ছিনতাই করে পালানোর সময় মহিলার চিৎকারে স্থানীয়রা ঘিরে ধরল মোটরবাইক আরোহী দুই ছিনতাইকারীকে। গণপিটুনি খাওয়ার ভয়ে সেই মহিলার থেকে ছিনতাই করা টাকার ব্যাগ ও মোটরবাইক ছেড়ে চম্পট দিল ওই দুই দুষ্কৃতী। শুক্রবার দুপুরে বোলপুরের স্কুলবাগানের জলট্যাঙ্ক এলাকার ঘটনা। পরে উত্তেজিত জনতা আগুন ধরিয়ে দেয় তাদের ফেলে যাওয়া মোটরবাইকে। খবর পেয়ে বোলপুরের পুলিশ ও দমকল বিভাগের লোকজন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। |
মোটরবাইক পোড়াল জনতা। —নিজস্ব চিত্র |
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এ দিন দুপুরে বোলপুরের বিবেকানন্দ পল্লির বাসিন্দা চৈতালি বন্দ্যোপাধ্যায় বোলপুর চিত্রা মোড়ের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে দু’ লক্ষ তুলে রিকশা করে বাড়ি ফিরছিলেন। সেই রিকশাটিরই পিছু নেয়ে দুই বাইক আরোহী। জলট্যাঙ্কের কাছে পৌঁছতেই তারা এগিয়ে এসে রিকশার পথ আগলায়। তারপরেই তারা চৈতালিদেবীর হাতে থাকা ব্যাগ কেড়ে নেয়। চৈতালিদেবী বলেন, “কিছু বোঝার আগেই ওরা আমার টাকার ব্যাগ কেড়ে নেয়। আমি রিকশা থেকে নীচে পড়ে যাই। চিৎকার শুরু করলে স্থানীয় কয়েকজন ওই মোটরবাইক আরোহীদের পথ আগলায়। ওরা তখন বাইক ও টাকার ব্যাগ ছেড়ে দৌড় লাগায়।” ঘটনাস্থলে জনতার ভিড় জমে যায়। তাঁরা দুষ্কৃতীদের ফেলে যাওয়া বাইকে আগুন ধরিয়ে দেন। |