টুকরো খবর |
সেরার শিরোপা ভারতীয় বংশোদ্ভূত কিশোরের
সংবাদসংস্থা • নিউ ইয়র্ক |
মাথা ঘিরে যেন বনবন করে ঘুরে বেড়ায় অক্ষরেরা। তবে ‘তারে জমিন পর’-এর ইশানের কাছে যা ছিল ধাঁধাঁ, তেরো বছরের অরবিন্দ মজেছে তাতেই। ২০১১ ও ২০১২ পর পর দু’বছর ‘স্ক্রিপস ন্যাশনাল স্পেলিং বি’ প্রতিযোগিতায় অল্পের জন্য পুরস্কার হাতছাড়া হয় তার। ওই দু’বারই জার্মান শব্দে হোঁচট খেয়ে তৃতীয় হয়েছিল অরবিন্দ মহানকালি। এই বার শেষ পর্বেও পড়েছিল দু’-দু’টো জার্মান শব্দ। তার নির্ভুল উচ্চারণে ঘায়েল শেষমেশ দু’টোই। নিউ ইয়র্কের বেসাইড হিলসের বাসিন্দা অরবিন্দ ভারতীয়-বংশোদ্ভূত। ইংরেজি উচ্চারণে সেরার সেরাকে বেছে নেওয়ার এই আসরে যোগ দিয়েছিল ২৮১ জন প্রতিযোগী। উচ্চারণের পাশাপাশি শব্দ ভাণ্ডারে দখল কতটা, বিচার্য ছিল তা-ও। শেষ বাছাইয়ে টিঁকে ছিল ১১ জন। সবাইকে চমকে দিয়ে ‘নেইড’-এর নির্ভুল উচ্চারণ করে সেরার শিরোপা জিতে নেয় ভারতীয়-বংশোদ্ভূত ওই কিশোর।
|
মঙ্গলে জল, সম্ভাবনা জোরালো
সংবাদসংস্থা • ওয়াশিংটন |
মাটির নমুনা পরীক্ষা করে মঙ্গলে জল থাকার অনুমান আরও জোরদার হল। কিছু উপগ্রহ চিত্রে মঙ্গলের মাটিতে খাতের চিহ্ন মিলেছিল। বিজ্ঞানীরা মনে করছিলেন এক সময়ে মঙ্গলে নদী বইত। ওই খাতগুলো সম্ভবত নদী প্রবাহের ফলেই তৈরি হয়েছে। এ বার মঙ্গলের পাথরের কিছু উপাদান পরীক্ষা করতে গিয়ে কিউরিওসিটি দেখতে পেয়েছে, অনেকগুলো ছোট গোলাকার নুড়ি মিলে ওই পাথর তৈরি হয়েছে। নুড়িগুলোয় জলীয় পদার্থ থাকারও প্রমাণ মিলেছে। টেনেসি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক লিন্ডা কাহ জানান, কিউরিওসিটির এই পরীক্ষার ফলই বলে দিচ্ছে এক সময় উষ্ণ ও আর্দ্র ছিল মঙ্গল। এই গবেষণা ‘সায়েন্স’-এ প্রকাশিত হয়েছে।
|
পুরনো খবর: মঙ্গলে জলের ধারা পাওয়া গেল উপগ্রহ চিত্রে
|
সিঙ্গাপুরে তামিল শেখার আগ্রহ
সংবাদসংস্থা • সিঙ্গাপুর |
দেশ থেকে দূরে থাকলেও তামিল শেখার ইচ্ছায় পিছিয়ে নেই সিঙ্গাপুরবাসী ভারতীয় শিশুরা। জানাচ্ছেন সিঙ্গাপুরের রামকৃষ্ণ মিশনের ভাইস- প্রেসিডেন্ট স্বামী সত্যলোকানন্দ। ১৯২৮ সাল থেকেই রামকৃষ্ণ মিশন ও অন্য সংস্থা সিঙ্গাপুরে তামিল-সহ বেশ কিছু ভারতীয় ভাষা শেখানোর ব্যবস্থা করেছে। |
|