বামফ্রন্টের আইন অমান্য কর্মসূচি ঘিরে সাজো সাজো রব কলকাতা পুলিশে! আজ, শুক্রবার রানি রাসমণি অ্যাভিনিউয়ে সংক্ষিপ্ত সভা করার পরে আইন অমান্য করবে কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা বামফ্রন্ট। আইন অমান্যের স্থান গোপন রাখতে বৃহস্পতিবার তা ঘোষণা করেননি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তবে পুলিশ ওই কর্মসূচির জন্য যাবতীয় প্রস্তুতি নিচ্ছে।
কিছু দিন আগে এসএফআইয়ের আইন অমান্য কর্মসূচিতে যোগ দিয়ে পুলিশ হেফাজতে মৃত্যু হয় ছাত্র-নেতা সুদীপ্ত গুপ্তের। পুলিশি নিষেধাজ্ঞা উপেক্ষা করেই আজ ফের বামেদের আইন অমান্য।
পুলিশ সূত্রের খবর, ওই রকম অনভিপ্রেত ঘটনার পুনরাবৃত্তি এড়াতে আজ ময়দান এলাকায় যথেষ্ট প্রিজন ভ্যান রাখা হচ্ছে। পাশাপাশি, রাজ্য পুলিশের কাছ থেকে ১৫০ জন মহিলা পুলিশ কর্মী নিচ্ছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের ১০০ জন মহিলা পুলিশও থাকছে। তাদের মধ্যে ১৫০ জন রানি রাসমণি অ্যাভিনিউয়ে থাকবে এবং বাকি ১০০ জনকে লালবাজার পুলিশ কন্ট্রোলে রাখা হবে প্রয়োজনে ব্যবহার করার জন্য। গোয়েন্দা-তথ্যের ভিত্তিতে পুলিশের অনুমান, বামেদের আইন অমান্যে ৫-৬ হাজার লোক জড়ো হতে পারেন। তাই অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার এক অফিসারকে ওই কর্মসূচি সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে।
বিমানবাবু এ দিন বলেন, “ঝড়-জল যা-ই হোক, সব জেলাতেই আইন অমান্য হবে।” তিনি জানান, রানি রাসমণিতে সভার পুলিশি অনুমতি তাঁদের আছে। কিন্তু আইন অমান্য করার অনুমতির প্রয়োজন নেই। বিমানবাবুর কথায়, “আইন অমান্যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু ওটা গণতান্ত্রিক আন্দোলনের একটা রূপ। আমরা ছেড়ে দেব না!” |