ধর্ষণের চেষ্টা বধূকে, জেল
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
এক বধূকে ধর্ষণের চেষ্টার দায়ে তাঁর প্রতিবেশীকে দোষী সাব্যস্ত করল পুরুলিয়া আদালত। সরকারি আইনজীবী তপন মাহাতো জানান, জয়পুর থানার প্রতাপপুর গ্রামের উত্তম মাহাতো ২০১১ সালের ২১ জুন সকালে পড়শি বধূকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। ২২ জুন জয়পুর থানায় অভিযোগ দায়ের করেন ওই বধূ। উত্তম এলাকার প্রভাবশালী ব্যক্তি। ২০১২ সালের ১৬ নভেম্বর থেকে বিচার শুরু হয়। বৃহস্পতিবার পুরুলিয়া আদালতের ফাস্ট ট্র্যাক কোর্টের দু’নম্বর এজলাসে বিচারক সুতপা সাহা উত্তমকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের কারাদণ্ডের সাজা দেন। পাশাপাশি দোষী ব্যক্তিকে ৫০০০ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।
|
ফোন অফিসে চুরি
নিজস্ব সংবাদদাতা • মানবাজার |
বরাবাজারের টেলিফোন এক্সচেঞ্জের রক্ষীকে মারধর করে বেঁধে রেখে অনেক টাকার যন্ত্রপাতি নিয়ে পালাল দুষ্কৃতীরা। বুধবার রাতের ঘটনা। পুলিশ সকালে গিয়ে নিরাপত্তারক্ষীর বাঁধন খোলে। ব্যাটারি এবং আরও কিছু জিনিসপত্র চুরি গিয়েছে।
|
বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক প্রতিনিধিদল মানবাজারের বলুডি গ্রামের জলাধার পরিদর্শন করল। পিএইচই জানিয়েছে, তাঁদের রিপোর্টের পরে জলাধার সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।
|
মাধ্যমিকের স্কুল ভিত্তিক ফল
বাঁকুড়া |
জয়পুর হাইস্কুল: পরীক্ষার্থী- ৮০, উত্তীর্ণ- ৭০, সর্বোচ্চ- স্বরূপ পাল (৬৬১)।
বিষ্ণুপুর কে এম হাইস্কুল: পরীক্ষার্থী- ১৩৯, উত্তীর্ণ- ১৩৯, সর্বোচ্চ- শুভজিৎ দত্ত (৬৫০)।
রাঙামাটি ইউ সি এফ বিদ্যাপীঠ: পরীক্ষার্থী-৯৮, উত্তীর্ণ-৮২, সর্বোচ্চ- মহেশ্বর গিরি (৬৩৩)।
বেলিয়াতোড় শ্রী সারদাদেবী বালিকা বিদ্যামন্দির: পরীক্ষার্থী-১০৮, উত্তীর্ণ-১০২, সর্বোচ্চ-অন্তরা চট্টোপাধ্যায় (৬২৬)। |