|
|
|
|
পঞ্চমুখ শিবরাজের প্রশস্তিতে |
আহামরি কিছু করেননি মোদী, দাবি আডবাণীর |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
মধ্যপ্রদেশে শিবরাজসিংহ চৌহানের সাফল্যকে বড় করে দেখিয়ে মোদী-বিরোধিতাকে আজ আরও তীব্র করে তুললেন লালকৃষ্ণ আডবাণী। নরেন্দ্র মোদী দলের প্রধানমন্ত্রী পদের প্রার্থী হওয়ার দৌড়ে নেমেছেন গুজরাতে তাঁর সাফল্যকে সামনে রেখে। সেই সাফল্যকেই খাটো করে দেখিয়ে আডবাণী আজ আরও এক বার স্পষ্ট করে দিলেন মোদী সম্পর্কে তাঁর আপত্তি কতটা গভীর।
শিবরাজকে দীর্ঘদিন ধরেই মোদীর বিকল্প মুখ হিসেবে তুলে ধরার চেষ্টা করে আসছেন আডবাণী, সুষমা স্বরাজরা। গত কয়েক দিন ধরে গ্বালিয়রে দলের সব শীর্ষ নেতাকে নিয়ে সম্মেলনের আয়োজন করছেন শিবরাজ। সেখানে প্রকাশ্য সভাতেও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন আডবাণী। স্পষ্ট ভাবেই তিনি বুঝিয়ে দেন, শিবরাজের তুলনায় মোদীর কাজকে মোটেই আহামরি কিছু বলা যায় না। |
|
লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে শিবরাজ সিংহ চৌহান। শনিবার। ছবি: পিটিআই |
শিবরাজের তারিফ করতে গিয়ে আডবাণী বলেন, “মোদীকে মুখ্যমন্ত্রী করা হয়েছিল আর্থিক ভাবে সমৃদ্ধ একটি রাজ্যে। রাজ্যটিকে তিনি কিছুটা ভাল অবস্থায় নিয়ে গিয়েছেন। তাঁর সাফল্যকে কুর্নিশ। কিন্তু অভিনন্দন প্রাপ্য শিবরাজের। তিনি দায়িত্ব নিয়েছিলেন রুগ্ণ (বিমারু) একটি রাজ্যের। সেই অবস্থা থেকে মধ্যপ্রদেশকে তিনি জাতীয় ও আন্তর্জাতিক স্তরে গর্বের জায়গায় তুলে এনেছেন।” এখানেই থেমে না থেকে আডবাণীর সংযোজন, “নিজে গুজরাত থেকে এলেও আমি চাই মধ্যপ্রদেশ দুনিয়ায় নিজের জায়গা করে নিক।”
গুজরাতের উন্নয়ন নিয়ে দেশে-বিদেশে প্রচারের ব্যাপারে মোদী দারুণ ভাবেই সরব ও তৎপর। বিরোধী কংগ্রেস তাঁর এই প্রচারের মোকাবিলায় যে যুক্তি দিয়ে থাকে, আজ কার্যত সেই একই যুক্তিতে মোদীকে বিঁধলেন আডবাণী। সেই সঙ্গে মোদীর নাম না করেই তাঁর ঔদ্ধত্যের দিকটিও আডবাণী তুলে ধরলেন শিবরাজ-প্রশস্তির কৌশলে। তাঁর কথায়, “শিবরাজসিংহ চৌহানকে দেখলে আমার অটলবিহারী বাজপেয়ীর কথাই মনে হয়। মধ্যপ্রদেশের আমূল পরিবর্তন করেছেন, অথচ তিনি বিনম্র, মিতভাষী। কখনওই ঔদ্ধত্যকে মনে জায়গা দেননি।”
মোদীকে রোখার কৌশল হিসেবে শিবরাজের এমন প্রশংসা আগেও করেছেন আডবাণী। সুরজকুণ্ড ও দিল্লিতে, গত দু’টি জাতীয় পরিষদের বৈঠকে প্রকাশ্যেই শিবরাজকে বাড়তি গুরুত্ব দিয়ে এসেছেন তিনি। নানা ভাবে বুঝিয়ে এসেছেন, মোদীর উন্নয়ন মুষ্টিমেয় ক’জনের। কিন্তু শিবরাজ তাঁর রাজ্যে একেবারে নিচু তলার মানুষকেও সামিল করেছেন উন্নয়নে। অনেক দিন আগে থেকেই দলের এই সব বৈঠকে আডবাণী চেষ্টা করে এসেছেন, মোদীর পাশাপাশি শিবরাজও যাতে যথেষ্ট গুরুত্ব পান। সংসদীয় বোর্ডে যখন মোদীকে সামিল করার প্রস্তাব এসেছিল, আডবাণী সেই সময়ে শিবরাজকেও অন্তর্ভুক্ত করার আপ্রাণ চেষ্টা করেছিলেন। এ বছরের শেষে মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনে শিবরাজ ফের জিতে এলে তিনিও মোদীর মতো তৃতীয় বার জয়ের শিরোপা পাবেন। শিবরাজকে তখন আরও বেশি করে মোদীকে টক্কর দেওয়ার কাজে লাগাতে পারবেন আডবাণীরা। বিজেপি-র নিচুতলার ও মাঝারি ও কিছু শীর্ষ নেতার কাছে কিন্তু মোদীই একমাত্র তুরুপের তাস। আগামী সপ্তাহে গোয়ায় দলের কর্মসমিতির বৈঠক। মোদী-পন্থী নেতারা চাইছেন, সেই বৈঠকে আরও এক ধাপ উত্থান ঘটুক গুজরাতের মুখ্যমন্ত্রীর।
|
পুরনো খবর: গানে-গেমে প্রচার তরুণ ভক্তদের, কংগ্রেসের যুবরা মোদীর শিবিরে |
|
|
|
|
|