দক্ষিণ কলকাতা: বেহালা
তারাতলা উড়ালপুল
ওঠানামা যত্রতত্র
সামনেই বাস স্টপ। তবু তারাতলা উড়ালপুলের মুখে সারা দিন ধরে বাস থামিয়ে যাত্রী ওঠা-নামা চলে বিপজ্জনক ভাবে। বিভিন্ন রুটের বাসের কন্ডাক্টর এবং চালকেরা বেপরোয়া ভাবে এই কাজ করেন বলে অভিযোগ। স্থানীয়দের একাংশের আশঙ্কা, যে কোনও সময় একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। ছোটখাট দুর্ঘটনা বেশ কয়েক বার ঘটেছে বলেও তাঁরা জানান।
বেহালাগামী অধিকাংশ বাসই তারাতলা উড়ালপুল দিয়ে অফিসপাড়ায় যাতায়াত করে। ফলে দিনের ব্যস্ত সময়ে উড়ালপুলের মুখে যানজট হয়। উড়ালপুলের মুখে বাসগুলি যাত্রী তুলতেই থাকে। আর দাঁড়ানো বাসের পিছনে গাড়ির লাইন টাকশালের গেট ছাড়িয়ে চলে যায়।
স্থানীয় বাসিন্দা চৈতালি চক্রবর্তীর কথায়: ‘‘ট্র্যাফিক পুলিশ থাকলেও যাত্রী ওঠানামা চলে। এই নিয়ে আমাদের সঙ্গে বাসের কন্ডাক্টর এবং চালকদের বচসাও হয়েছে। কিন্তু তাঁরা কোনও কথা শুনতে চান না।”
বেহালার বিভিন্ন রুটের বাস চালক এবং কন্ডাক্টররা জানান, যাত্রীদের একাংশের চাপেই তাঁরা ব্রিজের মুখে ‘প্যাসেঞ্জার’ নামাতে বাধ্য হন। আর যাত্রীরা উড়ালপুলের মুখে দাঁড়িয়ে থাকেন বলেই তাঁরা গাড়িতে তোলেন। নাম প্রকাশে অনিচ্ছুক ঠাকুরপুকুর-বিবাদীবাগ রুটের এক কন্ডাক্টর বলেন, ‘‘অনেক যাত্রী উড়ালপুলের মুখে না নামালে গালমন্দ করেন। আবার অনেকে ব্রিজের মুখ থেকে না তুললে পরে উঠে চোখ রাঙান।”
কলকাতা পুলিশের ডিসি (ট্র্যাফিক) দিলীপ আদক বলেন, “সবিস্তার খোঁজ নিয়ে তারাতলার ওই অংশে আরও নজরদারি বাড়ানোর ব্যবস্থা করব।”

ছবি: অরুণ লোধ




অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.