কেন্দ্র-বিরোধী সুর চড়াল পওয়ারের দল
ডিএমকে এবং তৃণমূল আগেই সঙ্গ ছেড়েছে। লোকসভা ভোটের আগে কংগ্রেসের ওপরে চাপ বাড়াতে এ বার সুর চড়াতে শুরু করল শরদ পওয়ারের দল এনসিপিও। কেন্দ্রের নীতির তীব্র সমালোচনা করে লোকসভা ভোটের আগে রাজনৈতিক সমীকরণের পুনর্গঠনের ধুয়োও তুলে দিলেন এনসিপি নেতৃত্ব।
এনসিপি সভাপতি তথা কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শরদ পওয়ার আজ কংগ্রেস বা ইউপিএ-র বিরুদ্ধে কোনও মত প্রকাশ করেননি। কিন্তু এনসিপি-র যুব সংগঠনের জাতীয় অধিবেশনে গৃহীত প্রস্তাবে ইউপিএ সরকারের কড়া সমালোচনা করা হয়েছে। অধিবেশনে হাজির ছিলেন পওয়ারও।
নয়াদিল্লির এক অনুষ্ঠানে তরোয়াল হাতে শরদ পওয়ার। ছবি: পিটিআই
এনসিপি-র বক্তব্য, এনডিএ জমানায় সমাজের পিছিয়ে পড়া অংশের প্রতি অবহেলার অভিযোগকে পুঁজি করে ক্ষমতায় আসে ইউপিএ। প্রথম ইউপিএ সরকারের আমলে ১০০ দিনের কাজ, কৃষি ঋণ মকুবের মতো একাধিক সামাজিক পদক্ষেপ করা হয়েছিল। তাই ফের ক্ষমতায় ফেরে ইউপিএ। কিন্তু ক্ষমতায় আসার পরে সামাজিক সংস্কারের তুলনায় আর্থিক সংস্কারকে বেশি গুরুত্ব দিতে শুরু করে কংগ্রেস। ভরতুকি ছাঁটাই করে মানুষের দুর্ভোগ বাড়ানো হয়। ফলে পরিস্থিতি এখন এমনই যে এনডিএ জমানা ফিরে আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তাই দলগুলির মধ্যে সমীকরণের পুনর্গঠন জরুরি হয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে।
এনসিপি-র এই সমালোচনার জবাবে কংগ্রেস নেতৃত্ব প্রকাশ্যে বিশেষ কিছু বলতে চাননি। দলের মুখপাত্র মীম আফজল বলেন, “দ্বিতীয় ইউপিএ সরকারের আমলেও সামাজিক কর্মসূচি রূপায়ণে বিপুল অর্থ বরাদ্দ করা হয়েছে। মানুষের কথা ভেবেই আর্থিক সংস্কারের পথে হেঁটেছে কেন্দ্রীয় সরকার।”
কংগ্রেস তথা ইউপিএ-র সমালোচনা করার পাশাপাশি আজ বিজেপিকেও এক হাত নিয়েছেন এনসিপি নেতৃত্ব। পওয়ার সরাসরি ‘সাম্প্রদায়িক শক্তির’ বাড়বাড়ন্ত সম্পর্কে সতর্ক করেন। পাশাপাশি প্রস্তাবে বলা হয়েছে, “নরেন্দ্র মোদীকে সামনে রেখে লোকসভা ভোটে জেতার আশা করে বিজেপি নেতৃত্ব বুঝিয়ে দেন যে তাঁরা রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গিয়েছেন।”
বিজেপি তথা নরেন্দ্র মোদী সম্পর্কে শরদ পওয়ারের এই আক্রমণেই রূপোলি রেখা দেখছে কংগ্রেস। কংগ্রেস নেতৃত্বের মতে, পওয়ার যে বিজেপি-র সঙ্গে হাত মেলাবেন না তা এটা থেকেই স্পষ্ট। তিনি স্বভাবসুলভ ভাবে ভোটের আগে চাপ বাড়াতে চাইছেন। আসন বণ্টনের ক্ষেত্রে দর কষাকষি ছাড়াও পওয়ার ভবিষ্যতের পথ খোলা রাখছেন। যাতে লোকসভা ভোটে ইউপিএ ও এনডিএ-কেউই সংখ্যাগরিষ্ঠতা না পেলে ঘোলাজলে মাছ ধরতে পারেন তিনি। সে জন্যই এনসিপি-র প্রস্তাবে রাজনৈতিক সমীকরণ পুনর্গঠনের কথা বলা হয়েছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.