শ্লথ হল দেশের পরিকাঠামো শিল্পের বৃদ্ধির হার। এপ্রিলে তা গত বছরের একই সময়ের তুলনায় (৫.৭%) কমে দাঁড়িয়েছে ২.৩ শতাংশে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, অশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস ও সার উৎপাদন সরাসরি কমে যাওয়ার মাসুলই গুনেছে এই শিল্প। প্রসঙ্গত, কয়লা, অশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস, পেট্রোপণ্য, সার, ইস্পাত, সিমেন্ট ও বিদ্যুৎ এই আটটি ক্ষেত্র রয়েছে তৈরি পরিকাঠামোর আওতায়। বস্তুত, দেশের শিল্পোৎপাদনে এই আট পরিকাঠামো ক্ষেত্রের অবদান ৩৮%। ফলে সংশ্লিষ্ট মহলের মতে, পরিকাঠামো ক্ষেত্র ভাল ফল না-করলে তার প্রভাব শিল্প উৎপাদন বৃদ্ধির হারে পড়ারও সম্ভাবনা থাকে। তবে কেন্দ্রকে এ দিন স্বস্তির কিছুটা জায়গা দিয়েছে রাজকোষ ঘাটতি হ্রাস। গত অর্থবর্ষে তা দাঁড়িয়েছে জাতীয় আয়ের ৪.৯%। সংশোধিত পূর্বাভাসের থেকেও যা কিছুটা কম।
|
লিটারে ৯৪ পয়সা দাম বাড়ল পেট্রোলের। কলকাতায় আগের ৭০.৩৫ টাকা থেকে বেড়ে এখন তা হল ৭১.২৯ টাকা। লিটারে ৫৯ পয়সা বেড়েছে ডিজেলও। ৫৩.৯৭ থেকে বেড়ে তা দাঁড়িয়েছে ৫৪.৫৬ টাকায়। তবে সিলিন্ডার পিছু ৪৫ টাকা কমে গিয়েছে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম। আর সেই সঙ্গে ২.২৪ টাকা কমে অটো এলপিজিও লিটারে হয়েছে ৪৩.৮৪ টাকা। নতুন দাম কার্যকর হয়েছে শুক্রবার মাঝরাত থেকেই। এ দিন তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল জানিয়েছে, ডলারের সাপেক্ষে টাকার দাম পড়ছে। শুক্রবার ১১ মাসের মধ্যে তা সব থেকে নীচে নেমে যায়। ফলে বেড়েছে তাদের আমদানির খরচ। সেই কারণেই প্রতি লিটার পেট্রোল ৭৫ পয়সা বাড়াতে হয়েছে তাদের। ডিজেল বেড়েছে ৫০ পয়সা। কলকাতায় বিভিন্ন কর যুক্ত হওয়ার পর যা দাঁড়িয়েছে যথাক্রমে ৯৪ পয়সা ও ৫৯ পয়সা।
পুরনো খবর: পেট্রোলের দাম বাড়ায় কেন্দ্র আক্রমণের মুখে
|
নোকিয়ার আর্জি খারিজ করল কেন্দ্রীয় কর দফতর। আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগে সংস্থাকে ২,০৮০ কোটি টাকা বকেয়া করের নোটিস পাঠিয়েছিল কেন্দ্র। তার বিরুদ্ধে আদালতে যায় সংস্থা। কিন্তু ফের তাদের দফতরের কাছে পাঠায় আদালত। সেই আবেদনই খারিজ হল। শুক্রবার নোকিয়া জানিয়েছে, এ বার দিল্লি হাইকোর্টে যেতে পারে তারা। |