ্রস্ত হয়। ফলে ফোন, এসএমএস করতে গিয়ে সমস্যায় পড়েন গ্রাহকেরা। সংস্থার দাবি, সন্ধ্যার মুখে ব্যস্ত সময়ে পরিষেবা বিঘ্নিত হওয়ায় গ্রাহকেরা আরও বেশি করে ফোন বা এসএমএসের চেষ্টা করায় নেটওয়ার্কের উপরে বাড়তি চাপ পড়ে। তবে পৌনে এক ঘণ্টাতেই পরিস্থিতি স্বাভাবিক হয়।

মুক্তি পেলেন অপহৃত যুবক
ধর্মতলার রেস্তোরাঁ মালিকের অপহৃত ছেলেকে মুক্তি দিল অপহরণকারীরা। কলকাতা পুলিশের গোয়েন্দাপ্রধান পল্লবকান্তি ঘোষ মঙ্গলবার জানান, গিরিডিতে সোমবার ভোরে অঙ্কুর সাউ (২৩) নামে ওই যুবককে অপহরণকারীরা ছেড়ে দেয়। তাঁকে কলকাতায় আনতে পুলিশের একটি দল গিয়েছে। পুলিশ জানায়, ১৩ এপ্রিল সন্ধ্যায় নিজেদের গাড়ি নিয়ে অঙ্কুর ও চালক বেরিয়ে আর ফেরেননি। তাঁর বাবা রাকেশ সাউয়ের মোবাইলে ১৬ এপ্রিল ফোন করে ৬ কোটি টাকা চায় অপহরণকারীরা। মঙ্গলবার সকালে গিরিডির দেওরি থানার পুলিশ রাকেশবাবুর মোবাইলে ফোন করে জানায়, অঙ্কুরকে জঙ্গলে দেখা গিয়েছে।

যুবক খুন
পশ্চিম বন্দর থানা এলাকার সিক লেনে মঙ্গলবার এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ পাওয়া গিয়েছে। পুলিশ জানায়, ওই যুবকের মাথার পিছনে, চোখের তলায়, পাঁজরে আঘাতের চিহ্ন ছিল। সব আঘাতই করা হয়েছে শরীরের ডান দিকে। আঘাতের ধরন দেখে গোয়েন্দাদের অনুমান, এটা খুন। খুনের পরে তাঁকে ভারী গাড়ির তলায় ফেলে দেওয়া হয়ে থাকতে পারে।


যায় সে বাদল-মেঘের কোলে। মঙ্গলবার, বাবুঘাটে। ছবি: স্বাতী চক্রবর্তী।

এমন দিনে ছাতা খোলা যায়...

যখন বৃষ্টি নামল। মঙ্গলবার, বাবুঘাটে। ছবি: রণজিত্ নন্দী।

 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.