বৃষ্টি না হলেও সারা বছরই রাস্তায় জল জমে। জল মাড়িয়েই চলতে হয় এলাকাবাসীকে। বেলডাঙার হরেকনগর মোড় থেকে পুরএলাকা ঢোকার ৭০০ মিটার পিচ এমনই অবস্থা। রাস্তার এক দিকে বেলডাঙা পুরসভার ৭ নম্বর ওয়ার্ড ও অন্য দিকে দেবকুণ্ডু গ্রাম পঞ্চায়েত। গত ১০ বছর আগে বিধায়ক তহবিল থেকে ওই রাস্তা পিচের হয়। কিন্তু দু’দিকে নিকাশি নালার কোনও ব্যবস্থা না নেই। ফলে রাস্তার পাশের বাসিন্দারা ব্যবহৃত জল রাস্তায় ফেলতে বাধ্য হন। নিকাশির নোংরা জল নর্দমা দিয়ে রাস্তায় এসে জমে। অনেক সময়ই রাস্তায় জল জমে থাকে। হরেক নগর মোড় হল আমতলা-বেলডাঙা রাজ্য সড়কের উপর বড় বাজার। কয়েক হাজার মা নুষ এই এলাকায় বাস করেন। বেশ কয়েকটি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলও রয়েছে এই এলাকায়। ফলে সমস্যায় পড়ে ছাত্রছাত্রীরা। ওই রাস্তা সম্পর্কে বলতে গিয়ে দেবকুণ্ডু গ্রাম পঞ্চায়েতের প্রধান কংগ্রেসের শেখ শাহানাওয়াজ বলেন, “বিধায়ক তহবিল থেকে ওই রাস্তায় পিচ পড়ে। কিন্তু তার পর দীর্ঘদিন মেরামত করা হয়নি ফলে এই হাল। পিচ রাস্তা তৈরির ক্ষমতা পঞ্চায়েতের নেই ফলে আমরা কিছু করতে পারিনি।”
|
পুলিশি হেফাজতে এসএফআই সমর্থক সুদীপ্ত গুপ্তের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত, শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোট ও সারদা কেলেঙ্কারিতে যুক্তদের শাস্তির দাবিতে শুক্রবার জেলা বামফ্রন্ট আইন অমান্যের ডাক দেয়। এ দিন মিছিল জেলা প্রশাসনিক ভবনের দিকে এগোলে পুলিশ বাঁধা দেয়। পুলিশ জানায়, বারোশ বাম সমর্থককে গ্রেফতার করা হয়। পরে তাঁদের ব্যক্তি গত জামিনে ছেড়ে দেওয়া হয়েছে। |