পুলিশকে বলেছিলেন, দুষ্কৃতীরা তাঁর মাথায় বন্দুক ঠেকিয়ে সোনার গয়না হাতিয়ে পালিয়ে গিয়েছে। ছিনতাইয়ের অভিযোগ পেয়ে তদন্তও শুরু করেছিল পুলিশ। কিন্তু পুলিশি প্রশ্নের মুখে শেষ অবধি অভিযোগের তির ঘুরে গেল অভিযোগকারীর দিকেই। পুলিশ জানাল, ছিনতাইয়ের গল্প ফেঁদে সোনার গয়না হাতিয়েছেন অভিযোগকারীই। পুলিশকে মিথ্যে বলে তদন্ত বিপথে চালানোর জন্য রাজু খাঁ নামে ওই ব্যক্তিকে গ্রেফতারও করেছে পুলিশ। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে সোনার গয়না। বুধবার ঘটনাটি ঘটেছে আমহার্স্ট স্ট্রিট থানা এলাকায়। পুলিশ জানায়, শিবনারায়ণ দাস লেনে ঘর ভাড়া নিয়ে সোনা পালিশের কাজ করেন হুগলির জাঙ্গিপাড়ার বাসিন্দা রাজু খা।ঁ বুধবার তিনি পুলিশে অভিযোগ করেন, এক সোনার দোকানের মালিকের গয়না পালিশ করে ফেরত দিতে যাওয়ার সময়ে স্থানীয় গোপাল বোস লেনে তিন দুষ্কৃতী তাঁর পথ আটকায়। এক দুষ্কৃতী তাঁর মাথায় বন্দুক ঠেকিয়ে পকেট থেকে লক্ষাধিক টাকার গয়না ছিনিয়ে চম্পট দেয়। পুলিশের দাবি, রাজুর অভিযোগের সত্যতা যাচাই করতে গিয়ে জানা যায়, ওই যুবকের কথায় অসঙ্গতি রয়েছে। রাজু তদন্তকারীদের জানিয়েছিলেন, ছিনতাইয়ের পরে তাঁর সঙ্গে স্থানীয় এক যুবকের সঙ্গে দেখা হয়েছিল। তদন্তকারীদের দাবি, ওই যুবক জানান, রাজুর সঙ্গে তাঁর দেখাই হয়নি। এর পরেই রাজুর উপর পুলিশের সন্দেহ বেড়ে যায়। পুলিশ জানায়, বুধবার বেশি রাতে পুলিশের জেরায় রাজু অবশেষে জানান, তাঁর বিয়ে ঠিক হয়েছে। বিয়ের খরচ ছাড়াও তাঁকে গ্রামের কয়েক জন পাওনাদারকে টাকা মেটাতে হত। তাই ছিনতাইয়ের গল্প ফেঁদেছিলেন তিনি।
|
এলাকার গরিব বাসিন্দাদের বিপিএল তালিকাভুক্ত করার দাবিতে বৃহস্পতিবার কলকাতা পুরসভার সামনে বিক্ষোভ দেখান একদল কংগ্রেস সমর্থক। পরে তাঁদের গ্রেফতার করে পুলিশ। পুর সূত্রের খবর, কংগ্রেস কাউন্সিলর প্রকাশ উপাধ্যায়ের নেতৃত্বে প্রায় শ’তিনেক সমর্থক এ দিন পুরসভার সামনে হাজির হন। ওই দলে ছিলেন কয়েক জন মহিলা ও শিশু। বিক্ষোভকারীদের অভিযোগ, “পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে বহু গরিব মানুষ বিপিএল কার্ড পাননি। অথচ সেখানে শ’দুয়েক অবস্থাপন্ন মানুষের নামে বিপিএল কার্ড দেওয়া হয়েছে। পুর প্রশাসনকে বার বার জানিয়েও ফল হয়নি।” এর প্রতিবাদেই তাঁদের এ দিনের বিক্ষোভ। বিক্ষোভকারীরা পুলিশের বেষ্টনী টপকে এগোতে থাকায় তাঁদের গ্রেফতার করা হয়। তখন কয়েক জন শিশু পুলিশের গাড়িতে উঠে পড়ে। ডিসি (সেন্ট্রাল)-এর নির্দেশে ওই শিশুদের নামিয়ে দেয় পুলিশ। মেয়র এ দিন পুরসভায় আসেননি। পুরসভার এক পদস্থ অফিসার জানান, বিক্ষোভকারীদের দাবি নিয়ে খোঁজ নেওয়া হবে।
|
গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। বৃহস্পতিবার, ঠাকুরপুকুর থানার ডায়মন্ড হারবার রোড ও বাখরাহাট রোডের সংযোগস্থলে। মৃতের নাম নির্মল শীল (৫১)। তিনি আনন্দনগরের বাসিন্দা। পুলিশ জানায়, এ দিন ঠাকুরপুকুর বাজারের কাছে রাস্তা পার হওয়ার সময়ে একটি বাস তাঁকে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে নির্মলবাবুকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ বাসটিকে আটক করলেও চালক পলাতক।
|
এক মহিলার শ্লীলতাহানি করার অভিযোগে চিকিৎসককে গ্রেফতার করল বিধাননগর পুলিশ। বৃহস্পতিবার ষাটোধ্বর্র্ ওই চিকিৎসককে বিধাননগর এসিজেএম আদালতে তোলা হলে পাঁচ দিনের জেল হেফাজতের নির্দেশ হয়। পুলিশ জানায়, সম্প্রতি ওই মহিলা লেকটাউন থানায় অভিযোগ করেন, তিনি ওই চিকিৎসকের চেম্বারে গিয়েছিলেন। কিন্তু পরীক্ষার নামে চিকিৎসক তাঁর শ্লীলতাহানি করেন।
|
মারা গেলেন গার্ডেনরিচে পুলিশকর্মী খুনের ঘটনার অন্যতম অভিযুক্ত মহম্মদ ইকবাল ওরফে মুন্নার মা শওকত খান। বৃহস্পতিবার আলিপুরের এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মায়ের অসুস্থতার কারণ দেখিয়ে গত বৃহস্পতিবার জামিন পেয়েছিলেন মুন্না। সরকার পক্ষের তরফে জামিনের আবেদনের বিরোধিতা করা হয়নি।
|