টুকরো খবর |
হিমাংশুদের ৪ দিন সিআইডি-হেফাজত
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
নন্দীগ্রাম নিখোঁজ মামলায় অভিযুক্ত সিপিএম নেতা হিমাংশু দাস-সহ ৯ জনকে চার দিনের সিআইডি হেফাজতে পাঠাল আদালত। দীর্ঘ দিন পলাতক থাকার পরে সম্প্রতি আত্মসমর্পণ করেছিলেন নন্দীগ্রামের নিখোঁজ মামলায় অভিযুক্ত বেশ কয়েকজন সিপিএম নেতা-কর্মী। প্রত্যেকেই জেল-হাজতে ছিলেন। তাঁদের মধ্যে খেজুরির সিপিএম নেতা হিমাংশু দাস-সহ রবিউল হুসেন, বিধান করণ, শম্ভু মাইতি, শক্তি দাস, বিশ্বজিৎ ধাড়া, সঞ্জয় পাত্র, শ্যামল কর, শ্রীদাম পাইকদের নিজেদের হেফাজতে চেয়ে হলদিয়া আদালতে আবেদন জানায় সিআইডি। বুধবার মামলাটি আদালতে উঠলেও অভিযুক্তেরা উপস্থিত না থাকায় কোনও নির্দেশ দেননি বিচারক। বৃহস্পতিবার অভিযুক্তদের হাজির করানো হয়। দু’পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পরে ভারপ্রাপ্ত এসিজেএম শর্মিষ্ঠা দত্ত রায় ওই ৯ জনকে ৩ জুন পর্যন্ত সিআইডি-হেফাজতে রাখার নির্দেশ দেন।
|
পুরনো খবর: হিমাংশুদের হেফাজতে চাইল সিআইডি |
কিশোরের মৃত্যু হোমে
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
ফের হোমে মৃত্যু হল এক কিশোরের। বৃহস্পতিবার দুপুরে হলদিয়ার বাসুদেবপুরে সমাজকল্যাণ দফতর পরিচালিত ‘গাঁধী আশ্রমে’ অস্বাভাবিক মৃত্যু হল মানসিক প্রতিবন্ধী কিশোর ইন্দ্রনীলের (১৭)। হোম সূত্রে খবর, চাইল্ডলাইন থেকে গত বছর ৫ এপ্রিল গাঁধী আশ্রমে আসে ইন্দ্রনীল। এর পর থেকেই শারীরিক সমস্যায় ভুগছিল সে। এ দিন সকালে ইন্দ্রনীল চিনি, লেবু ও নুন দেওয়া জল খাওয়ার পর থেকেই অসুস্থ বোধ করতে থাকলে তাঁকে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুপুরেই মৃত্যু হয় তার। প্রসঙ্গত, প্রতি বছরই এই হোমে শিশু মৃত্যুর অভিযোগ ওঠে। চলতি বছরের মার্চেও এক মূক-বধির শিশুর মৃত্যু হয়েছিল। সম্প্রতি এই হোমের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের তদন্ত করতে আসেন শিশুকল্যাণ মন্ত্রী শ্যামাপদ মুখোপাধ্যায়। ফের শিশু মৃত্যুর ঘটনায় হোমের পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠল। যদিও হোম পরিচালনার দায়িত্বে থাকা কাজল সামন্ত বলেন, “আমরা যথেষ্ট চিকিৎসা করি, সচেতন থাকি। ইন্দ্রনীল প্রথম থেকেই অসুস্থ ছিল।”
|
আজ পুরসভায় বোর্ড মিটিং
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
আজ, শুক্রবার বাম পরিচালিত হলদিয়া পুরসভায় সপ্তম উন্নয়নমূলক বোর্ড মিটিং হতে চলেছে। পুরসভা সূত্রে খবর, পুরভবনের সভাগৃহে বেলা সাড়ে ১১টা থেকে এই মিটিং হবে। ইতিমধ্যেই তা পুরসভার ২৬ জন কাউন্সিলারকে এবং আইনশৃঙ্খলা সুনিশ্চিত করতে জেলা প্রশাসন ও স্থানীয় ভবানীপুর থানাকে জানিয়েছে পুর-কর্তৃপক্ষ। উপ-পুরপ্রধান নারায়ণ প্রামাণিক বলেন, “আশা করছি আদালতের নির্দেশ মতো সুষ্ঠু ভাবেই মিটিং হবে।” বিরোধী দলনেতা দেবপ্রসাদ মণ্ডল মিটিংয়ে থাকার ইচ্ছা প্রকাশ করে বলেন, “আমরা বোর্ড মিটিংয়ের জন্য উপস্থিত থাকি। কিন্তু ওঁরা তো অন্যত্র মিটিং করেন।” যথেষ্ট পুলিশি বন্দোবস্তের আশ্বাস দিয়েছেন হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার অমিতাভ মাইতি।
|
দিঘার পথে দুর্ঘটনা
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
দিঘায় যাওয়ার পথে দুর্ঘটনায় আহত হলেন দুই মহিলা-সহ ৪ জন পর্যটক। আহতদের সকলের বাড়ি হাওড়া জেলার খাদিনানে। বৃহস্পতিবার দুপুরে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার কামারদার কাছে হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। আহতদের তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
|
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
বিদ্যুতের ছেঁড়া তারে তড়িদাহত হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত সহদেব মাইতির (৪৮) বাড়ি ময়নার নারিকেলদা গ্রামে। বুধবার রাত থেকে এলাকাটি বিদ্যুৎহীন ছিল। এ দিন সকালে বিদ্যুতের কাজ করছিলেন সহদেববাবু। আচমকা বিদ্যুৎসংযোগ এলে তড়িদাহত হন তিনি। |
|