তিন দিন ধরে টানা বৃষ্টির ফলে দার্জিলিং পাহাড়ের জনজীবন আংশিক বিপর্যস্ত হলেও গোর্খা জনমুক্তি মোর্চা অনশন আন্দোলন প্রত্যাহারের কথা ভাবছে না। বৃহস্পতিবার দুপুরে দার্জিলিং শহরের উপকণ্ঠে হিমালিগাঁও এলাকায় দেওয়াল ধসে চাপা পড়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। তাঁর নাম শোভনা ছেত্রী (২১)। ছোটখাট ধস নেমেছে পাহাড়ের আরও কয়েকটি এলাকায়। কালিম্পঙের রাস্তায় লিকুভিরে ধস নেমেছে। বৃষ্টি, ধসে বিপর্যস্ত পাহাড়বাসীদের তরফে প্রশাসনের কাছে ত্রাণ সাহায্যের আর্জি জানানো হয়েছে। কিন্তু, জেলাশাসক সৌমিত্র মোহনের দফতরের সামনে তো বটেই, বাকি দুই মহকুমায় অনশন আন্দোলন চলছে। দার্জিলিঙে জেলাশাসকের অফিসের সামনে এমন ভাবে অনশন মঞ্চ ও ব্যারিকেড করা হয়েছে যে তাঁকে দূরে গাড়ি রেখে হেঁটে অফিসে ঢুকতে হচ্ছে।
এমতাবস্থায়, জিটিএ প্রশাসনকে পুরোপুরি সচল রেখে বিপর্যয় মোকাবিলার দাবি উঠেছে পাহাড়ের নানা মহলে। পাহাড়বাসীর সমস্যার কথা মাথায় রেখে রাজ্যের মুখ্য সচিব সঞ্জয় মিত্র মোর্চা নেতাদের অনশন প্রত্যাহারের অনুরোধ করেছেন। মোর্চা নেতাদের দাবি খতিয়ে দেখার আশ্বাসও দিয়েছেন মুখ্য সচিব। তবে লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত অনশন চলবে বলে মোর্চা অনড় রয়েছে। মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি বলেন, “মুখ্য সচিব আমাদের আশ্বাস দিয়ে অনশন তোলার অনুরোধ করেছেন। আমরা লিখিত আশ্বাস পেলে অনশন তুলব।” প্রসঙ্গত, সম্প্রতি গরুবাথানের তৃণমূল নেতা খুশনারায়ণ সুব্বার বাড়িতে আগুন লাগানোর ঘটনায় জনিত সন্দেহে মোর্চার কাউন্সিলর চন্দ্র ইয়নজন সহ কয়েকজনকে পুলিশ গ্রেফতার করে। চন্দ্রবাবুর মুক্তির দাবিতে মোর্চা অনশন আন্দোলনে বসেছে।
পাহাড়বাসীরা জানান, প্রাক বর্ষার বৃষ্টিতে ধসের ফলে পাহাড়ের নানা প্রত্যন্ত এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। ধস পরিস্থিতি সামাল দিতে জিটিএ-এর তরফে তৎপরতাও জরুরি বলে ও পাহাড়বাসীরা মনে করেন। তাই প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে আপাতত অনশন আন্দোলন প্রত্যাহারের অনুরোধ বাসিন্দাদের তরপেও বিমল গুরুঙ্গের কাছে গিয়েছে। মোর্চার অন্দরের খবর, মোর্চা সভাপতি বিমল গুরুঙ্গ আজ, শুক্রবার দলের বৈঠকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার বিষয়টি নিয়ে আলোচনা করতে পারেন। |