টুকরো খবর |
আজ বৈঠক নির্বাচনী পর্যবেক্ষকের
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে আজ, শুক্রবার বৈঠক করবেন পশ্চিম মেদিনীপুরের নির্বাচনী পর্যবেক্ষক দীপক ঘোষ। দুপুরে সার্কিট হাউসে এই বৈঠকে উপস্থিত থাকার কথা জেলাশাসক সুরেন্দ্র গুপ্ত, জেলা পুলিশ সুপার সুনীল চৌধুরী, ঝাড়গ্রাম পুলিশ জেলার সুপার ভারতী ঘোষ প্রমুখ। জেলার ২৯টি ব্লকের জন্য নিযুক্ত ২৯ জন পর্যবেক্ষকও আজকের এই বৈঠকে হাজির থাকবেন। আগামী ২ জুলাই রাজ্য জুড়ে পঞ্চায়েত নির্বাচনের প্রথম পর্বেই ভোট হবে পশ্চিম মেদিনীপুর জেলায়। বুধবার থেকে শুরু হয়ে গিয়েছে মনোনয়ন-পর্ব। প্রথম দিন থেকেই বিভিন্ন এলাকায় অশান্তি শুরু হয়েছে। বিরোধীদের মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ উঠছে শাসক তৃণমূলের বিরুদ্ধে। এ দিকে, ব্লকে ব্লকে নিযুক্ত নির্বাচনী পর্যবেক্ষকরা নিজ নিজ এলাকায় গিয়ে কাজও শুরু করে দিয়েছেন। বৈঠক করেছেন বিডিওদের সঙ্গে। এ বার ব্লক পর্যবেক্ষকদের নিয়ে বৈঠক করতে চলেছেন জেলার পর্যবেক্ষক। জেলা প্রশাসন সূত্রে খবর, পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি নির্বাচন সুষ্ঠু ভাবে করতে যাতে সব রকম প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়, বৈঠক থেকে সেই নির্দেশই দেবেন জেলার পর্যবেক্ষক।
|
দুর্যোগে স্থগিত বামফ্রন্টের আইন অমান্য
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
প্রাকৃতিক দুর্যোগের কারণে আইন অমান্য কর্মসূচি স্থগিত রাখল বামফ্রন্ট। আজ, শুক্রবার মেদিনীপুরে আইন অমান্যের ডাক দেওয়া হয়েছিল। ঠিক ছিল, ফ্রন্টের কর্মী-সমর্থকেরা বিদ্যাসাগর হল মাঠ থেকে মিছিল করে জেলাশাসকের দফতরের সামনে যাবেন। সেখানে আইন অমান্য হবে। নেতৃত্ব দেবেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক দীপক সরকার। বুধবার থেকে টানা বৃষ্টি চলছে। জনজীবন বিপর্যস্ত। তাই কর্মসূচি স্থগিত রাখল ফ্রন্ট। দীপকবাবু বলেন, “প্রাকৃতিক দুর্যোগের জন্যই আইন অমান্য স্থগিত রাখা হল।” এ দিকে, ফ্রন্টের এই ঘোষণায় হাঁফ ছেড়েছে জেলা প্রশাসন। শুক্রবারের কর্মসূচি ঘিরে তারও কম ব্যস্ত ছিল না। ভোটের মনোনয়ন-পর্বের মধ্যেই নিরাপত্তার আয়োজন করতে হত। তবে সব বন্দোবস্ত হয়ে গিয়েছিল বলেই প্রশাসন সূত্রে খবর।
|
বৃষ্টিতে চাষে ক্ষতি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
দু’দিনের টানা বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায় চাষে ক্ষতি হয়েছে। নষ্ট হয়েছে তিল ও বাদাম চাষ। শুধু নারায়ণগড় ব্লকেই প্রায় দেড় হাজার হেক্টর জমির তিল এবং ৬০ হেক্টর জমির বাদাম চাষ নষ্ট হয়েছে বলে খবর। প্রতিটি ব্লক থেকেই ক্ষয়ক্ষতির রিপোর্ট চাওয়া হয়েছে। |
|