|
|
|
|
দিনভর একটানা বৃষ্টির মধ্যেই চলল মনোনয়ন |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
প্রবল বৃষ্টির মধ্যেও বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরে বেশ ভাল সংখ্যক মনোনয়নই জমা পড়ল। মনোনয়ন-পর্বের প্রথম দিন, বুধবার থেকেই টানা বৃষ্টি চলছে। বুধবার মনোনয়ন জমা পড়েছিল প্রায় দেড়শো। বৃহস্পতিবার তার থেকেও বেশি মনোনয়ন জমা পড়েছে। প্রথম দিনে মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে তৃণমূল এগিয়ে থাকলেও দ্বিতীয় দিনে এগিয়ে গিয়েছে সিপিএম!
এদিনও কিছু এলাকায় তৃণমূলের বিরুদ্ধে বিরোধী প্রার্থীদের মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। সিপিএমের মাদপুর জোনাল কমিটির সম্পাদক কামের আলির অভিযোগ, “বিডিও অফিসের বাইরে বিভিন্ন জায়গায় তৃণমূল জমায়েত করায় প্রার্থীরা আতঙ্কিত হয়ে পড়ছেন। নতুবা আরও অনেক বেশি মনোনয়ন জমা পড়ত। আমরা চাই আতঙ্কের পরিবেশ দূর করুক পুলিশ।” শালবনিতেও সিপিআই সমর্থক বিশ্বজিৎ টুডু অভিযোগ করেন যে, তাঁর মা প্রার্থী হবেন বলে এ দিন বিডিও অফিস থেকে ডিসিআর নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে নথিটি ছিঁড়ে দেয় তৃণমূলের লোকজন। পুলিশ-প্রশাসন অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলেই দায় সেরেছে।
যদিও শালবনির ব্লক তৃণমূল সভাপতি নেপাল সিংহ বলেন, “এই বৃষ্টিতে মানুষ বাইরে বেরোতে পারছে না, ওদের ডিসিআর ছিঁড়তে যাবে কে? নিজেরা প্রার্থী খুঁজে পাচ্ছে না। তাই অপপ্রচার করছে।”
ঘাটাল মহকুমার বিভিন্ন এলাকাতেও তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাস সৃষ্টির অভিযোগ উঠেছে। সিপিএম নেতা অশোক সাঁতরা বলেন, “সন্ত্রাস ছড়িয়ে মনোনয়নে বাধা দেওয়ার চেষ্টা করছে তৃণমূল। আমরা বিষয়টি নির্বাচনের দায়িত্বে থাকা আধিকারিকদের জানিয়েছি।” তৃণমূলের বিধায়ক শঙ্কর দোলুইয়ের যদিও বক্তব্য, “প্রার্থী না পেয়ে সিপিএম অকারণে অভিযোগ করছে। জেলার কোথাও সন্ত্রাসের পরিবেশ নেই। সর্বত্রই সব দলের প্রার্থী মনোনয়ন জমা দিচ্ছেন।”
বুধবার গ্রাম পঞ্চায়েতে মনোনয়ন জমা পড়েছিল ১০৪টি। এর মধ্যে তৃণমূলের ৪৬টি, সিপিএমের ৩২টি। বিজেপি, কংগ্রেস এবং নির্দল প্রার্থীরাও মনোনয়ন জমা দেন। পঞ্চায়েত সমিতিতে ২৪ জন মনোনয়ন জমা দেন। তাঁদের মধ্যে ৮ জন সিপিএমের ৭ জন তৃণমূলের ৫ জন বিজেপি, ২ জন কংগ্রেস ও ২ জন নির্দল। তবে প্রথম দিনে জেলা পরিষদের আসনে কোনও প্রার্থী পড়েনি। বৃহস্পতিবার একটানা বৃষ্টির মধ্যেও অনেক বেশি মনোনয়ন জমা পড়েছে। জেলা পরিষদেও একাধিক মনোনয়ন জমা পড়েছে। যে শালবনিতে বুধবার একটিও মনোনয়ন জমা পড়েনি, এ দিন সেখানে ৭ জন তৃণমূল সমর্থক মনোনয়ন জমা দিয়েছেন। গড়বেতায় মনোনয়ন জমা না পড়লেও ডিসিআর কেটেছেন কয়েকজন। আজ, শুক্রবার মনোনয়ন জমার সংখ্যা আরও বাড়বে বলেই মনে করছে সংশ্লিষ্ট সকলে। |
|
|
|
|
|