ইংল্যান্ডে রওনা হওয়ার আগে থেকেই সেখানকার আবহাওয়া ও পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার কথা বারবার বলছেন ভারতীয় দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। জানুয়ারিতে শেষ ৫০ ওভারের ক্রিকেট খেলা ভারতীয় দল তাই চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া ও সেই অনুযায়ী নিজেদের তৈরি করে নিতে চাইছে দু’টি প্রস্তুতি ম্যাচে। যার প্রথমটি শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে। প্রথম দিন প্র্যাক্টিসে নামতে গিয়ে যেমন প্রকৃতির বাধা পেয়েছেন ধোনিরা, তেমন শনিবার এজবাস্টনেও পাবেন কি না, এখন এটা যেমন বড় প্রশ্ন, তেমনই বড় প্রশ্ন জাতীয় দলের ক্রিকেটাররা আইপিএল কেলেঙ্কারি-উত্তর নিজেদের কতটা তৈরি করে নিতে পারবেন। অর্থাৎ দলের আবহাওয়া-পূর্বাভাস কেমন, তা-ও ধোনি-ফ্লেচার জুটি হয়তো বুঝে নেওয়াক চেষ্টায় থাকবেন জোড়া প্রস্তুতি ম্যাচে। |
ফিক্সিং-কেলেঙ্কারি থেকে দেশের ক্রিকেটপ্রেমীদের নজর ক্রিকেটের দিকে ঘোরানোর এটাই সুবর্ণ সুযোগ ধোনিদের সামনে। ইংল্যান্ডে পা রাখার পরই ধোনি যে বলেছেন, কেলেঙ্কারির প্রভাব ভারতীয় দলের পারফরম্যান্সে পড়বে না, তার প্রমাণ দেওয়ার তাগিদও এই টুর্নামেন্টেই। তাই প্রস্তুতিটা ঠিক মতো সারতে চান ভারতীয়রা। ব্যাটিং নিয়ে খুব একটা চিন্তায় না থাকলেও পেস বোলারদের নিয়ে চিন্তিত ধোনি। ইশান্ত, ভুবনেশ্বর, উমেশরা ইংল্যান্ডের স্যাঁতস্যাঁতে আবহাওয়া ও ঘাসে মোড়া উইকেটে নিজেদের দক্ষতার প্রমাণ দিতে পারেন কি না, সেটাই এই দুই প্রস্তুতি ম্যাচে দেখে নেবেন অঝিনায়ক ধোনি ও কোচ ডানকান ফ্লেচার, যার দ্বিতীয়টি মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তিন পেসারের সঙ্গে শনিবার ইরফান পাঠান, বিনয় কুমারদেরও দেখে নেওয়ার ইচ্ছা ধোনির। তবে বিনয় কুমারকে এই ম্যাচে নামাবেন, না পরের ম্যাচে, সেটাও দেখার।
৬ জুন চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামার আগে আবহাওয়া নিয়ে যে বেশ চিন্তায় ভারত অধিনায়ক, তা বার্মিংহামে পৌঁছে প্রথম সাংবাদিক বৈঠকেই জানিয়ে দেন ধোনি। বলেন, “ইংল্যান্ডে খেলাটা সব সময়ই ভাল অভিজ্ঞতা। কিন্তু প্রকৃতি যে ভাবে এখানে আমাদের স্বাগত জানাল, তা চিন্তার বইকী। আশা করি দ্রুত আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে আর আমরা নিশ্চিন্তে মাঠে নামতে পারব।” |