বিজেপির এক উপপ্রধান যোগ দিলেন তৃণমূলে। শুক্রবার বিকেলে পূর্বস্থলী ২ ব্লকের মাজিদা পঞ্চায়েতের ওই উপপ্রধান, বিশ্বজিৎ ছৈয়াল কয়েকজন অনুগামীর সঙ্গে তৃণমূলে যোগ দেন। সেখানে তাঁদের হাতে নতুন পতাকা তুলে দেন পূর্বস্থলীর উত্তর কেন্দ্রের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়। বিশ্বজিৎবাবু জানান, বিজেপিতে থেকে সাধারণ মানুষের জন্য কিছু করা যাচ্ছে না। তাই এই সিদ্ধান্ত।
রাজ্যে বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত পূর্বস্থলী ২ ব্লক। অথচ গত কয়েক বছরে পঞ্চায়েত স্তর তো বটেই জেলা কমিটির নেতাদের অনেকেও নিজেদের অনুগামীদের নিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন। বছরখানেক আগে বিজেপির জেলা কমিটির সদস্য তাপস দে তৃণমূলে যোগ দিয়েছিলেন। তিনি বলেন, “২০০৮ সালে পূর্বস্থলী ২ ব্লকে বিজেপির ৩৭ জন সদস্য ছিলেন। কমতে কমতে এখন তা ১২-তে এসে দাঁড়িয়েছে। পঞ্চায়েত সমিতির সদস্যও সাত থেকে কমে ৪ জনে এসে দাঁড়িয়েছে। এছাড়াও এক প্রধান এবং উপপ্রধানও দল বদল করেছেন।” তাপসবাবুর দাবি, দলে গণতন্ত্র না থাকা এবং সাধারণ মানুশকে উন্নয়নের দিশা না দেখাতে পারাই এর মূল কারণ। তৃণমূল বিধায়ক তপনবাবু বলেন, “ব্লকে বিজেপির অবস্থা করুণ। পঞ্চায়েত নির্বাচনে ওদের খুঁজেই পাওয়া যাবে না।” তাঁর দাবি, উন্নয়নে আকৃষ্ট হয়েই বিজেপির নেতা-কর্মীরা দলত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিজেপির জেলা সভাপতি রাজীব ভৌমিকের দাবি, নির্বাচনে এর কোনও প্রভাবই পড়বে না। তিনি বলেন, “বিশ্বজিতের দল পরিবর্তনের বিষয়টি আমাদের জানা নেই। তবে কিছু সুবিধেবাদী লোক তৃণমূলে যোগ দিয়েছেন। নিজেদের অপকর্ম থেকে বাঁচতেই এমন করেছন তাঁরা।” তাঁর আরও দাবি, দল ছাড়ার পাশাপাশি বহু মানুষ দলে যোগও দিয়েছেন। এ দিন ফরওয়ার্ড ব্লকের নেতা বিকাশ বিশ্বাস ও তাঁদের কয়েকজন সমর্থকও তৃণমূলে যোগ দেন। |