|
|
|
|
|
|
|
আপনার সাহায্যে... |
|
হারাতে দেব না এই যৌবন
হওয়ার আগেই ক্যানসারকে এক হাত নিলেন অ্যাঞ্জেলিনা। কিন্তু
আমাদের দেশে ব্রেস্ট ক্যানসার রুখতে শুধু নিয়মিত স্ক্রিনিং-ই যথেষ্ট?
ডা. গৌতম মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বললেন
রুমি গঙ্গোপাধ্যায় |
|
|
প্র: অ্যাঞ্জেলিনা যা করেছেন তাতে ক্যানসার নিয়ে ভীতি কিছু কমবে?
উ: কিছুটা তো কমবেই। অন্তত মানুষ সচেতন হচ্ছেন।
প্র: কিন্তু জোলি যে সাহস দেখালেন সাধারণ মানুষের পক্ষে কি তা সম্ভব? খরচার ব্যাপারটাও তো রয়েছে।
উ: তা তো বটেই। তবে এটাও বলি এত কাণ্ড করে জোলি কিন্তু ক্যানসার-ফ্রি হননি। ভবিষ্যতে ক্যানসারের সম্ভাবনা খানিকটা রয়েই গিয়েছে।
প্র: মানে?
উ: স্তনের গড়ন ধরে রাখতে পুরোটা বাদ দেওয়া হয় না। তাই এ ধরনের ম্যাসেটেকটমিতে ঝঁুকি কিছুটা থেকেই যায়। বিদেশে এ রকম ম্যাসেকটমি করার পরও ক্যানসার হয়েছে, এমন অনেক উদাহরণ আছে।
প্র: ম্যাসেকটমিতেও রেহাই নেই?
উ: চেঁছেপুছে সব বাদ দিলে তবেই ক্যানসার ফিরে আসার সম্ভাবনা থাকবে না।
প্র: মানে সৌন্দর্য বনাম জীবন?
উ: একদম। ক্যানসারের চিকিত্সায় যে ম্যাসেকটমি করা হয়, আর জোলি যেটা করালেন, তাতে কিছু তফাত আছে। তবে জোলির ম্যাসেকটমির সুবিধে হল, এতে ইচ্ছে মতো মাপের স্তন গড়ে দেওয়া যায়।
প্র: কিছু বোঝা যাবে না? সেক্স লাইফ?
উ: না, সব আগের মতোই। তবে পুরোটাই মনের ব্যাপার।
প্র: এ ধরনের ম্যাসেকটমিতে ক্যানসার ফিরে আসার সম্ভাবনা কতখানি?
উ: শতকরা পাঁচ ভাগ।
প্র: তা-ও তো অনেকটাই কম। যেখানে ৮৭% সম্ভাবনা ছিল সেখানে তো আর হাত গুটিয়ে বসে থাকা যায় না?
উ: এ রকম বলা হচ্ছে ঠিকই। ৮৭% সম্ভাবনাটা কিন্তু লাইফটাইম। মানে ৮০-৯০ বছর বাঁচলে তবেই সম্ভাবনা এতখানি। সবাই তো আর এত বছর বাঁচেন না। আসলে সম্ভাবনা ৫০-৬০% মতো।
প্র: তবে জোলি কেন এত বড় সিদ্ধান্ত নিলেন?
উ: আসলে কিছু ক্যানসার তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। বিআরসিএ (ব্রাকা)- ওয়ান জিন থেকে তৈরি ক্যানসারও সে রকম। সেটাই বোধহয় জোলির রাতের ঘুম কেড়ে নিয়েছিল।
|
|
প্র: ব্রাকা টু জিন থাকলে অত ভয় নেই?
উ: খানিকটা কম। কারণ ব্রাকা টু জিন থেকে যে ক্যানসার, তা ওষুধেই নিয়ন্ত্রণে আনা যায়। আর এর থেকে ক্যানসার বয়স্কদের হয়।
প্র: জিন টেস্টের জন্য কী করতে হবে?
উ: একটা রক্ত পরীক্ষা। পরীক্ষাটা হয় বিদেশে। কলকাতার কিছু সংস্থার মাধ্যমে এই টেস্টটি করতে পারেন। ১৫ দিনের মধ্যে ফল জানতে পারবেন। খরচ পঞ্চান্ন থেকে ষাট হাজার।
প্র: এত খরচা করে জিন-এর হদিশ জানতে হবে? ক’জনের পক্ষে সম্ভব?
উ: অনেকেই পারবেন না। তাঁদের নিয়মিত স্ক্রিনিং-এ থাকতে হবে। বিশেষত পরিবারে মা-মাসি-দিদি-পিসি কারও হয়ে থাকলে।
প্র: স্ক্রিনিং মানে ম্যামোগ্রাফি?
উ: ৫০ এর ওপর বয়স হলে। মেনোপজের আগে ম্যামোগ্রাফি করে কোনও লাভ নেই। কিছু ধরা পড়বে না।
প্র: তবে?
উ: সোনোগ্রাফি করতে হবে। যাঁদের ক্ষেত্রে ঝঁুকি বেশি তাঁরা দুই বছরে এক বার এমআরআই করে নেবেন। তা ছাড়া নিজেই নিজের স্তন হাত দিয়ে পরীক্ষা করবেন। ব্রেস্টের কোথাও লাম্ব তৈরি হচ্ছে কি না, খেয়াল রাখতে হবে।
প্র: আর যদি শরীরে ব্রাকা ওয়ান জিন থাকে?
উ: সেটা হলে অবশ্য একটু মুশকিল। তবে নিয়মিত স্ক্রিনিংটা খুব জরুরি।
|
কাদের ঝুঁকি বেশি |
• রিপ্রোডাকটিভ পিরিয়ডটা দীর্ঘ হলে। খুব কম বয়সে পিরিয়ড শুরু হয়েছে, আবার মেনোপজও দেরি করে হল
• বাচ্চা না হলে
• হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি করলে
• যাঁরা ফ্যাট জাতীয় খাবার বেশি খান
• চেহারা বেশি মোটা হলে
• সংখ্যায় কম হলেও পুরুষদের ব্রেষ্ট ক্যানসার হয়। তাঁদের নিকটাত্মীয়দেরও ব্রেষ্ট ক্যানসারের সম্ভাবনা যথেষ্ট |
|
প্র: ব্রাকা ওয়ান জিন থাকলেই জোলির মতো স্তন বাদ দিয়ে দিতে হবে?
উ: আমরা বলব স্ক্রিনিং-এ থাকতে। কারণ আমাদের মতো দেশে অনেকেরই খরচায় পোষাবে না।
প্র: ম্যাসেকটমি কি খুব ঝামেলার ব্যাপার?
উ: মেজর অপারেশন। মোটামুটি ভাবে সাত থেকে আট ঘণ্টা সময় লাগে। সপ্তাহখানেক হাসপাতালে থাকতে হয়।
প্র: ব্রেস্ট ক্যানসার হলে শুনছি ওভারিয়ান ক্যানসারেরও সম্ভাবনা থাকে?
উ: হ্যাঁ। বাড়িতে কারও ওভারিয়ান ক্যানসার হয়ে থাকলে ব্রেস্ট ক্যানসারের সম্ভাবনা থাকে। আবার উল্টোটাও হয়।
প্র: সে ক্ষেত্রে?
উ: ওভারিকেও স্ক্রিনিং-এ রাখতে হবে। পেটে অস্বস্তি, খেলে বমি বমি ভাব, পেট ফুলে যাচ্ছে, খিদে নেই এ রকম কয়েক মাস চলতে থাকলে চিকিত্সকের পরামর্শ মতো আল্ট্রাসোনোগ্রাফি করে নিতে হবে। প্রথম অবস্থায় ধরা পড়লে অসুবিধে হওয়ার কথা নয়।
প্র: তার চেয়ে প্রয়োজন ফুরিয়ে গেলে জরায়ু, ডিম্বাশয়ের মতো অঙ্গগুলো ছেঁটে ফেললেই তো হয়।
উ: ক্যানসার হওয়ার আগেই অঙ্গবিচ্ছেদের চিকিত্সা এখনও পর্যন্ত শুরু হয়নি। আমরা পরামর্শ দিই, একটু সতর্ক থাকুন।
প্র: কিন্তু অত কি আর সতর্ক থাকা যায়? কবে শুনব ওভারিয়ান ক্যানসার বা সার্ভাইকাল ক্যানসার হয়ে বসে আছে। তার থেকে ফ্যামিলি কমপ্লিট হয়ে গেলে এ ধরনের অঙ্গ বাদ দিয়ে দিলেই তো হয়।
উ: সেটা যে ভুল বলব না। আসলে পুরোটাই রুচির ব্যাপার।
প্র: এ তো গুলিয়ে যাচ্ছে। ক্যানসারের সম্ভাবনা দেখা দিলে কী করব বুঝতে পারছি না।
উ: দেখুন, চিকিত্সা নির্ভর করবে পরিস্থিতির ওপর। যেমন ডিম্বাশয়ের ক্যানসার প্রথম স্টেজে থাকলে আগে অপারেশন, পরে কেমোথেরাপি। কোনও নির্দিষ্ট ক্ষেত্রে
কী ধরনের চিকিত্সা সম্ভব, সে ক্ষেত্রে সম্ভাবনা কী, সবই চিকিত্সক আপনাকে বলে দেবেন। সিদ্ধান্ত আপনার।
যোগাযোগ: ৯৮৩১৩৬৯৪২২ |
|
|
|
|
|