ক্লিক অর প্রেস
চারে-পাঁচে যুদ্ধ
কেমন চলে HTML5?
স্যামসাং Galaxy S4 আর অ্যাপ্ল iPhone5-এর তুলনা করতে গিয়ে প্রথমে আমরা এ প্রশ্নের উত্তর খুঁজব। কিন্তু HTML5-টা কী?
HTML5 বা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গোয়েজ ৫ হল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব-এর (W3C) ওয়েবপেজ তৈরির ল্যাঙ্গোয়েজ-এর নতুন সংস্করণ। অধিকাংশ ওয়েবপেজ এখন HTML5 তৈরি হচ্ছে। ক্রোম, সাফারি, ফায়ারফক্স, অপেরা, ইন্টারনেট এক্সপ্লোরারের মতো ওয়েব ব্রাউজার-এ HTML5 কাজ করে। সুবিধা হল এতে ফ্ল্যাশ, জাভার মতো প্লাগ্ইন ছাড়াই ভিডিও চলে।
ব্ল্যাকবেরি Z10 HTML5-এর প্রায় সব সুবিধাই আছে। তবে Galaxy S4 আর iPhone5-এ HTML5-এর কিছু কিছু সুবিধা পাওয়া যায়। যেমন, S4-এ microdata, WebGL এবং IndexedDB-এর সুবিধা পাওয়া যায়। HTML-কে ভাষা মনে করলে microdata হল তার শব্দভাণ্ডার। WebGL ব্রাউজারে উচ্চ মানের থ্রি-ডি অ্যানিমেশন দেখতে সাহায্য করে। IndexedDB ওয়েবব্রাউজারে তথ্য জমা রাখতে সাহায্য করে। এ ছাড়া S4-এ Ogg Vorbis অডিও কোড চলে। এটি ওপেন সোর্স, পেটেন্ট মুক্ত অডিও এনকোডিং, স্ট্রিমিং করতে সাহায্য করে। এর ভিডিও কমপ্রেশন ফর্ম্যাট-এ HTML5 ভিডিও চলবে।
iPhone5-এ HTML5-এর এত সুবিধা মেলে না। তবে Typekit ফন্ট S4 ঠিকমতো লোড না হলেও এতে ঠিকঠাক কাজ করে। তবে গুগ্ল ফন্ট S4 ঠিকমতো লোড হয়ে যায়।
iPhone5-এ 4ms টাইমার রয়েছে। এতে জাভা স্ক্রিপ্ট দ্রুত চলে। ফলে অ্যাপস-সহ অন্যান্য সুবিধা দ্রুত কাজ করে। এ সুবিধা S4-এ পাবেন না।
S4, iPhone5 থেকে ০.১ মিলিমিটার মোটা। এতে অবশ্য খুব বেশি কিছু ফারাক হয় না। S4 রয়েছে স্যামসাং-এর Exynos 5 Octa প্রসেসর। এটি দু’জোড়া quad-core প্রসেসর নিয়ে তৈরি। এক জোড়া প্রসেসর সাধারণ কাজগুলি করে। অন্য জোড়া ভারী কাজ করে। এতে ব্যাটারির দ্রুত খরচ বেড়ে যায়। তবে কোনও সময়ে শুধু এক জোড়া প্রসেসরই কাজ করে। এতে রয়েছে ২ জিবি র্যাম, ১৬ জিবি ইন্টার্নাল মেমরি। এ ছাড়া ব্যারোমিটার থেকে আর্দ্রতা মাপক একাধিক সেন্সর থাকে। কিন্তু সমস্যা হলে এতে অনেকটা ইন্টার্নাল মেমরি কাজে লেগে যায়। হাতে থাকে ৮.৮৪ জিবির মতো মেমরি। ফলে ইচ্ছেমতো অ্যাপস ডাউনলোড করা যায় না। আরও সমস্যা হল এসডি কার্ডে ঠিকমতো অ্যাপস ডাউনলোড হয় না।
অ্যানিমেশন ক্ষেত্রে iPhone5 এগিয়ে রয়েছে। এতে রয়েছে অ্যাপ্ল CoreAnimation। S4-এ CSS অ্যানিমেশন ঠিকঠাক কাজ করে। তবে অ্যানিমেশন চলার সময়ে টাচ্ করলে অ্যানিমেশন ধীরে চলে।
S4-এ air gestures, eye tracking, orientation scrolling-এর মতো নানা সুবিধা রয়েছে। কিন্তু সমস্যা হল, মাঝেমধ্যে এগুলি অ্যাকটিভেট হয়ে গিয়ে সাধারণ কাজে অসুবিধা করে। তাই অনেকেই এ সুবিধাগুলি বন্ধ করে রাখছেন। তা ছাড়া স্ক্রোল করার সময়ে মাঝেমাঝে স্ক্রিন লক হয়ে যায়। কিন্তু iPhone5-এ টাচ্ আর কনটেন্ট নিয়ে এক সঙ্গে কাজ করলেও অসুবিধা হয় না।


কোনও প্রশ্ন থাকলে পাঠান
askdoss@abpmail.com-এ

সাবজেক্ট লাইনে লিখুন abp kolkata




অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.