ফেরানো হল উত্তরপত্র। হারিয়ে যাওয়া উত্তরপত্র ফেরত পেলেন শিক্ষক। ২৪ মে পরীক্ষার উত্তরপত্র নিয়ে বাড়ি ফেরার সময় জাহাঙ্গির আলম নামে ওই শিক্ষকের মোটরবাইক থেকে উত্তরপত্রগুলি পড়ে যায়, এমনই দাবি তাঁর। মন্তেশ্বর কলেজের আংশিক সময়ের শিক্ষক জাহাঙ্গির আলম ২৫ মে মন্তেশ্বর থানায় নিখোঁজ ডায়েরি করেন যে বি এ পার্ট ওয়ান আবশ্যিক বাংলার উত্তরপত্রের একটি গোছা মোটরবাইকে নিয়ে যাওয়ার সময় কোনও ভাবে পড়ে যায়। তিনি বাড়ি এসে তা বুঝতে পারেন। পরে মন্তেশ্বরের মীরপুর গ্রামের এক যুবক উত্তরপত্রের ওই গোছা পেয়ে মন্তেশ্বর ব্লকের তৃণমূল সভাপতি সজল পাঁজাকে দেন। সজলবাবু উত্তরপত্রের গোছা খুলে দেখতে পান, মন্তেশ্বর কলেজের স্ট্যাম্প দেওয়া কিছু উত্তরপত্র রয়েছে সেখানে। তিনি সেটি মন্তেশ্বর থানায় জমা দেন। পুলিশ সূত্রে খবর, জাহাঙ্গির আলম মুচলেকা দিয়ে উত্তরপত্রগুলি নিয়ে যান।
|
আউশগ্রামের উক্তা গ্রামে মনোনয়ন পত্র তৈরির সময়ে তৃণমূলের কয়েক জন প্রার্থীর উপরে দলেরই কিছু নেতা হামলা চালায় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে শুক্রবার। অভিযোগ উঠেছে শেখ টগর এবং নিত্যানন্দ চট্টোপাধ্যায়ের অনুগামীদের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে শুক্রবারই তৃণমূল আরেক নেতা চঞ্চল গড়াইয়ের অনুগামীরা কিছুক্ষণের জন্য বর্ধমান-সিউড়ি রোড অবরোধ করেন। যদিও নিত্যানন্দবাবুরা এই অভিযোগ অস্বীকার করেছেন। |